এটা একটা ফ্যাশন হয়ে গেছে। অন্তত তিন মাস যে কোন ধরনের আন্দোলন বন্ধ। তবে আন্দোলনকারীরা স্বারক লিপি দিক। তাদের দাবী লিখিত ভাবে দিক। এবং সরকারকে তিন মাস সময় দিক।
তিনমাসের মধ্যে একটি অন্বর্তীকালীন সরকার নির্বাচনকে তরান্বিত করতে পারবে না।অন্তত ১ বছরের সময় দিতে হবে।কেন সময় নেবে তার যর্থাথ কারন রয়েছে।পূর্বের আবর্জনা পরিস্কার করলে পরবর্তীতে যে সরকার আসবে সে সরকারের ঘাডে কোন দোস পডবেনা।সে কারনেই অন্তবর্তীকালীন সরকারকে সময় দিয়ে বিগত সরকারের বিচার কার্য তাদের দ্বারা সম্পূন্ন করলে আগামী সরকারের দেশ পরিচালনা করতে কোন বেগ পেতে হবেনা।নিবিধায় তারা মনোযোগ সহকারে দেশ চালাতে পারবে।সংস্কার হীন অবস্হায় নির্বাচন দিলে যে সরকার গঠন করবে- তাদেরকে হাজারো ঝামেলা পোহাতে হবে।তারা দেশ চালাবে নাকি বিগত সরকারের কু কর্মের বিচার করবে তাতে সেই দলের ভাবমূর্তি বিনস্ট হওযার সম্ভাবনা১০০/-১০০ এতে কোন রুপ সন্দেহের অবকাশ নেই।🇧🇩🇧🇩🇧🇩🇧🇩
ওমা কি কয় আরেকজনের প্রাসাদ দেখে কি নিজের টিনের ঘর ভেঙ্গে পেলবো নাকি এটা কোন দরনের কথা,,যার সাধ্য যেমন সে চলবে তেমন,,কয়দিন পর বাস চালক বলবে আমরা বাস চালাবো না বিমান চালাবো,,
শুধুই ছাত্র সমাজ সমাজের অংশ নয় সমাজে বিভিন্ন শ্রেণীর মানুষ থাকে তাদের দাবিও যথাযথ ন্যায্য। আজ তাদের আন্দোলন দমন করলে তাদের স্বাধীনতা কেড়ে নেওয়া হবে। তাহলে এই নতুন করে স্বাধীনতার মানেই কি??
সব থেকে বড়ো কথা হলো নিজেরাই নিজের দেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলে এরকমই হয়। আজ বাংলাদেশের এই অনাচার পরিস্থিতির জন্য ছাত্র সমাজ ই দায়ী। শুধু মাত্র একদিক ভেবে আন্দোলনের প্রভাব এরকমই হয়। সমাজে শান্তির জন্য স্থিতিশীল সরকার দরকার। এইভাবে হাজার মাথা সরকারের দায়িত্বে থাকলে এ ঘটনা বার বার হবেই।
গরীব রিক্সা চালক ভাই রা কিন্তু অনেকেই শিক্ষিত তবুও তারা খেটে খেতে লজ্জা পায়না তাই তাদের ও চাকরি পাওয়ার অধিকার বেশি বলে দেশ বাশি মনে করে। রিকসা চালক ভাই রা আপনারা আন্দোলন চালিয়ে যান। আপনাদের সাথে বাংলাদেশের জনগণ সব সময় আছে ইনশাআল্লাহ।
প্যাটেল চালিত রিক্সায় দুজনের বেশি বসা যায় না তাও আবার চিপাচিপি আর অটো ইজি বাইকে সহজে তিন-চারজন বসা যায় তাও আবার একই ভাড়ায় তাই আমরা চাই অটো ইজি বাইক রোডে পারমিশন দেওয়া হোক
আমরা অটোরিকশা চাই অটোরিকশা অনেক ভালো,,, আপনারা গলির ভিতরে ঢুকবেন না ভাঙ্গা রাস্তায় যাবেন না টাকা চাবেন বেশি,, এই সকল প্যাটেলের রিকশা গুলোকে বয়কট করা হোক,,,মেনরোড গুলাকে জাম লাগায় রাখে
এখন ছাত্রদের এদের দায়িত্ব নেওয়া উচিত। এরাও মানুষ এদেরও তো ভালোভাবে বেচে থাকার অধিকার আছে! ডঃ ইউনুস সারা বিশ্বের মানুষের জন্য নাকি এত কিছু করে এদের জন্য ভালো কিছু করা তার অবশ্যই নৈতিক দায়ীত্ব!
অটো রিক্সা গুলি সত্যিই ঝামেলা করে এদের বন্ধ করে দেওয়া উচিত , তবে এই মুহূর্তে কোন দাবি করা অযৌক্তিক I অন্তত একটা বছর ধৈর্য ধরা উচিত সবার I এখন যেকোনো ধরনের দাবি তোলা সন্দেহজনক ,ষড়যন্ত্র I সকল ধরনের দাবির ক্ষেত্রে সরকারকে এখন কঠোর হওয়া উচিত I
এই মুহূর্তে দেশ একটি সংকীর্ণ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে, কাজে আমাদের উচিত হবে এরকম আন্দোলন না করে বর্তমান দেশের পরিস্থিতি স্বাভাবিক হোক, এবং যারা বন্যা কবলিত এলাকায় আছে তাদেরকে সাহায্য সহযোগিতা করা
বাক স্বাধীনতা পেয়েছি বলে এখনই সব দাবি পূরণ করতে হবে এটা কেমন কথা,,আমরা সাধারণ জনগণ সরকারের কাছে দাবি জানাচ্ছি এমন কথায় কথায় আন্দোলনের বিরুদ্ধে সরকার কঠোর পদক্ষেপ গ্রহণ করুন।।
এরা এতোদিন কি করছে এখন এদের এতো দাবী আসে কোথায় থেকে। এরা আসলে চায় কী? এরাকি দেশের শান্তি চাই নাকি স্বার্থ চাই। যেকোনো কিছুর একটা সময় থাকে। তাইনা? সেনাবাহিনীকে মাঠে নামানো হোক যারা এধরনের অপ্রীতিকর ঘটনা ঘটাবে যেনো কঠোর হাতে দমন করা হয়।
যোথবাহিনী গঠন এর বিকল্প নেই বাংলাদেশে এখন নিরাপত্তার প্রাচীর, বিশ্বস্ততা, নির্ভরতা ও আস্থার প্রতীক বাংলাদেশ সেনাবাহিনী। পুলিশের নিরাপত্তা, আনসারের নিরাপত্তা, আন্দোলনের সময়ে ছাত্র-জনতার নিরাপত্তা সবই সেনাবাহিনী সামাল দিতে হচ্ছে। এজন্যই বারবার যৌথবাহিনী গঠনের আহবান জানাচ্ছি।
@@মায়াবাড়ি-ম৫জ দেশে স্থিতিশীল সরকার না থাকলে এরকম আন্দোলন বাড়তেই থাকবে। হাজার মাথা সরকারের দায়িত্বে থাকলে এরকম তো হবেই। ছাত্র সমাজই শুধু সমাজের সব অংশ নয় সমাজে বিভিন্ন শ্রেণীর মানুষ থাকে। ছাত্ররা যদি তাদের দাবি আদায় করতে পারে তাহলে অন্য শ্রেনী কি দোষ করেছে। নিজেদের বিরুদ্ধে বিদ্রোহ শুরু করার রাস্তা নিজেরাই দেখিয়েছো এখন তো আর কিছুই করার নেই। 😂
এতদিন এদের দাবি কোথায় ছিল এদের মার কাছে তো দাবি জানাতে পারে নাই দেশের পরিবর্তন হয়েছে না 15 থেকে 17 দিন দাবির শেষ নেই বিবেক দিয়ে চলছে নাকি লোভে চলতেছে মানুষের