Тёмный

সঞ্জীব চট্টোপাধ্যায়ের ‘যে রবির অস্ত নেই’, পাঠে: রত্না বিশ্বাস। 

SANJIBANI SUDHA
Подписаться 7 тыс.
Просмотров 515
50% 1

সঞ্জীব চট্টোপাধ্যায়ের ‘যে রবির অস্ত নেই’, পাঠে: রত্না বিশ্বাস।
আমি রবি ঘোষের ব্যক্তিগত জীবনের কিছু জানি না। জানতেও চাই না। পিতা, মাতা, শৈশব, কৈশোর, যৌবন। একজন অভিনেতার অভিনয়ই জীবন। প্রতিটি চরিত্রই তাঁর চরিত্র। তবু নির্জনে বসে যখন ভেবেছি, মঞ্চে যখন ভারী পর্দা, অন্তরালে অন্ধকার, রঙ্গালয় দর্শকশূন্য, যখন অভিনেতা ঢুকে পড়েছেন তাঁর নিজের অবয়বে, তখন তিনি হাসছেন না কাঁদছেন, আমি তাঁর যন্ত্রণার দিকটা দেখতে পেয়েছি, নিঃসঙ্গতা খুঁজে পেয়েছি। যে রমণী তাঁকে ভালোবেসে জীবনসঙ্গিনী হয়েছিলেন, চলচ্চিত্র জগতে তাঁর আবেদন, তাঁর অবদান কিছু কম ছিল না! প্রেমের চেয়ে স্বর্গীয় আর কিছু নেই। রবি ঘোষ সেই প্রেমে যেমন পূর্ণ হয়েছিলেন, শূন্য হতেও লাগেনি। জোয়ার থেকে সহসা ভাটায়। এই আঘাত আমি মর্মে গ্রহণ করতে পেরেছিলুম। সোনার খাঁচায় দিনগুলি রইল না। নানা রঙের দিনগুলি। স্বপ্ন ভাঙার পর যে বাস্তব পড়ে থাকে তা আরও বর্ণহীন। অভিনেতাকে আমি এই শূন্যতায় খুঁজে পেয়েছিলুম। তাঁর মর্ম যিনি সবচেয়ে বেশি গ্রহণ করতে পারতেন, তাঁর চলে যাওয়ার আঘাত, যেন আয়নাটি ভেঙে যাওয়া। এটি আমি অনুভব করেছিলুম। তাই মনে মনে বলতুম, বিদূষক আপনি হাসছেন, আমাকে হাসাচ্ছেন, সে জীবনদেবতা আপনার জীবনছক তৈরি করেছেন, তাঁকে আমি কী বলব। পরক্ষণেই উত্তর এসেছে রবীন্দ্রনাথের কাছ থেকে :
কোন খেলা যে খেলব কখন ভাবি বসে সেই কথাটাই।
তোমার আপন খেলার সাথী করো, তা হলে আর ভাবনা তো নাই৷৷
এই সমর্পণটা তাঁর মধ্যে এসেছিল। এই আধ্যাত্মিকতায় তিনি মণ্ডিত হয়েছিলেন। তা না হলে মুখচ্ছবিতে অমন সরলতা, দৃষ্টিতে অমন কৌতুকভরা উজ্জ্বলতা বজায় থাকত না। জীবনসংগ্রাম তাঁকে ছিন্নভিন্ন করতে পারল কই। একজন অভিনেতার কাছে বাস্তবের এমন পরাজয় দেখা যায় কী! এ-রবি এমন রবি যার অস্ত নেই।
মাত্র কয়েকদিন আগে অদেশ করেছিলেন, আর একটা জবরদস্ত কিছু করা যাক। তৈরি করুন একটা নকশা। সামনের পুজোয় নামিয়ে দি। নকশা তৈরি হয়ে গেছে। সেই নকশায় দুটি চরিত্র। স্থান হচ্ছে মহাভারতের সেই সরোবর। দুটি চরিত্রের একজন হলেন যক্ষ, অন্যজন যুধিষ্ঠির। যক্ষ প্রশ্ন করেছেন, বলো ধর্মরাজ-কিমাশ্চর্যং! পৃথিবীতে আশ্চর্য কী! ধর্মরাজ বলছেন-এইটাই আশ্চর্য, আজ আছি কাল নেই, তবু ভবিষ্যতের পরিকল্পনা! আমার নকশা তৈরি, রূপকার নেই। তিনি অপরূপের ঘরে।
‘যে রবির অস্ত নেই’ লেখাটি নেওয়া হয়েছে ‘পত্রভারতী’ থেকে প্রকাশিত ‘হারিয়ে যাওয়া লেখা’ গ্রন্থ থেকে।
Apurba Chatterjee, apuch1964@gmail.com , apurba.chatterjee.313?mibextid=ZbWKwL,@apurba1964।
★Subscribe to us: sanjibani sudha,

Опубликовано:

 

15 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 2   
@SadhanGhosh-fd8xu
@SadhanGhosh-fd8xu Месяц назад
অপুর্ব দার উদ্যোগে আমার প্রাণের মানুষটির বিভিন্ন রচনার "সুধা" বিভিন্ন কন্ঠে, বিভিন্ন ভাবে বিতরন করার মহান প্রয়াসকে স্বাগত জানাই।❤🙏
@debjanibanerjee1725
@debjanibanerjee1725 Месяц назад
পাঠ সুন্দর। কিন্তু আছে শব্দটি হাছে হয়ে গেছে। আর রবিঘোেষ সম্বন্ধে মূল্যায়ন তো কিছু বলার স্পর্ধা নেই। 🙏
Далее
Cole Palmer Revenge vs Man City 🥶
00:20
Просмотров 1,1 млн
ОТПРАВЬ СВОЕЙ ЛП/ЛД
00:10
Просмотров 134 тыс.