ভাই ১৪ তারিখে নিচের জিজ্ঞাসাটা করেছিলাম , কিন্তু আজও উত্তর দিলেন না , আশা করছি এবার পাব। [ভাইয়া হিটপ্রেস করার পর সাব্লিমেশেন পেপারের কালি টিশার্ট এ 50%এর ও কম ট্রান্সফার হচ্ছে। এন্ড প্রিন্টও ক্লিয়ার হচ্ছে না। এর কারণ টা প্লিজ জানাবেন, এটা কি সাব্লিমিশন পেপারের প্রব্লেম না কালীর। নাকি অন্য কোন। প্লিজ জানাবেন]
আসসালামু আলাইকুম, দুইটিতেই সমস্যা হতে পারে। শনিবারে একটা শপের ভিডিও দিবো, তাদের থেকে ভালো কোয়ালিটি নিতে পারেন। পেপারে সমস্যা থাকলে এমন হয় অনেক সময়, পেপারে ট্রান্সফার রেট কম থাকে। যেই পেপারের ট্রান্সফার রেট যত কম, সেটার দাম তত কম।