ছাত্র আর ছাত্র নেতাদের মধ্যে পার্থক্য যদি বুঝতা তাইলে আর আবালের মতো কথা বলতা না, এত বালছেরা বছির, ১৬ বছরেও হাসিনার বালডাও ফেলাইতে পারো নাই। সেই ছাত্ররাই যা করার করছে। 😊
@@niloykhan3937amra nai age chilam vaiya akn birokto lge akn koijon ashbe aitai dekhen amra kew ai ashbo na manush oi dol ai chine jamat bnp chara r kew chine na naile jamat jitbe naile bnp ara akn beshi beshi krte krte nije rah niche neme jacche nijeo jne na 🙃🙂 bnp chara thakte pre na ara amk blen r ara desh kothai namiyeche blen amak ader supprt akn koijon kotha ble blen toh amk koijon ashe akn ader shathe blen amk ader respect chilo ader akn vote dibo na bki jara dol royeche jamat bnp jonogon jamat bnp k ai vote hoito amr kotha ta shunte kharap lgche kintu kotha ta shotti akn ader k jonogon ble k ara desh ta k shesh kre felche ara dol kruk jetai kruk dol toiri kruk na kno ader shathe kew ai nai akn age ader dake lok shara dito akn kew ai ashe na 🙃🙂 aibar amio nai hindu rao ashbe na ader dake kichu kichu shadharon student rao shomoynok der dekhte pre na amk akta kotha bolun rashtoproti shoriye dile ki shob kichu solution hye jabe akni toh desh ki obosta pre ki hbe k jne rashtoproti k shorate akn jamat bnp kno lgche oder aitai vebe pai na 🤣😂
‘গ্লোবাল টেররিজম অ্যান্ড ইনসারজেনসি অ্যাটাক ইনডেক্স-২০১৩’ শীর্ষক বার্ষিক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের ‘আইএইচএস জেন্স টেররিজম অ্যান্ড ইনসারজেনসি সেন্টার’ ২০১৩ সালে সবচেয়ে সক্রিয় সন্ত্রাসবাদী সংগঠনের তালিকায় ৩ নম্বরে রেখেছিল ছাত্র শিবিরকে।
আপাতত প্রেসার গ্রুপ হিসেবে বিবেচনায় নেয়া উচিৎ হবে রাজনৈতিক দলগুলোর। কিন্তু বিএনপি চাচ্ছেনা কোন সংস্কার যাতে তারা আওয়ামী লীগের মতো চরম ক্ষমতার অধিকারী হয়ে দেশ শাসন করতে পারে।
শেখ হাসিনা কেন চাইবেন লাশ তৈরি করে নিজের পতন ডেকে আনতে? সেটা চাইবেননা বলেই তিনি ছুটির দিন আদালত বসিয়ে কোটা সংস্কারের প্রজ্ঞাপন জারি করেন। ছাত্রদের বার বার আলোচনার জন্য আহবান জানান।
লাশের মাধ্যমে আন্দোলন দমন করেই এতদিন ক্ষমতায় ছিলো। কিন্তু যখন গণভবনে হামলার মাধ্যমে তার জীবনের উপর সংকট আসলো তখন পালাইছে।তার পতন ছিলো অবধারিত অনেক আগে থেকেই যখন থেকে ভোট ডাকাতি,মানুষের কন্ঠরোধ, বিরোধী মতামত দমন শুরু করছে।মানুষের ক্ষোভের প্রতিপলন ঘটেছে এই জুলাই-আগস্ট বিপ্লবের মাধ্যমে।
ছাত্ররা রাজনৈতিক দল গঠন না করলে এবং জাতীয় ঐক্য গঠন না হলে,ছাত্র নেতারা অনেক বিপদে পরবেন ভবিষ্যতে। তাই তাদের রাজনৈতিক দল গঠনের প্রস্তুতি নেয়াকে সাধুবাদ জানাই
দুই দলের বাহিরে, গণতান্ত্রিক ভাবে নতুন কোন দলের কাছে রাষ্ট্রীয় ক্ষমতা যাক এটি বাংলাদেশের সেন্ট পার্সেন্ট মানুষ ২০০১ সাল থেকে চেয়ে আসছে। আমাদের পূর্ণ সমর্থন আছে নতুন দল করার পক্ষে।