প্রফেসর মোখতার আহমাদ স্যারের দুইটি বই সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হচ্ছে ========================================================== ২য় বই ঃ বইয়ের নাম- "সোনালী যুগের মায়েরা" লেখক- শায়খ প্রফেসর মোখতার আহমাদ। বইয়ের মূল্য- ২৩৫ টাকা বিক্রিয় মূল্য - ২০০ টাকা। যারা অনলাইনে অর্ডার করবেন তাদের জন্য মাত্র 170 টাকা। ১ম বইঃ নাসীহাহ বইঃ বিক্রয় মূল্যঃ ২৯৫টাকা, বিক্রয় মূল্যঃ ২২০ টাকা। ঢাকা সিটি হোম ডেলিভারি মাত্র 60 টাকা, ঢাকা সিটির বাহিরে 100 টাকা। Steadfast company বই হাতে পেয়ে টাকা দেওয়ার সুযোগ,, বিস্তারিত জানতে যোগাযোগ অথবা WhatsAPP করুন : 01860989372 তারবিয়াহ মিড়িয়া এডমিন। জাজাকাল্লাহ খায়ের। অর্ডার করার জন্য নিচের লিংক থেকে আপনার এড্রেস পাঠিয়ে দিন। forms.gle/1X4AHwAwrAyi3AKR8
প্রিয় শায়খ, মাশাআল্লাহ, আমার পিতা-মাতার সম্পর্কে কি আর বলবো আমার দুই খালা দুইবার হাফেজাহ এর সাথে বিয়ে এনেছিল কিন্তু আমার পিতা-মাতা বিয়ে দেয়নি বরং বিয়ে আনাতে আমার খালাদের সাথে খারাপ ব্যবহার করেছে। আমিও ছাত্র ডিগ্রীতে পড়ি মেনে নিয়েছি এবং আমি বেকার। পরিশেষে বলতে চাই, ইসলামের পথে সঠিকভাবে চলতে গিয়ে পরিবার, সমাজ, সহপাঠী ও অধিকাংশের কাছেই খারাপ হয়ে গেছি। পুরস্কারটা আল্লাহ দিবে তারা কেউ না।