আমি জীবনে অনেক নাটক দেখেছি আজকে প্রথম আমি খায়রুল বাশারের নাটক দেখলাম, এতই ভালো লাগছিল যে মায়ায় পড়ে গেছি একের পর এক দেখতে আসি দেখতে দেখতে রাত পেরিয়ে সকাল হয়ে গেছে ধন্যবাদ ভাইয়া
শুধু একটুখানি ভালোবাসায় পারে অন্ধকার থেকে একটি নতুন জীবন সৃষ্টি করতে। নাটকের কাজ টি অনেক সুন্দর ছিল বিশেষ করে গানটা অসম্ভব ভালো লাগলো। ধন্যবাদ সকল টিম ম্যানেজমেন্ট কে এতো সুন্দর একটা কাজ উপহার দেওয়ার জন্য আমাদের। 🥀🥀🥀❤️🥀🥀🥀
নাটকটিতে কোনো গভীর গল্প নেই,তবু্ও ভালো লেগেছে কেননা আমার জীবনেও এমন একজন পাগল ছিলো এবং আমার মোনাফেক পরিবারের জন্য তাকে হারিয়েছি। খায়রুল বাসারের অভিনয় দেখে আমি মুগ্ধ মুগ্ধ মুগ্ধ। জাত চিনিয়েছে নাট্যজগতে,এযাবৎ কালে এমন অভিনেতা আসেনি।
খাইরুল বাশার ভাই মানেই সাবলীল অভিনয়। ❤️ সাবলীল অভিনয় মানুষের মন কাড়ে, অতিরিক্ত অভিনয় একটা সময় খুব জঘন্য মনে হয়, কিন্তু এই সাধাসিধে অভিনয় মানুষের মনে গেঁথে থাকবে ❤️🔥
অপূর্ব নাটক। দু জন কুশীলব ই অনবদ্য। খায়রুল এর কথা আগেই বলেছি । ওর কোনও তুলনা হয় না। এখন বাংলাদেশ নাটকের সেরা অভিনেতা। Versatile অভিনয়। অনেকক্ষেত্রে আমাদের কলকাতার উত্তমকুমারের মতন। তার সাথি হচ্ছে তানিয়া বৃষ্টি। খুব ভাল জুটি হবেন ওনারা।
আমি যে তোমার নাটক চরিত্রে বিশেষ দ্রষ্টব্য খাইরুল বাশার ভাই একদম পারফেক্ট ফাটাফাটি ড্রাইলক চরিত্রে অভিনয় করেছেন এবং তানিয়া বৃষ্টি আপু সহ বাকি অন্যরা সহমত পোষণ করে এক্সক্লুসিভ অভিনয় করেছেন ধন্যবাদ 💜🇧🇩🖤