আমার কোন গুরু নেই। কিন্তু আমি নিয়মিত আপনার ভিডিও দেখি,। আপনার ভিডিও দেখে আমার গরু কিনতে ইচ্ছা হচ্ছে। হয়তোবা অল্প টাকার মধ্যে একটা গরু কেনার চেষ্টা করব। ধন্যবাদ আপনাকে।
স্যার আমি একজন ছোট খামারি,আমি অনেক খতি গ্রস্থ আমার গরু গুলা খুরা রোগে মারা গেছে, আমি আবার গরু পালতে আগ্রহী, তাই আপনার সহযোগিতা আমার জন্য খুব উপকারী,প্লিজ স্যার আমাকে একটু পরামর্শ দিন,,,
অনেক ধন্যবাদ স্যার,আপনার সব ভিডিও দেখি,খুব ভালো পরামর্শ দেন আপনি।ডাক্তার সাহেব আমার একটা বাচুর এর ল্যাম্পি স্কিন ডিজিজ রোগ হয়েছে।১৫ মাস বয়সের বাছুর। কিছু কিছু ফেটে ও গেছে কি করবো যদি বলে দিতেন।
স্যার আমার একটি হলেস্টিয়ান ফিজিযাম রেঠি বকনা হটাত করে খাবার খাইনা ৩ দিন জাবদ আমি রোমেনটন ভেট টেবলেট এবং বুভি ভেট পাওডার খাওয়াইছি কোন অনতি হযনাই আগে দারাইতে পারতু এখন সুযে পরছে। চেনাইতেছে পাইখানা ছাগলের লেদার তপন কিন্তু গরুর পেট ফাপা তেমন বুজা যায়না তাপমাতরা ১০২। স্যার দয়াকরে আমার গরুটা চিকিৎসা দিলে আমি আপনার পতি কিতগ থাকবু
স্যার,আমি নিয়মিত আপনার ভিডিও দেখি।আমি ছোটখাটো ভাবে একটি খামার শুরু করেছি। এবং এটাকে বড় আকারে পরিনত করতে চাই। সেক্ষেএে আপনাদের মত অভিঙ্গদের পরামর্শ খুবই দরকার।তাই ভিডিওতে আপনার মোবাইল নাম্বার টি দিলে বিশেষ উপকৃত হতাম। আশা করি বিষয়টি বিবেচনা করবেন।
স্যার আসসালামু আলাইকুম। আমার একটা শাহিওয়াল গাভীকে ১ তারিখ ৩ টা রেনাডেক্স ট্যাবলেট খাবাই। পড়ে আবার ১৫ দিন পড়ে আরও ৩ টা রেনাডেক্স ট্যাবলেট খাবাই মানে ডাবোল ডোজ। ১মাস ১৩ দিন পড়ে গরু হিটে আসে ডাক্তার এসে বীজ দেওয়ার আগ মুহুর্তে ডাক্তার গ্রুকে ক্লিন করার সময় বললো গরুর পেটে অনেক কৃমি কারন টা কি স্যার বলবেন
আসসালামুআ লাইকুম ডাক্তার সাহেব একটি বেপার এ জানতে চাই যে পশু ফার্মেসি তে জে লিভার টনিক পাওয়া যায় সে গুলোকি আসলে খাটি নাকি ভেজাল যুক্ত ? আপনি এর উত্তর দিবেন না কারন লিভার টনিক জারা উত্পাদন করে তারা আপনাকে ধরে বসবে,পশু র লিভার টনি বেশিরভাগ ভাগ ভেজাল যুক্ত এবং ডেট ফেইল আমি কি সত্য বললাম উত্তর দিবেন দয়া করে।