চোখের আলোয় দেখেছিলেম চোখের বাহিরে। অন্তরে আজ দেখব, যখন আলোক নাহি রে।। ধরায় যখন দাও না ধরা হৃদয় তখন তোমায় ভরা, এখন তোমার আপন আলোয় তোমায় চাহি রে।। তোমায় নিয়ে খেলেছিলেম খেলার ঘরেতে। খেলার পুতুল ভেঙে গেছে প্রলয় ঝড়েতে। থাক তবে সেই কেবল খেলা, হোক-না এখন প্রাণের মেলা তারের বীণা ভাঙল, হৃদয়-বীণার গাহি রে।।
সুখে দুঃখে আনন্দে বিপদে বিপর্যয়ে রবীন্দ্রনাথ ই আমার আশ্রয় । আমার মনে হয় শিল্পীর ও মনে হয় তাই অন্তত ওনার কন্ঠের প্রকাশ তাই বলে , সেইজন্য ওনার কন্ঠে আরও রবীন্দ্র সংগীত শুনতে চাই । আমার এই অনুরোধ যদি ওনার কাছে পৌঁছায় তাহলে আমি খুবই বাধিত হবো । উনি ভালো থাকুন সুস্থ ও শান্তিতে থাকুন এই আশীর্বাদ করি ।
তাহসান দারুন গাইলো দারুন আবেগ ছিল রবীন্দ্রনাথের গানে যত আবেগ দেওয়া যাবে ততই গানটা ফুঁটে উঠবে Good job my friend Keep it up and keep singing more PRADIP BHATTACHARJEE/USA
Thasan ami jantam na tomi ai gan gaiba....amr function ar jonno ai ganta selected hoica...but ami to tmr gan cara onno kono gan gai na..but ai gan tao dakhi tmi gaico tnq😍😍😍😍😍💋💋💋💋💋
আপনার গলায় আরও রবীন্দ্র সংগীত শুনতে চাই । আপনার লাইফ প্রোগ্রাম আমার বয়সের কারণে হয়তো দেখা সম্ভব হবে না তবুও আশা রাখি । দুইবার ওদেশে ঘুরে এসেছি তৃতীয় বারে আশা পূরণের আশা রাখি। অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন । কৃষ্ণা সান্যাল কলকাতায ।
Ei gaanti ei bishes golae atoi hridaygrahi r monograph j sobsamayei sunte ichha Kore r setai kori .Sri jonnyei aro puja parjayer rabindra sangeet sunte chai .