অবশ্যই বয়লার মুরগির বাচ্চা কিনার আগে জাত নির্বাচন করতে হবে, জাতের বিতরে কাজী ফার্মে / নারিশ কোম্পানি / সিপি কোম্পানি বাচ্চা ভালো / অথবা আপনার এলাকা যে কোম্পানি বাচ্চা অধিকাংশ লোকে পালন করে সেটা পালান করতে পারেন। আর বাচ্চা কেনার সময় বাচ্চা দেখতে উজ্জ্বল, গ্রেড-১, রোগমুক্ত হতে হবে| আর কি ভাবে পালন করবেন তার আরো ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে।
১০০ পিস ব্রয়লার মুরগি খাঁচায় পালন করলে লাভ বেশি হবে। সে ক্ষেত্রে রোগবালাই কম হবে। লিটার বা মেঝেতে যেই জিনিসটা ব্যবহার করা হয় সেটার খরচ বেঁচে যাবে। খাঁচায় পালনে রোগবালাই কম হয় ফলে ঔষধ খরচও কমে যায়।
ভাইয়া আমি আমার বাড়ির ছাদের উপর একটি মুরগীর সেট তৈরি করতে চাই। ১৫ ফিট বাই ২০ ফিট,, সেটের সাইজ,এখন ঐ শেটে কয় পিছ বয়লার মুরগী পালন করতে পারবো।।জানালে উপকৃত হবো।
১২ থেকে ১৫ হাজার লাভ কিভাবে?? ১.১০০ কেজি মুরগির গড় ওজন ২কেজি ১০০×২=২০০ দাম,২০০×১৬০=৩২০০০ খরচ প্রায় ২৮০০০হাজার লাভ আসে ৪হাজার। মানুষকে বোকা বানাবেন না, ১০০মুরগিতে লাভ হয় নাকি ১২/১৫ হাজার।
ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ, আমি যে দিন প্রতিবেদনে করেছিলাম তখন মুরগির বয়স ছিল ৩০ দিন, এর পরেই আরো ৫ দিন মুরগি খামারে ছিল, ৩০দিনের পর ১দিনে ১০০গ্রাম মুরগী মাংস বেড়ে থাকে। তাই ৩৫ দিনে ১০০ মুরগি গড় ওজন হয়েছিল ২কেজি ৫০০গ্রাম হলে ২.৫০*১০০= ২৫০ কেজি। দাম পাইছিল ২৫০*১৬৫= ৪১২৫০ হাজার আপনার মতে খরচ ২৮০০০ হাজার তবে লাভ ১৩২৫০ হাজার, আশা করি আপনি বুঝাতে পারছেন।
মাটিতেই পালন করতে পারবেন। মাটিতে অবশ্যই শুকনা থাকতে হবে। আর মেঝেতে ধানের চিটে অথবা ধানের তুশ অথবা কাঠের গুড়া সুন্দরভাবে রোদে দিয়ে শুখিয়ে নিয়ে তারপর মেঝেতে ভালো হয়ে সব জায়গায় একটু উঁচু করে দিয়ে বিষয়ে দিতে হবে। পরবর্তীতে যখন এই কাঠের গুড়া বা ধানের সিটে মেদিতে ভিজে যাবে তখন আবার পুনরায় পরিবর্তন করে দিতে হবে। আশা করি আপনার উত্তর পেয়েছেন, আমাদের ভিডিও ভালো লাগলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। আপনি কোথায় থেকে যে ভিডিও দেখেন অবশ্যই কমেন্ট মাধ্যমে জানাবেন।
আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যোগাযোগ করার জন্য। ভাই আমরা বয়লারে বাচ্চা বিক্রয় করি না। কিন্তু আপনি ঢাকা থেকে মনে হয় বাচ্চা পাবেন। আপনি প্রথমত, আপনার পাশে যেখানে পোল্টি ফিড বিক্রয় করে এমন দোকানে খোঁজ নিতে পারেন। এই দোকান থেকে আপনার তথ্য পেতে পারেন।
ভাই দাদারে আদা পড়া শিখাইয়েন না এই মুরগি পালন করি অনেকদিন ধরে ১০০ মুরগিয়ে এত টাকা লাভ হলে। খামারিরা কোটিপতি হয়ে যেতো। এই খামারি সর্বোচ্চ ১০০ মুরগিয়ে লাভ করতে পারবে ৫ থেকে ৬ হাজার টাকা
১২ হাজার লাভ কেমনে? মুরগি Average এ ২ কেজি ধরলাম। ১৬৫ পাচ্ছিলেন ঐ সময়ে=১৬৫*২০০=৩৩০০০ টাকা বিক্রি খরচ, খাবার ১৯৮০০,বাচ্ছা ৫২০০,ঔষধ=১০০০=২৬০০] এই হিসাবে লাভ আসে ৭ হাজার। ,,নাকি আমি ভুল বুঝলাম🤔🤔