তানিয়া আপু আর খায়রল বাসার ভাই জুটির নাটক অনেক ভালো লাগে এই নাটকটিতে ও তার ব্যতিক্রম নয় ..চাবিওয়ালা ..নাটকটা এককথায় অসাধারণ ধন্যবাদ সকল কলাকুশলীদের এত সুন্দর একটা নাটক উপহার দেওয়ার জন্য।
প্রিয় পছন্দের পরিচালক সাগর জাহান ভাই। ইন্টারেস্টিং অভিনয় চাবিওয়ালা নাটক। খাইরুল বাশার ভাই এবং তানিয়া বৃষ্টি আপু দ্বারা নির্মিত করার জন্য আপনাকে ধন্যবাদ জানাই 🖤🇧🇩🤎
কি বলবো বলার কোন ভাষা নাই শিক্ষনীয় একটা নাটক আমি জীবনে অনেক নাটক দেখছি এরকম বাস্তব চরিত্র তুলে ধরা নাটক একটাও দেখিনি ভীষণ ভালো লাগছে সত্যি আমাদের মনের জং ধরা তালা খুলে দিয়ে মনকে করতে হবে খোলা আকাশের মত
আমার সব থেকে পছন্দের নায়ক হল আরফান নিশু ভাই । যখন থেকে আর আরফান নিশু ভাই এর নাটক আর পাইনা, তখন থেকে আমি খাইরুল বাশার এর নাটক দেখা শুরু করি,খাইরুল বাশার অভিনয় অনেক সুন্দর।সে আরফান নিশো ভাইয়ের মতন সব চরিত্রের নিজেকে মানিয়ে নেই।
চাবিওয়ালা খুব সুন্দর একটা উপদেশমূলক গল্পের অভিনয়। খাইরুল বাশার ভাই এবং তানিয়া বৃষ্টি আপু। জুটি বেঁধে সুন্দর মনোরম দৃশ্যে চমৎকার অভিনয় করেছেন ধন্যবাদ 🖤🇧🇩🤎
চাবিওয়ালা খুব জটিল ভাবে জব্বার দারুন চরিত্রে সেইরকম ভূমিকা খাইরুল বাশার ভাই এবং তানিয়া বৃষ্টি আপু সহ বাকি সবার রুচিসম্পন্ন অভিনয় দেখে সত্যি ভালো লাগলো ধন্যবাদ 🖤🇧🇩🤎
কমেন্টসগুলো পড়ে অবাক লাগছে। এরা আসলে নাটকটাই বোঝেনি। এখানে খায়রুল বাশারকে মানুষের বিবেক হিসেবে বোঝানো হয়েছে। আমরা অপরাধ করি কিন্তু সেই অপরাধ বোধটা জাগাতে পারি না। আর এই অপরাধবোধ খোলার চাবিওয়ালার প্রতীক হলো খায়রুল বাশার। নিজেকে বিচার করে দেখেন এ জীবনে যে অপরাধগুলো করেছেন তার কতটুকু সামনে আনতে পেরেছেন!!!!
সাগর জাহান ভাই কে অসংখ্য দন্যবাদ এত সুন্দর নাটক উপহার দেওয়ার জন্য,, তানিয়া বৃষ্টি অসাধারণ সুন্দর অভিনয় করছে শেষ পর্যায়ে বাশার ভাইয়ের ভয়ে লাফালাফির অভিনয় দেখে একটু খারাপ ও লাছে আবার অনেক হাসি ও আশছে।
ওয়াও গল্পটা অসাধারণ ছিল আমি ইউটিউবে নাটক দেখি দীর্ঘ ছয় বছর হয়েছে ছয় বছরের ক্যারিয়ারে আজকেই কমেন্ট করতেছি শুভকামনা দোয়া রইল তোমাদের জন্য ভবিষ্যতে আরো ভালো কিছু উপহার দিবা আমাদেরকে ❤
শেষে যদি ক্ষমা করে দিয়ে বৌএর সাথে নিয়ে যাইতো তাহলে নাটক টা best হতো, আরেক টা কথা যদি চাবিওলা ঐ দরজা খোলার সময় , সময় মতো না পাইতো বা না আসতো তাহলে কি হতো, শেষের মিল টা হয় নাই, 🤔