আমার লাভ বার্ড পাখি আছে আমার কিনা প্রায় পাঁচ মাস হয়ে গেল এবং এর আগেও ৪-৫ মাস একজন পুষে ছিল এখন পর্যন্ত ডিম দেয় না এর কারণ বা সল্যুশন কি হতে পারে জানালে উপকৃত হতাম। ধন্যবাদ
আপনার কমেন্টটা পড়ে যতটুকু মনে হচ্ছে, সর্বপ্রথম চেক করতে হবে আপনার পাখির জোড়া মেল ফিমেল ঠিক আছে কিনা, লাভ বার্ড পাখির মেল ফিমেল খুব সহজে কিভাবে চিনবেন এ বিষয়ে আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়া আছে, চ্যানেলটি ভিজিট করে ভিডিওটা দেখে নিতে পারেন আপনার উপকার হবে। লাভ বার্ড পাখি সর্বনিম্ন এক বছর বয়সে জোড়া দিলে খুব ভালো রেজাল্ট করে, যদি আপনার পাখির মেল ফিমেল ঠিক থাকে তাহলে আর মাস দুয়েক অপেক্ষা করুন।
পাখির ডিম পাড়ার অবস্থায় ওই সময় সফট ফুড ও এগ ফুড দিলে খুব ভালো রেজাল্ট করে, এই দুইটা খাবার আপনি কিভাবে বানাবেন, খুব সহজে বানাতে পারবেন আমার youtube চ্যানেলটি ভিজিট করে ভিডিও গুলো দেখে নিন।
ওয়ালাইকুম আসসালাম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ, আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি, আপনার কমেন্ট পড়ে যতটুকু বুঝতে পারলাম, আপনার পাখি জোড়া কি এই প্রথম ডিম পাড়ছে নাকি এর আগেও ডিম বাচ্চা করেছে জানাবেন? আপনার পাখির ডিম গুলো চেক করে দেখুন ডিম গুলো ভালো আছে কিনা, লাভ বার্ড এরকম অনেক ক্ষেত্রে হয় দুইটা ফিমেল পাখি একসাথে ডিম দিতে থাকে পরিমাণের চেয়ে অনেক বেশি। আপনার পাখি জোড়ার মেল ফিমেল কনফার্ম আছে কিনা সেটা দেখতে হবে। আমাদের ফেসবুক গ্রুপে আপনার পাখির ছবি অথবা ছোট করে একটা ভিডিও দিতে পারেন।
লাভ বার্ড পাখির সবকিছু ঠিক থাকলে নিয়ম অনুযায়ী এক দিন পর পর একটা করে ডিম দেয়, এই বিষয়ে বিস্তারিত ভিডিও দেওয়া আছে, কতগুলো ডিম পাড়ে ও কত দিনে বাচ্চা ফোটে ও সবগুলো বাচ্চা ফুটতে কতদিন সময় লাগে, আমাদের বার্ডস বাংলা বিডি চ্যানেলটি ভিজিট করে ভিডিওগুলো দেখে নিতে পারেন, আশা করছি আপনার উপকার হবে।
ভাইয়া আপনার কোন পাখি যদি প্রয়োজন হয়, তাহলে আমাদের ফেসবুক পেইজে নক করেন, যদি আপনার পছন্দের কোন পাখি দেওয়া সম্ভব হয় তাহলে অবশ্যই আপনার সাথে যোগাযোগ করবে।
কতদিন সময় লাগে বাচ্চা থেকে বড় হতে, এই বিষয়ে বিস্তারিত ভিডিও দেওয়া আছে, বার্ডস বাংলা বিডি চ্যানেলটি ভিজিট করে ভিডিওগুলো দেখে নিতে পারেন, আশা করছি আপনার উপকার হবে।
ডিম গুলো চেক করে দেখুন ভালো আছে কিনা, পাখির ডিম কিভাবে চেক করবেন এই বিষয়ে আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে, চ্যানেল টি ভিজিট করে ভিডিওটা দেখে নিতে পারেন, আপনার উপকার হবে।
যেখানে মানুষের চলাচল কম নিরিবিলি স্থানে, ও বাচ্চারা যেন কাছে না যেতে পারে, আর যদি নিউ এডাল হয় তাহলে যে কোন স্থানে রাখতে পারেন, জোড়া দেওয়ার আগে অবশ্যই নিরিবিলি স্থনে রাখবেন।
যদি দেখেন আপনার লাভ বার্ড পাখি ৮ থেকে নয়টা এর বেশি ডিম পাড়ছে, তাহলে দুইটা ফিমেন পাখি হওয়ার সম্ভাবনা বেশি, ছয়টা ডিম পাড়ার পরে যদি দেখেন আর ডিম দিচ্ছে না, তাহলে চার থেকে পাঁচ দিন পরে ডিম গুলো চেক করে দেখবেন ভালো কিনা, ডিম কি করে চেক করবেন এ বিষয়ে ভিডিও দেওয়া আছে আমাদের চ্যানেলটি ভিজিট করে, ভিডিওটা দেখে নিতে পারেন আপনার উপকার হবে।
পাখিদের জোড়া দেওয়ার আগে ব্রিডিং ও মিটিংয়ের কোর্স ঠিকমতো করাতে পারলে, অবশ্যই ডিম পারবে, এবং আপনার পাখির জোড়া ঠিক আছে কিনা তাও নিশ্চিত হতে হবে, পাখিদের ব্রিডিং ও মিটিং কোর্স কিভাবে করাবেন, ও পাখির জোড়া ঠিক আছে কিনা কিভাবে বুঝবেন, এই বিষয়ে আমাদের চ্যানেলে বিস্তারিত ভিডিও দেওয়া আছে, ভিডিওগুলো দেখে নিতে পারেন আপনার উপকার হবে।
পাখির ব্রিডিং এর সিজনের সময় হলে একবার ডিম পাড়ার পরবর্তী এক থেকে দেড় মাস গ্যাপ দেওয়ার পর আবার ডিম বাচ্চা করতে পারে। পাখির ব্রিডিং এর উপযুক্ত সময় কখন এ বিষয়ে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে দেখে নিতে পারেন।
অসংখ্য ধন্যবাদ সুন্দর একটি কমেন্ট করার জন্য, পাখি জোড়া দেওয়ার পর যেদিন থেকে ব্রিডিং করে ঐদিন থেকে ১ সপ্তাহের মধ্যে ডিম পেড়ে দেয়, এই বিষয়ে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়া আছে।
আমাদের ইউটিউব চ্যানেলটি ভিজিট করে প্লেলিস্ট সেক্সনেও কিন্তু আলাদা আলাদাভাবে সব দেওয়া আছে, পাখিদের জোড়া দেওয়ার আগে যা যা করা লাগে এই বিষয় কিন্তু আগামীকাল রোজ শুক্রবার দুপুর তিনটা বাজে ভিডিও নতুন আপলোড হচ্ছে, ওই ভিডিওটা দেখলে আশা করছি অনেক উপকার হবে আপনার।
@@birdsbanglabd amr running burjigar 4 bar dim baccha diyece kintu protibar e 2/3 tar besi baccha fute na akhn ora breeding mode nai akhn medicine course ta dite parbo ki?r amr new love birds er male female thik ace adult o thik ace basai anar 6 din hocce to akhn medicine course ta korale ki Kono somossa Hobe?r ekta kotha soft food to baccha futar smy theke dite hoy to soft food deoar smy ki seed mix countinue cholbe naki ber Kore rakhte hoy..plz ektu janale upokar hobo
পাখিদের জোড়া দেওয়ার আগে কিছু কোর্স করাতে হয় ভালো রেজাল্ট করার জন্য, আপনি কি ব্রিডিং এর কোর্স গুলো করিয়েছেন? না করে থাকলে আমাদের চ্যানেলটি ভিজিট করে, ওই কোর্সগুলো করিয়ে নিন, আশা করছি আপনার উপকার হবে।
আপনার ফিমেল পাখিটা যদি ডিমে ঠিকমতো তা দেয়, তাহলে বাচ্চা ফুটাতে পারবে ইনশাল্লাহ, তবে লাভ বার্ড একা থাকতে পারে না, পাশাপাশি খাঁচায় লাভ বার্ড অন্য পাখি রেখে দেখতে পারেন, যদি দেখেন ঠিকমত তা দিচ্ছে, তাহল ডিমসহ রেখে দিবেন, আর যদি দেখেন ঠিকমত তা দেয় না ও খাওয়া-দাওয়া করে না, তাহলে নতুন করে অন্য পাখির সাথে জোড়া দিতে হবে, নয়তো বেশিরভাগ ক্ষেত্রে লাভ বার্ড পাখি কে একটা রাখলে তারা বেশিদিন বাঁচে না, আশা করছি বুঝতে পেরেছেন।
পাখিদের জোড়া দেওয়ার আগে ভিটামিন, মিনারেল, ক্যালসিয়ামের কোর্স গুলো করে নিলে, সঠিক ভাবে ডিম পেড়ে বাচ্চা ফুটাবে, এই কোর্স গুলো কিভাবে করবেন, আমাদের চ্যানেলটি ভিজিট করে ভিডিওগুলো দেখে নিতে পারেন, আপনি যদি এ বিষয়ে আরো কিছু জানতে চান? আমাদের ফেসবুক পেইজ অথবা গ্রুপে মেসেজ করতে পারেন, ফেসবুকের লিংক ভিডিও ডেসক্রিপশন এ দেওয়া আছে।
লাভ বাড পাখি বছরে তিন থেকে চার বার ডিম দেয়, লাভ বার্ড পাখি সুস্থ রাখার জন্য এর থেকে বেশী ডিম দেওয়ার জন্য জোড়া না দেওয়াই ভালো, পাখির সুস্থ রাখতে চাইলে বছরের সিজেন অনুযায়ী ডিম বাচ্চা করানো অনেক ভালো।
লাভ বার্ড পাখি সাধারণত চার থেকে পাঁচ টা ডিম পেড়ে থেকে, যদি এর চেয়ে বেশি ডিম পারে, তাহলে ধরে নিতে হবে আপনার জোড়া পাখিটার সমস্যা আছে, নয়তো দুইটাই ফিমেল পাখি, লাভ বার্ড মেইল ফিমেল কিভাবে চিনবেন, এ বিষয়ে আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে, দেখে নিতে পারেন আপনার উপকার হবে।
প্রিয় পাখিপ্রেমী, আপনি যে পাখির মিউটেশন জানতে চাচ্ছেন সবচেয়ে ভালো হয় ওই পাখির ছবি দিলে, ছবিটা দেখলে পরামর্শ দিতে সুবিধা হতো, আশা করছি বুঝতে পেরেছেন।
পরবর্তীতে যে ডিমগুলো দিয়েছে ওই ডিমগুলো চেক করে দেখুন ভালো আছে কিনা, পাখির ডিম কি করে চেক করবেন এ বিষয়ে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে দেখে নিন আপনার উপকার হবে।
তাহলে এই ডিমগুলো সরিয়ে ফেলে পাখিকে রেস্ট রাখেন তারপর আবার নতুন করে জোড়া দেন, জোড়া দেওয়ার আগে কি কি করতে হবে এ বিষয়ে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে দেখে নিন আপনার উপকার হবে, সঠিকভাবে যদি জোড়া দিতে পারেন তাহলে অবশ্যই ভালো ডিম বাচ্চা করবে ইনশাল্লাহ।
অনেক ক্ষেত্রে লাভ বার্ড দুইটা ফিমেল পাখিও একসাথে ডিম দিতে থাকে, আপনার পাখি জোড়া ঠিক আছে কিনা একটু চেক করে দেখুন, লাভ বার্ড পুরুষ অথবা মহিলা পাখি চেনার সহজ উপায়, এই বিষয়ে আমার youtube চ্যানেলে ভিডিও দেওয়া আছে, ভিডিওটা দেখে নিন আপনার উপকার হবে।
লাভ বার্ড পাখি সঠিকভাবে ডিম বাচ্চা করানোর জন্য, বক্সের ভিতরে আপনাকে যা দিতে হবে, এর বিস্তারিত ভিডিও আমাদের বার্ডস বাংলা বিডি চ্যানেলটি তে দেওয়া আছে, ভিডিওটা দেখে নিতে পারেন আশা করছি আপনার উপকার হবে।
পাখি জোড়া যদি ঠিক না থাকে দুইটাই যদি ফিমেল পাখি থাকে, তাহলে এরকম ডিম দেওয়ার সম্ভাবনা থাকে, সাধারণত লাভ বার্ড পাখি চার থেকে পাঁচটা অথবা ছয়টা ডিম পেড়ে থাকে, এই বিষয়ে আমার ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়া আছে ভিডিও গুলো দেখে নিতে পারেন আপনার উপকার হবে।
লাভ বার্ড পাখির মেল ফিমেল চিনার সহজ উপায় এ বিষয়ে আমার ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়া আছে, আপনার কমেন্ট পড়ে যতোটুকু বুঝতে পারলাম মনে হচ্ছে দুইটাই ফিমেল পাখি তারপরও একটু ভিডিওটা দেখে কনফার্ম হয়ে নেন।
পাখিকে জোড়া দেওয়ার আগে কিছু কোর্স করাতে হয়, কোর্সগুলো ঠিকমতো করাতে পারলে অবশ্যই ডিম দিবে, কি কি কোর্স করাবেন এই বিষয়ে ভিডিও দেওয়া আছে, আমাদের চ্যানেলটি ভিজিট করে ভিডিও গুলো দেখে নিন।
ভাই প্রথমে মেল ফিমেল চেক করেন, আমার মনে হচ্ছে দুইটাই ফিমেল পাখি ডিম দিচ্ছে, মেল ফিমেল কি করে চেক করবেন, এ বিষয়ে বিস্তারিত ভিডিও দেওয়া আছে, বার্ডস বাংলা বিডি, ইউটিউব চ্যানেল টি ভিজিট করে, ভিডিওগুলো দেখে নিতে পারেন।
খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন, এমন অবস্থায় পাখির খাচার ভিতরে পানির বাটি দেন গোসল করার জন্য, পাখির শরীর ভিজানোর পর ওই অবস্থায় পাখি ডিমের উপর যখন বসবে, তখন ডিমের খোসা ডিজে পাতলা হয়ে যাবে, এতে আশা করছি আপনার সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ।
পাখির প্রথম যখন ডিম দেয় ওই ডিম টা যদি ভাল থাকে তাহলে অবশ্যই ২১ দিনের মধ্যে বাচ্চা ফুটে যাবে, ডিম ভালো নাকি খারাপ চেক কিভাবে করবেন, এ বিষয়ে বিস্তারিত ভিডিও দেওয়া আছে, আমাদের চ্যানেলটি ভিজিট করে ভিডিওটা দেখে নিতে পারেন, আশা করছি আপনার উপকার হবে।
আপনার মূল্যবান সময় দিয়ে মতামত জানানোর জন্য ধন্যবাদ, তবে অভদ্রতার পরিচয় না দেওয়াটাই আপনার জন্য ভালো হতো, অতি শীঘ্রই আমাদের টিম আপনার সাথে যোগাযোগ করবে, কিভাবে ভিডিও বানানো যায় এটা শেখার জন্য, কারণ আপনি প্রথম আমাদের চ্যানেলের অভদ্র দর্শক, আল্লাহ পাক রব্বুল আলামীন আপনাকে হেদায়েত দান করুন।