স্যার রমনা পার্কে একটি গাছের নাম ভুল আছে , দয়া করে যদি আপনি কারেকশান করে দেন তাই এখানে বলে যাচ্ছি। আমি সারমিন। "" majestic haven lous" রয়েছে কিন্তু হবে ""Majestic Heaven Lotus (Gustavia augusta) "". যেহেতু আমি একজন গাছ প্রেমিক ,তাই সব গাছের গুগল করে দেখি । আমি ওখানের হেল্প হ্যান্ড খালা কেও বলেছি।উনাকে জিজ্ঞাসা করলে দেখিয়ে দিবে। ধন্যবাদ।
প্রিয় দর্শক, আপনাকে ধন্যবাদ, সেই সাথে আপনার প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি বিষয়টি উত্থাপন করার জন্য। দর্শক, যেহেতু এটা পাবলিক প্লেস, তাই আপনি যদি দয়া করে info@pojf.org এই ঠিকানায় আপনার মোবাইল নম্বর টা মেইল করেন তবে আমরা আপনাকে মোবাইল কলের মাধ্যমে যোগাযোগ করে আশু পদক্ষেপ গ্রহণ করতে পারি। দয়াকরে ই-মেইলের সাবজেক্টে "Majestic Heaven Lotus (Gustavia augusta)" এটি উল্লেখ করলে আমরা কৃতজ্ঞ থাকব। আশাকরি আপনাকে সবসময় আমরা পাশে পাব।