আমি তাহের শাহ রহমাতুল্লাহি আলাইহি এর মুরিদ। ইসলাম প্রতিষ্ঠার জন্য জামাতে ইসলামি কে পছন্দ করি কারন শতধা বিভক্ত সুন্নীরা রাষ্ট্রীয় ভাবে ইসলাম কায়েম করতে পারবেনা। আবার শতধা বিভক্ত কওমীরা পারবে না। হেফাজতের আমির ও বোদাই। যারা শুধু মওদুদী মওদুদী আর মিলাদ বেদাত এই সব বকওয়াজে ব্যাস্ত বর্তমান বিষয়ে গর্দভ। আমি কওমীদের তাবলীগ জামাত কে গ্রহণ করেছি। তাদের দ্বারা উম্মতের আওয়ামরা উপকৃত হয়ে দ্বীনের সঠিক বুঝ পাচ্ছে। যেখানে কওমীরা দ্বীনবিক্রি সহ বিভিন্ন অনিয়মে জড়িত। আল্লাহ পাক যেন সকল উম্মত কে এক এবং নেক করে দেন।আমিন সুম্মা আমিন।
আসলে উনি ভুল বলেছেন মানুষ সুন্নতের দিকে যাবে আর উনি সুন্নত থেকে ফিরে আসলেন, আসলে উনি সুন্নত থেকে ফিরে আসেননি বরং বেদাত থেকে ফিরে এসেছেন।আল্লাহ কবুল করুন
যত কিছুই হোক সুন্নিরা কওমিতে আসার পরে আবার সুন্নি হবে না, এটা না ভাবাই ভালো। মানুষকে দাওয়াত এর সবচেয়ে ভালো উপযোগী হলো, মিলাদ নুরনবী এসবের বিরোধিতা মাপিলে না করাই ভালো তবে যেগুলা করা যায় সেটা হচ্ছে ডোল তবলা গান গাঞ্জা নারীদের অবাধে চলাফেরা। তবে দেখবেন যাতি একদিন সবাই সবার প্রতি ভালোবাসা মহব্বত থাকবে। আর জামাতে লাগাম ধরতে হবে, বঙ্গোপসাগরে ছোটবেলায় শুনতাম,এক হাতে বলতো তোমার সাগরে মাঝখানে আয় আর একহাত বলতো মাঝখানে আসিস না।জামাতের সর্বোচ্চ নেতা মদূদির আকীদার ব্যাপার তেমন কথা বলেন না। দ্বিতীয় শ্রেণীর নেতাদেরকে মাঠে নামিয়ে দিয়েছে মওদুদীর সাফাই গাওয়ার জন্য। শক্ত মজবুত ঐক্য করতে হয়।মদুদির ব্যাপারে সাফাই গাওয়া চলবে না মাহফিলে। না হলে কওমী আলেমরা আজ হোক কাল হোক জনগণের কাছে হাসির পাত্র হবে,কারন জামাতের কাছে আপনার টেকনিক দিয়া পারবেন না কারণ তাদের টেকনিক হয় মিথ্যা কৌশল আর এটা জনগণে খায় বেশি তাড়াতাড়ি। জামাতের আলেমরাই ঐক্যের বাধা সবচেয়ে বেশি এখনো তাদের ভিতরে অহংকার তাদের অনেক সাপোর্ট আছে রাজনীতির ক্ষেত্রে তাই তাদের মধুদির ব্যাপারে সাফাই গাওয়া বন্ধ হয় না উনি যদি অজান্তেই সাহাবাদের ব্যাপারে কলম ধরে থাকে ন তাহলে আল্লাহ মাফ করে দেন। কিন্তু এখন উনার লেখনি এবং উনাকে নিয়ে এত প্রচার করার কোন প্রয়োজন নেই। তাহলে অবশ্যই ঐক্য হবে তা না হলে ঐক্যের জন্য সবচেয়ে বড় বাঁধা জামাত।
হক দল থেকে বাতিলদের সাথে গিয়েছে। মোতালেব কোন দিন সুন্নী আকিদাধারি ছিল না তার বক্তব্যে বুঝা যেত। যার আকিদা খারাপ সে খারাপ আকিদা লোকদের সাথে মিশবে এইটা স্বাভাবিক।
আচ্ছা তওবা কেন করতে হবে? তাহলে কি ওনার এতদিন ইমান ছিল না? যদি আপনার অন্য রকম মতের অনুসারি হিসেবে চলতে ইচ্ছে করে তাইলে সেটা আবার কাউকে বলার বা কি কারণ আছে? আজব আজব মুসলিম আমাদের দেশে
আলহামদুলিল্লাহ আর একটা কথা ভাই আমি নিজে সুন্নি কিন্তু সব সুন্নি সমান না আপনার কথা টা কিন্তু ঠিক হয় নাই আপনি বলতে পারতেন যে কিছু সুন্নি দের মুনাফিকি ও শিরিকি এটা বলতে পারতেন
এটাইতো সুন্নি বড় হুজুররা বলে থাকে কোন মানুষ মাজারে সিজদা দিলেই বলে সুন্নিরা মাজারে সেজদা দেয় ,,মানে ডাইরেক্ট অপবাদ দেয় সব সুন্নিদের,, অথচ যারা সেজদা দেয় তাদের সাথে সুন্নিদের সম্পর্ক নাই সুন্নিরা সেই লোকদের নিয়ে সমলোচনা করে, কিন্তু কওমীরা সেটা দেখে না শুধু অপবাদ দিতে থাকে