এই গানটা শুধুই আমার বাঙালি সেনাবাহিনী ভাইদের জন্য, গানটা যত শুনি তত শুধু আমার সেনাবাহিনী ভাইদের কথা মনে পড়ে, তারা কত কষ্ট করে, দেশ এবং জাতির জন্য নিঃসার্থে প্রানও দিয়ে দেয়, শত কোটি সালাম আমার সেনাবাহিনী ভাইদের জন্য, আল্লাহ সকল সেনাবাহিনীর ভাইকে হেফাজতে রাখুন ।
১৯৭২ সালের ২২ জানুয়ারি প্রকাশিত এক প্রজ্ঞাপনে দিনটিকে বাংলাদেশের জাতীয় দিবস হিসেবে উদযাপন করা হয় এবং সরকারিভাবে ছুটি ঘোষণা করা হয়। নয় মাস যুদ্ধের পর ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে পাকিস্তানি বাহিনীর প্রায় ৯১,৬৩৪ সদস্য আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করে
২০ সালে নিষ্ঠুরতা যে মানবতা দেখছি আমরা আর সেগুলা দেখতে চাই না ছাত্র সমাজ ভাইবোনেরা যে অবদান রাখছে আমরা চিরজীব অনেকগুলো মামলা করব না সুমতি ভাই বোনের আপনারা যেটা আপনারা যে গান গেয়েছেন আপনি আপনাদের কামরা বা আপনাদের চির কৃতজ্ঞ হয়ে থাকবো আমরা ❤❤❤❤
নতুন করে দেশ স্বাধীন হয়েছে কিন্তুু এখন দেখি তোমরা নবরাজাকার, তোমরা বাংলাদেশের জন্ম,জন্মের ইতিহাস সব মুছে ফেলতে চাও রিসেট বাটনে চাপ দিয়ে। ছিঃ ছিঃ ধিক্কার তোদের।