অদিতি মায়ের গান তো গান নয় , যেন মুখ থেকে শান্ত স্নিগ্ধ মুক্ত ঝোড়ে পরছে, আর আমরা সেই অমূল্য শান্ত স্নিগ্ধতায় সিক্ত হচ্ছি। ঈশ্বরের কৃপা না থাকলে এই অসাধারণ গুণের অধিকারিণী হওয়া যায় না। আমার অদিতি মায়ের দীর্ঘ জীবন কামনা করি।মা সবাইকে নিয়ে সুস্থ থাকুন, ভালো থাকুন ।🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
এটি আমার ছোটবেলায় শোনা দেশের গানগুলির একটি। আমার বয়স তখন ১০ আমার খুব পছন্দের এই গানটি। আমি ২/১বার শুনেই মুখস্ত করে ফেলি এই গানটি। এখনও প্রতিটি শব্দ মনে আছে। অতুলনীয় এইসব একেকটা গান। সেই শিশু বয়সেই আমাদের উজ্জীবিত করত।
অসাধারণ এক কথায়🖤 রবি ঠাকুর না থাকলে এই ধরনের কথা কখনো ই উদাহরণ হয়ে আসতো না বাস্তব জীবনে আজও আমি আমার ব্যাথার বেদনা ছায়া কে ভালো করে বের করতে পারলাম নাহ ☹️😷 বিধাতা কেন এমন ধোঁয়াসা মধ্যে রেখেছে 😑
Rabindra sangeet is completely philosophical thoughts hidden in ' lipi' , 'bani' and 'sur' etc. Great Artist Adity hopefully realizes and this is how she could deliver herself to the listeners. Of course , her listeners are also great. All my personal opinions.
যদি জানতেম আমার কিসের ব্যথা তোমায় জানাতাম । কে যে আমায় কাঁদায় আমি কী জানি তার নাম ॥ কোথায় যে হাত বাড়াই মিছে, ফিরি আমি কাহার পিছে- সব যেন মোর বিকিয়েছে, পাই নি তাহার দাম ॥ এই বেদনার ধন সে কোথায় ভাবি জনম ধ'রে । ভুবন ভরে আছে যেন, পাই নে জীবন ভরে । সুখ যারে কয় সকল জনে বাজাই তারে ক্ষণে ক্ষণে- গভীর সুরে 'চাই নে' 'চাই নে' বাজে অবিশ্রাম ॥ সোর্স: Musixmatch
Jodi Jantem Aamar Kiser Byatha Tomay Janatem Ke Je Aamay Kanday Aami Kii Jani Tar Nam Rag - Ramkeli Tal - Kaharba Porjay - Prem Upo Porjay - Prem Boichitro Book - Giiti Malya 57 (Garland Of Songs) Swaro Bitan 39