জ্ঞানগঞ্জ নিয়ে আমার আগ্রহ অনেকদিন ধরেই আছে। বহুদিন ধরেই নানারকম ভিডিও দেখে তথ্য জোগাড়ের চেষ্টা করে যাচ্ছি। আপনার এই অডিওবুক আমাকে খুবই সাহায্য করছে। তাই এটি সম্পূর্ণ করার দায়িত্ব আপনার, দয়া করে এটি সম্পুর্ন করুন।
দাদা অমি অতি সাধারণ গৃহবধু আপনার চ্যানেলের সব কথা শুনে আমি মুগ্ধ,, জানান কবে কৃপা পাবো , আমাকে কৃপা করে একজন সদগুরুর সন্ধান দয়া করে 🙏🙏 করে দেবেন আমি সব সময় ই ঈ্বরের কাছে বলি এই সংসারে মায়া থেকে বেরিয়ে গিয়ে গুরুদেবের চরনে ঠাই পাই🙏🙏🙏🙏🙏
ডক্টর গোপিনাথ কবিরাজের লেখা জ্ঞানগঞ্জ পড়েছিলাম কিন্ত খুব ভাল করে বুঝতে পারিনি।আপনার অডিও ভিডিওটি দেখা ও শোনার পর অনেকটা পরিষ্কার হয়ে গেছে আমার কাছে।অনেক শুভেচ্ছা রইল আপনার জন্য।
এই অকল্পনীয় সৌন্দর্যে ভরা ঘটনা কি সত্যিই! এর তো কোন বাস্তব ব্যাখ্যা বর্তমানের পৃথিবীতে কোথাও খুজে পাওয়া মুশকিল। ভালো লাগলো, তাই পরবর্তী ভিডিও'র অপেক্ষায় রইলাম। 🙏🙏
Many many thanks for presenting this un expected and very much educational real materials. Hoping all the best. Awaiting for next .All regards to your chan
নমস্তে 🙏। আমিও বাড়িতে মাঝে মাঝেই যোগী ঋষিদের জীবন কাহিনী পড়ি। এছাড়া আমাদের বাড়িতে বেদ উপনিষদ দর্শন তো আছেই। অনেকদিন আগে আমি একটা ছোট ভিডিও তে তিব্বতের একটি অতি রহস্যময় জায়গার কথা শুনেছিলাম, সেখানে কোনো সাধারণ মানুষ যেতে পারেন না। এখন সেই জায়গার কথা শুনে মন হচ্ছে এটাই সেই জায়গা যেখানে সাধারণ মানুষের পক্ষে যাওয়া অসম্ভব এবং সেখানে অবশ্যই মহা যোগী পুরুষ রা থাকেন।এই সব মহান যোগীদের আমি শতকোটি প্রণাম জানাই 🙏 ওম্
দাদা নমস্কার। দাদা শঙ্কর চৈতন্য মহারাজ কি এখনো জীবিত? উনি কি এখনো শিখরেশ্বরধামেই আছেন?দাদা উত্তরের অপেক্ষায় রইলাম। দয়া করে আপনার হোয়াটসঅ্যাপ নম্বরটা যদি দেন।আমি বাংলাদেশ থেকে আপনার ব্লগ দেখি এবং অন্যদের শেয়ার করি।
নমস্কার সঞ্জিত বাবু , হ্যাঁ উনি এখনো জীবিত আছেন , আমার হোয়াটসাপ নম্বর -9875585972. আপনি ভিডিও শেয়ার করেন , এজন্য আপনার কাছে আমি কৃতজ্ঞ , অনেক ধন্যবাদ আপনাকে l
এটাকেই জ্ঞানগঞ্জ বলে , তবে সবই অতিপ্রাকৃত l ধর্মটা কথা নয় , মানুষ হিসাবে পবিত্র , নিস্কলুষ , ও পরমপিতার কাছে যে আত্মসমর্পিত সে সুযোগ পেতেই পারেন , তবে ওই স্থানের কোনো সাধকের সাহায্য দরকার l