এত বড় আকাশটাকে ভরলে জোছনায় ওগো চাঁদ, এ রাতে আজ তোমায় বোঝা দায় এত বড় আকাশটাকে ভরলে জোছনায় ওগো চাঁদ, এ রাতে আজ তোমায় বোঝা দায় শুধু কি চন্দ্রমুখী, দিয়ে যায় সবাই উঁকি শুধু কি চন্দ্রমুখী, দিয়ে যায় সবাই উঁকি যূথী আর হাসনুহানা একই চোখে চায় এত বড় আকাশটাকে ভরলে জোছনায় ওগো চাঁদ, এ রাতে আজ তোমায় বোঝা দায় কে তোমার আলোর কণা সব আগে মাখবে গায়ে নদীর ওই ঢেউগুলো তাই পড়েছে তীরের পায়ে কে তোমার আলোর কণা সব আগে মাখবে গায়ে নদীর ওই ঢেউগুলো তাই পড়েছে তীরের পায়ে আমার বুকের মাঝে কী যে হয়, বুঝি না যে আমার বুকের মাঝে কী যে হয়, বুঝি না যে কী যেন হঠাৎ সুখে সবই ভেসে যায় এত বড় আকাশটাকে ভরলে জোছনায় ওগো চাঁদ, এ রাতে আজ তোমায় বোঝা দায় এত বড় আকাশটাকে ভরলে জোছনায় ওগো চাঁদ, এ রাতে আজ তোমায় বোঝা দায়
এইসব গান শুনে ছোটবেলা থেকে বড় হলাম কিন্তু এই ধরনের গানগুলি আজও শুনতে কি যে ভালোলাগে বলার নয়। কি অপূর্ব মিষ্টি কন্ঠ। অনেক ধন্যবাদ যিনি আপলোড করেছেন তাঁকে।
অরুন্ধতীর দুর্ভাগ্য যে তিনি এলেন এমন একটা সময়ে যখন আধুনিক বাংলা গানের অন্তিম দশা।এই গানের গীতিকার সুরকার দুজনেরই এটা একেবারে শেষ পর্বের সৃষ্টি ।হেমন্ত -প্রতিভা তখন অস্তাচলে ।নচিকেতা ঘোষ গৌরীপ্রসন্ন ইতিমধ্যেই প্রয়াত ।গৌর
অসাধারণ প্রতিভা.... গানের স্বর্ণযুগের প্রায় শেষের দিকের গায়িকা। আমার বাবা এবং মা দুজনেই HMV তে চাকরি করতেন এবং গানের ভক্ত ছিলেন। কিছুদিন পরপরই record কিনে নিয়ে আসতেন এবং অবসর সময়ে record player এ বাজত গানগুলো। আহা!!! কি সব দিন ছিল ছোটবেলায়। শ্রীমতী হোম চৌধুরী এবং ওনার ততোধিক প্রতিভাশালী স্বামী শ্রী শিবাজী চট্টোপাধ্যায়ের উদ্দেশ্যে আমার প্রণাম ও শ্রদ্ধা জানাই।
গানটি এতো টাই মিষ্টি যে ... যতো ই বলি না কেন, কম বলা হবে ❤❤ যেন ছোটো বেলায় চলে যাই.. ছোটো বেলা ফিরে পাই, বাবা মা এর মুখে ও কত শুনেছি 💙 Just wow wow wow👌💜❤️
এত বড়ো আকাশটাকে ভরলে জোছনায়, ওগো চাঁদ, এ রাতে আজ তোমায় বোঝা দায় শুধু কি চন্দ্রমুখী, দিয়ে যায় সবাই উঁকি যূথি আর হাসনুহানা একই চোখে চায় কে তোমার আলোর কণা, সব আগে মাখবে গায়ে নদীর ওই ঢেউগুলো তাই পড়েছে তীরের পায়ে আমারও বুকের মাঝে, কী যে হয় বুঝিনা যে কী যেন হঠাৎ সুখে সবই ভেসে যায়
বিরল প্রতিভাবান সঙ্গীরকার ছিলেন সুধীন দাশগুপ্ত । একদিন বিখ্যাত গীতিকার পুলক বাবু সুধীন বাবু কে সেতারে এ সুরটি বাজেট শুনে অনুরোধ করলেন টা হারমোনিয়াম এ তুলতে, তার পর এই সুরসৃষ্টি 🙏
This song sung by respected Arundhati Home Chowdhury is no dóubt excellent .I am overwhelmed whenever I listen this song attentively. This melodious voice attracts me very much. I wish to have this song to listen again and again. I would like to bestow my heartfelt thanks to this music channel to have this heavenly sweet song.
Preme porte na chaileo preme porar ek odbhut rohossomoy poribeshe bhese jete badhho kore ei gan...!!! Sotti mon bole othe....' e rate aj tomai bojha dai....'
After ki je kori by Lata Mangeshkar, Arundhati Holme Choudhary mam made her persona, her identity through this particular song apart from Rabindra Sangeet. She has shown her magic in the 2 antras of the song. See the harkat, the pitching and the flow in the song when she is singing the antras. The song was released during Durga Puja long ago. Both this song and Ki je Kori have the same magic- in the antras. 🎵 ♥️
দিদি love you,, আমি তোমার পুত্র সন্তান,,বি পত্নীক,,আমি সংগীত সংসারে বেঁচে আছি,থাকবো,,,আর প্রতিদিন তোমার গান শুনবো,,শিখবো গাইবো নির্দিষ্ট সময় হলে,,শুভরাত্রি,দিদি ভালো থেকো।
এত বড় আকাশটাকে ভরলে জোছনায় ওগো চাঁদ এ রাতে আজ তোমায় বোঝা দায়, এত বড় আকাশটাকে ভরলে জোছনায় ওগো চাঁদ এ রাতে আজ তোমায় বোঝা দায়। শুধু কি চন্দ্রমুখী, দিয়ে যায় সবাই উঁকি শুধু কি চন্দ্রমুখী, দিয়ে যায় সবাই উঁকি, যূথি আর হাসনুহানা একই চোখে চায় .. এত বড় আকাশটাকে ভরলে জোছনায়, ওগো চাঁদ এ রাতে আজ তোমায় বোঝা দায়। কে তোমার আলোর কণা সব আগে মাখবে গায়ে, নদীর ওই ঢেউগুলো তাই পড়েছে তীরের পায়ে, কে তোমার আলোর কণা সব আগে মাখবে গায়ে, নদীর ওই ঢেউগুলো তাই পড়েছে তীরের পায়ে। আমারও বুকের মাঝে কী যে হয় বুঝিনা যে, আমারও বুকের মাঝে কী যে হয় বুঝিনা যে, কী যেন হঠাৎ সুখে সবই ভেসে যায় .. এত বড় আকাশটাকে ভরলে জোছনায়, ওগো চাঁদ এ রাতে আজ তোমায় বোঝা দায়।