ED অত্যন্ত প্রতিকূল পরিস্থিতির মধ্যে তদন্ত করছে।মানসিক ভাবে তার পাশে আছি।অযথা EDর সমালোচনা করার দলে আমি নেই।দেরি হোক।যেন আট ঘাট বেঁধে সব দিক ঠিক রেখে এগোনো হয়।তারা হুড়োর দরকার নেই।
হ্যাঁ ওরা দুই ভাই। ওদের বাড়ি থেকে আমার বাড়ির দূরত্ব দুই কিলোমিটার। এই এলাকায় ওদের খুব দাপট।আনিসুর(বিদেশ) আগে সিপিএম নেতা ছিল। তখন বেশি সুবিধা করতে পারেনি। ওদের একটা রাইস মিল আছে সেখানে ভাঙা চাল(চাউল) জোড়া লাগিয়ে খাদ্য দপ্তরে দিয়ে থাকে।
বড় মাছকেে খেলিয়ে খেলিয়ে ধরা হয় সবাই জানে।কিন্ত সে খেলা কি অনন্তকালের? খেলা দেখতে দেখতে জনতা এতটাই ক্লান্ত যে জালে সত্যিই বড় মাছ আছে কিনা সে সন্দেহ জাগছে লোকের মনে!!
সত্যি বলতে কি, বিচারপতিরাও তাঁদের রায় প্রয়োগের ব্যাপারে হতাশ হয়ে পড়ছেন। বিচারের রায় প্রয়োগ করে কোন সরকারের শাসনতন্ত্র। কিন্ত একটা সরকার যদি আগাপাস্তালা দুর্নীতির ক্যান্সারে আক্রান্ত হয়, তবে যা হয় এখন তাইই হচ্ছে।
কি জানি দাদা কিছুই বোঝা যাচ্ছে না... তবে এরাতো সব collection মাস্টার এদের ছিপে তুলে হয়তো বড়ো মাথার দিকে এগোচ্ছে অপেক্ষা করা ছাড়া উপায় নাই... বড়ো জেলে তো বসে আছে সুপ্রিম কোর্টে আশঙ্কা লাগছে আদৌ বড়ো মাছকে তুলবে কিনা দাদা না ছেড়ে রাখবে
Kono asha nei Sofikul.Oder SC porjonto kine rakha.Dekhch to Tarik pe Tarik onno case gulo r. Order bela sei din ba parer din date diye case sthogid kore dichchi.
তবে বড় মাছ একটু খেলিয়ে ধরলে খুব মজা পাওয়া যায় বড় মাছ ও তো চাইবে সহজে যাতে পায়ে তুলতে না পারে তবে দৃঢ় বিশ্বাস মাছ কিন্তু খুব শিগগিরই জালে উঠে যাবে অপেক্ষায় থাকলাম
Safikul.. apnara, I repeat APNARA chechachhen chyachan, kintu avishek banerjee ba mamata banerjee ke agami 15 yrs er modhye (if not more, should I repeat this, 15 YRS) -- Jail bondi kora jabe na.. miliye neben... Ami B. Majumdar, date 3/8/2024
বিজেপি ও তৃণমূলের সেটিং যতোদিন চালু থাকবে, কারোর শাস্তি হবে না। প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের সময় হাতে চুড়ি পরে বসে থাকেন।
Big CAT FISH WILL NOT BE CAUGHT BECAUSE THEY ARE GIVING PRANAMI TO MATAJI KALIGHAT REGULAR BASIS THESE TWO PERSON HAD STOPPED TO SEND PRANAMI TO KALIGHAT. THAT IS WHY THE SMALL FISHES HAS BEEN CAUGHT