আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ! কতো যে খুশি৷ আর প্রশান্তি পাচ্ছি তা প্রকাশ করতে পারবো না! আল্লাহ পাক আপনার সহায় থাকুন, হায়াতের তাইয়েবা দান করুন।আমীন!!!
পবিত্র কুরআনের তাফসীর শোনার তৌফিক লাভ করে আল্লাহ কে অশেষ ধন্যবাদ জানাচ্ছি। একই সময়ে আমি ডক্টর জাকির নায়েক ও ডক্টর নোমান আলী খান সাহেব এর তাফসীর শোনার তৌফিক লাভ করে আল্লাহ কে অশেষ ধন্যবাদ জানাচ্ছি।
আসসালামুআলাইকুম ওয়ারাহমাতুল্লাহ হযরত শায়খ এর কাছে আমার একটা অনুরোধ যে কবরে তিনটা প্রশ্ন করা হবে এগুলোতো মুনকার-নাকির করবে ত মুনকার-নাকির করার পরেযদি বান্দা ভালো উত্তর দিতে পারে তাহলে তাকে জান্নাতের নেয়ামত দেখানো হবে এবং বান্দা যদি উত্তর না দিতে পারে তাহলে তাকে জাহান্নামের আজাব দেখানো হবে কিন্তু এখানে আছে কবরে নিরানব্বইটা সাপে কামড়াবে এই কথার কতটুকু যুক্তি আছে দয়া করে একটু জানাবেন