Тёмный

লক্ষা কবুতর পালন পদ্ধতি | লক্ষা কবুতরের দাম কত | Fantail pigeon Rearing | Lakkha pigeon price in bd 

RM Pigeon  Lover
Подписаться 6 тыс.
Просмотров 6 тыс.
50% 1

ফেন্সি কবুতর গুলোর মধ্যে সৌন্দর্যের বিচারে অন্যতম সেরা ও সবচেয়ে সস্তা কবুতর হলো লক্ষা। এরা যখন এদের ময়ূরের মতো লেজ ছড়িয়ে আপনার উঠোনে ঘুরে বেড়াবে তখন এটা সত্যি এক নান্দনিক সৌন্দর্যের সৃষ্টি করবে। গ্র লাইফের আজকের এপিষদে থাকছে লক্ষা কবুতর পালন পদ্ধতি এদের বংশবৃদ্ধি বা প্রজননের নিয়ম, এ কবুতরগুলোকে কি কি খাবার দিতে হয়, এবং আপনি যদি এক জোড়া লক্ষা কবুতর কিনতে চান তবে প্রতি জোড়া লক্ষা কবুতরের দাম কেমন পড়বে। তাই পুরো ভিডিওটি দেখার মাধ্যমে জেনে নিন লক্ষা কবুতর সম্পর্কে বিস্তারিত আর উপভোগ করুন এই ময়ূরপঙ্খী কবুতরের অসাধারণ সৌন্দর্য।
লক্ষা কবুতর পালন পদ্ধতিঃ
ফ্যান্টেইল হলো ফেন্সি কবুতরের একটি জাত
স্বাধারনত ফেন্সি জাতের কোন কবুতর-ই ভালোভাবে উরতে পারেনা ফ্যান্টেইল ও এর ব্যাতিকরম নয়।এদের ময়ূরের মতো ছড়ানো লেজের কারনে এরা ভালোভাবে উরতে পারেনা কারন তাদের লেজ তাদেরকে উরতে বাধা দেয় তাই ছেড়ে পালন করলে এরা খুব সহযেই কুকুর-বিড়ালের সহজ শিকারে পরিনত হয়।তাই এদেরকে ছেরে বা অবমুক্ত করে না পালন করে খাচায় আটকে রেখে পালন করাটাই ভালো। তবে আপনি যদি পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করতে পারেন তবে এটা আপনার আঙিনা কিংবা চাঁদের শোভা কয়েক গুণ পর্যন্ত বৃদ্ধি করতে পারে। এরা যখন তাদের ময়ূরের মত লেজ উঠিয়ে হেঁটে বেড়ায় তখন এটা একরকম নৈসর্গিক সৌন্দর্যের সৃষ্টি করে।
অন্যদিকে খাচায় পালন করলে লক্ষা কবুতরের জন্য সঠিক আকৃতির খাঁচার মাপ হচ্ছে 24 ইঞ্চি বাই 24 ইঞ্চি বাই 20 ইঞ্চি । মানে খাচাটার দৈর্গ হবে 24 ইঞ্চি প্রস্থ হবে 24 ইঞ্চি এবং উচ্চতা হবে 20 ইঞ্চি। এরকম সাইজের একটা খাচায় আপনি এক জোড়া লক্ষা কবুতর রাখতে পারবেন। এরকম সাইজের একেকটি খাচা বাজারে 300 থেকে 400 টাকার মধ্যে কিনতে পারবেন। খাঁচায় পালন করলে খাঁচার মধ্যে পানির পাত্র খাবারের পাত্র এবং গ্রিড এর পাত্র দিতে হবে। তাছাড়া প্রজননের জন্য একটি করে মাটির মটকা দিতে হবে যার মধ্যে কবুতরগুলো বসে ডিম পাড়তে পারে। তাছাড়া 2/4 দিন পর পর এদের খাঁচা পরিষ্কার করে দিতে হবে। প্রতিদিন কমপক্ষে একবার করে খাঁচায় পানি পরিবর্তন করে দিতে হবে।
এই কবুতরটি পালন করতে আপনার প্রয়োজন হবে একটা খাঁচার তাছারা ফেন্সি কবুতরের রোগ প্রতিরোধ ক্ষমতা অন্নান্য কবুতরের তুলনায় দুর্বল হয়।
এরা খুব স্বাধারন রোগ-বালাই হলেই কাবু হয়ে যায়।
তাই যখন কেউ খাচায় এদেরকে পালন করে তখন সবসময় এদেরকে নজরে রাখা সম্ভব হয় তাই কোন সমস্যা নজড়ে আসা মাএই চিকিৎসা দেওয়া যায় অন্যথায় ছেড়ে পালন করলে এটা সম্ভব হয় না।তাই আমি বলবো এদেরকে খাচায় আটকে রেখে পালন করুন এবং নিয়মিত সুষম খাদ্য সরবরাহ করুন এতে আপনার কবুতর এবং আপনি উভয়-ই ভালো থাকবেন।
লক্ষা কবুতরের প্রজনন বা বংশবৃদ্ধি
অনেকেই জানতে চান লক্ষা কবুতর বছরে কতবার বংশবৃদ্ধি করে।
এর সঠিক উওর হচ্ছে এরা প্রতি ২-২.৫ মাসে একবার করে বংশবৃদ্ধি করতে সক্ষম। লক্ষা কবুতর গুলোর বয়স যখন ছয় মাস থেকে আট মাস হয় তখন এরা বংশবৃদ্ধি শুরু করে। এরা অন্যান্য কবুতরের মতোই দুইটি করে ডিম পাড়ে ডিম থেকে বাচ্চা হতে সময় লাগে 17 থেকে 20 দিন। তবে এই কবুতরটি লেজের আকৃতি অন্য রকম হওয়ায় সব সময় এরা ঠিক ভাবে তার বাচ্চা উৎপাদন করতে পারে না। এজন্য দেশি কবুতরের নিচে দিয়ে এদের বাচ্চা বেশিরভাগ ব্রীডাররাই উৎপাদন করে থাকে। সহজ কথায় বলতে গেলে এরা বছরে 6 বার ডিম দেয়। তবে সবাই এর থেকে সমপরিমাণ বাচ্চা উৎপাদন করতে পারে না। এটা পুরোপুরি নির্ভর করে ব্রিডার কতটা অভিজ্ঞ তার উপর। শুধু Fantail কবুতর-ই নয় বরং সকল ফেন্সি কবুতর-ই অন্নান্য স্বাধারন কবুতরের তুলনায় কম গতিতে বংশবৃদ্ধি করে এবং এরা ডিমে তা দিতে এবং বাচ্চা পালন করতে তেমন পারাদর্শী হয় না।তাই এদের ডিম ফুটানো এবং বাচ্চা পালন করে বড় করার দাইত্ব দিতে হয় অন্য কবুতরকে ঠিক যেমন মানুষের বাচ্চা দওক দেওয়া হয় যাদের কাছে দওক দেওয়া হয় তাদেরকে বলা হয় ফোস্টার কবুতর। তবে এর মানে এই না যে এটা একেবারেই নিজেদের ডিম নিজেরা ফোটাতে পারে না। আপনার যদি 12 জোড়া কবুতর থাকে তবে আপনি লক্ষা কবুতরের ডিম ওদের নিজেদেরকেই ফোটাতে দিতে পারেন। আপনি হয়তো ব্রিডার দের মত বছরের ছয় সাত জোড়া বাচ্চা পাবেন না কিন্তু তিন চার জোড়া বাচ্চা আপনি খুব সহজে নিজেই উৎপাদন করতে পারবেন।
লক্ষা কবুতরের খাবার
লক্ষা কবুতরের খাবার তালিকা অন্যান্য কবুতরের মতই। এক একটি প্রাপ্তবয়স্ক ফিল্ম এক দিনে 30 থেকে 50 গ্রাম খাবার খায়। সে ক্ষেত্রে আপনি যদি একজোড়া কবুতর পালন করেন তবে মাসে দেড় থেকে দুই কেজি পরিমাণ সিডমিক্স এর প্রয়োজন হতে পারে।
লক্ষা কবুতরের খাবার হিসেবে গম মটর খেশারী ভুট্টা সরিষা এবং ধান এইসব ব্যবহার করা হয়। আসলে একেকটা দেশে একেক রকমের শস্যবীজ বেশি পাওয়া যায় আর সেইসব উৎপাদিত শস্যের উপর নির্ভর করেই বিভিন্ন দেশে বিভিন্ন খাবার কবুতরকে খাওয়ানো হয় তবে বাংলাদেশ ও ভারতে খাবারগুলোই সবচাইতে বেশি ব্যবহার করা হয়ে থাকে।
গম 40
ভুট্রা 15
মটর ডাব্রি 15
চিনা 2
বাজরাসাদা 5
বাজরালাল 5
কলই 8
কুসুম বীজ 2
কালি মটর 2
সরিষা 1
তাছাড়া কবুতরকে খাবার পানির পাশাপাশি গ্রিট দিয়ে রাখতে হবে। কারণ সব ধরনের কবুতরই অধিকাংশ খাদ্যশস্য খোসাসহ খেয়ে ফেলে। আর এই সমস্ত খাদ্যশস্য কে হজম করার জন্য কবুতর প্রাকৃতিক ভাবে পোড়ামাটি ইটের গুড়া খেয়ে থাকে। আপনি যখন খাচায় পালন করছেন তখনও এদেরকে গ্রিট দিতে হবে। যাতে করে কবুতরগুলো খুব সহজে ঐ সমস্ত খোসাসহ খাবারগুলোকে হজম করতে পারে।
এবারে আসুন জেনে নেই লক্ষা কবুতরের দামঃ
এদের দাম নির্ভর করে এর সাইজ,কালার,ঝুটি,পায়ের মুজা,কোন ব্রিডারের কাছ থেকে কিনবেন তার উপর
কারন সকল ব্রিডার কবুতরের সঠিক পরিচর্যা করেনা আর যারা সঠিক পরিচর্যা করে তাদের কবুতরের চাহিদা এবং দাম উভয়-ই বেশি হয়। বর্তমান সময়ে মানে 2022 সালে এই কবুতরটির প্রতি জোড়ার দাম 1500 থেকে 4000 টাকার মধ্যে হয়। লক্ষা কবুতর পালন পদ্ধতি, লক্ষা কবুতরের দাম কত, Fantail pigeon Rearing, Lakkha pigeon price in bd

Животные

Опубликовано:

 

9 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 3   
@user-hy8pn2gs5x
@user-hy8pn2gs5x 6 месяцев назад
Ata
@missiontoseafarer9753
@missiontoseafarer9753 2 месяца назад
Amar kabutar 4 ta dim di66a
Далее
Men Vs Women Survive The Wilderness For $500,000
31:48
도와주고싶다😥 #shorts
0:15
Просмотров 9 млн
Эта собака обожает сок! 😍
0:27