ভাইয়া আমি ব্যাটারি থেকে রাউটার এন্ড অনু চালাতে চাচ্ছি আমি কি ভাবে লাইন সংযোগ দিব ।কারেন্ট থাকলে কারেন্ট a cholbe na thakle ব্যাটারি তে চলবে । আমার অনু 12 ভোল্ট এন্ড রাউটার 9 ভোল্ট ।প্লিজ একটু জানাবেন ভাই
@@skd3242 ভাই আমার 12v এ সোলার ব্যাটারি। ২ ঘন্টার মতো চালালে সোলার মিটারে লো হয়ে যায়। লো শো করে। সারা দিন চার্জ হয়, রোদের আলো পড়ে। ৩০ ওয়াটের প্যানেল। বুঝতেছি না কি করবো।
আপনার কোন চার্জ কন্ট্রোলার নাই বা সোলার আইপিএস নাই। এতে করে ব্যাটারি ওভারচার্জ হয়ে যাবে। আবার বেশি ড্রেইন হয়ে যাবে। মানে হাইকাট, লোকাট হবে না। এতে করে ব্যাটারি তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে।
ধন্যবাদ ভাই আপনার মূল্যবান মতামত দেওয়ার জন্য, প্রতিদিন চার্জ হচ্ছে প্রতিদিন ব্যবহার হচ্ছে আবার ব্যাটারি নষ্ট হবে হোক সমস্যা নাই, তো এখানে একটা সোলারে এত বড় ব্যাটারীটা সারা দিনে চার্জ করার মত ক্ষমতা রাখেনা চার্জ দিলে হয়তো ব্যাটারি চার্জ হতে পারতো