আমি ব্যাস্ত হয়ে গেছি ভাই, বাবা মারা যাওয়ার পর দাদি চলে গেলো, সব মিলিয়ে সময় দিত পারছি না, নিজের ব্যাবসা চালিয়ে যেতে গেলোও সময় হয় না, এজন্য ভাই, চ্যানেলের পিছনে অনেক সময় দিতে হয়,যা আমার সম্ভব হচ্ছে না, তবে ধন্যবাদ এত সুন্দর পরামর্শ দেয়ার জন্য, আপনার জন্য শুভকামনা রইল ভাই, ❤️
ভাই এমন তো না প্রতিদিন সময় দিতে হবে। হাজারো সময়ের মধ্যে দিয়ে একটু একটু সময় নিয়ে সময় বের করেন। প্রতিদিন না হোক সপ্তাহে একবার সময় দেন। দেখবেন একদিন সফলতা আসবে ভাই 🖤