গানটা শুনে ১৪ বছর আগে চলে গিয়েছিলাম । তাহসান চমৎকার অভিনয় করেছে নাটকটিতে । তখন বিদেশের মাটিতে শুধু সিডিতেই নাটক পাওয়া যেত একসাথে ৩-৪টি পর্ব ।কাছের মানুষ , ভবের হাট, রঙের মানুষ - সারা রাত না ঘুমিয়ে নাটকগুলো দেখতাম ।
আমি কলকাতা থেকে বলছি। আপনার অভিনয় ও দেখেছি। আর আজ যন্ত্রানুষঙ্গ ছাড়া কবি গুরুর গান শুনলাম। অসাধারণ লাগলো। আপনার এত সুন্দর সাবলীল গায়কী যা অনেক প্রথিতযশা শিল্পী র ও নেই। আপনি কবির গান করেন না কেন ভেবে অবাক হচ্ছি। তবে আপনার গানের নিমগ্নতা দেখে বুঝতে পারি যে আপনি সেখানে আত্মনিবেদিত। ঐ গান আপনার পূজা। নিজেকে খুঁজে পাওয়া র একান্ত স্থান। ভালো থাকবেন। ঈশ্বর/ আল্লাহ/god আপনার মঙ্গল করুন। 😍
@Motaleb Hossain Salehi Oneed r bow r mto magi je ghor sei ghor r oi hoga mara jaibo. je magir akta ol diea hoi na tader niea kotha bole apnar mto abal polapan oi moja paibo...Tahsan Always.❤️❤️
@@asuz2837Tumi jetam bujhos na seta niye comment na kora Valo. Amio onek kichu bujhi na kintu oikhane comment Kori na karon Ami bujhi Rabindra sangeet ki geta tomar moto orbachin bujben na
রবীন্দ্রনাথ ঠাকুর এবং তার সৃষ্টি দুই বাংলা অর্থাৎ পশ্চিম বঙ্গ এবং বাংলাদেশের হৃদয়ের সম্পদ, ইহা চিরকাল আমাদের সমৃদ্ধ করে। ভাই খুব ভালো কন্ঠস্বর এবং খুব সুন্দর গেয়েছো,আরো গুরুদেবের গান করো।
চোখের আলোয় দেখেছিলেম চোখের বাহিরে। অন্তরে আজ দেখব, যখন আলোক নাহি রে।। ধরায় যখন দাও না ধরা হৃদয় তখন তোমায় ভরা, এখন তোমার আপন আলোয় তোমায় চাহি রে।। তোমায় নিয়ে খেলেছিলেম খেলার ঘরেতে। খেলার পুতুল ভেঙে গেছে প্রলয় ঝড়েতে। থাক তবে সেই কেবল খেলা, হোক-না এখন প্রাণের মেলা তারের বীণা ভাঙল, হৃদয়-বীণার গাহি রে।।
চোখের আলোয় দেখেছিলেম চোখের বাহিরে। অন্তরে আজ দেখব, যখন আলোক নাহি রে।। ধরায় যখন দাও না ধরা হৃদয় তখন তোমায় ভরা, এখন তোমার আপন আলোয় তোমায় চাহি রে।। তোমায় নিয়ে খেলেছিলেম খেলার ঘরেতে। খেলার পুতুল ভেঙে গেছে প্রলয় ঝড়েতে। থাক তবে সেই কেবল খেলা, হোক-না এখন প্রাণের মেলা তারের বীণা ভাঙল, হৃদয়-বীণার গাহি রে।।
সেই ২০০৪ থেকে মানুষটাকে ভীষণ পছন্দ করি। আজ তিনি সুপারস্টার, অনেকেরই আইডল তিনি, কিন্তু আমাদের জেনারেশনের সেই ভালবাসাটা ছিল একজন সুপারস্টার তাহসানকে নয় বরং একজন ব্যতীক্রমধর্মী মানুষকে।
উনি বাচ্চাকাল থেকেই ছায়ানটে গান শিখতেন। ছোটবেলায় রবীন্দ্র সঙ্গীতই প্রধানত শিখলেও, পরবর্তীতে তার গলায় কোনো সমস্যার জন্য তাকে গানের ধরন পরিবর্তন করতে হয়, অতঃপর এখন তিনি যে ধরনের গান করেন, তা করা শুরু করেন। According to him, that change was a blessing to him, for that reason he is so famous now MashaAllah (as he chose his very own style), otherwise till these days he might be doing only Rabindra Sangit!
One of my most favorite - Tagore's song . Tahsan did sing very well . Now I'm going to sing too . I do have story behind this song . When I was eighth grade . I wrote a drama & this was in it . I started listening to Tagore's song ! when I was 5th grade . How ! deep I was thinking in my early age .
চোখের আলোয় দেখেছিলেম চোখের বাহিরে অন্তরে আজ দেখব, যখন আলোক নাহি রে চোখের আলোয় দেখেছিলেম চোখের বাহিরে ধরায় যখন দাও না ধরা হৃদয় তখন তোমায় ভরা এখন তোমার আপন আলোয় তোমায় চাহি রে চোখের আলোয় দেখেছিলেম চোখের বাহিরে তোমায় নিয়ে খেলেছিলেম খেলার ঘরেতে খেলার পুতুল ভেঙে গেছে প্রলয় ঝড়েতে তোমায় নিয়ে খেলেছিলেম খেলার ঘরেতে খেলার পুতুল ভেঙে গেছে প্রলয় ঝড়েতে থাক তবে সেই কেবল খেলা হোক না এখন প্রাণের মেলা থাক তবে সেই কেবল খেলা হোক না এখন প্রাণের মেলা তারের বীণা ভাঙল, হৃদয়-বীণায় গাহি রে চোখের আলোয় দেখেছিলেম চোখের বাহিরে
মানুষের সুন্দর মুখ দেখিয়া আনন্দিত হইয়ো না.... কাজি মোতাহার হোসেন।......মামুষের শিল্প, সৌন্দর্য্য, কথা, বাহ্যিক আবরণ কোন কিছু দেখেই তার আসল রুপ জানা যায় না।