Тёмный

ICC আর কত দিবে দাদাদের সুবিধা ? 

Mr. TeRaKoM
Подписаться 6
Просмотров 92
50% 1

আমরা সকলেই জানি ভারতকে icc সব সময় একটু বেসিই সুবিধা দিয়ে থাকে। তার অন্য এক বড় কারন হচ্ছে ভারতের দর্শক, আপনি আমি অবাক হব সারা দুনিয়ার যত মানুষ ক্রিকেট বুঝে বা দেখে করে তার ৭০% মানুষ ভারতীয়, বিষয়টা শুধু দেখার জায়গায় নয় বিষয়টা হচ্ছে বিজনেসের। আপনাদের আরো পরিষ্কার করে বোঝানোর জন্য একটা পরিসংখ্যান দিচ্ছি হচ্ছে দিনটা ছিল 17 মার্চ ২০০৭ বাংলাদেশ vs ভারত যে ম্যাচটি ভারত বাংলাদেশের কাছে বিশ্বকাপে প্রথম হেরেছিল ৫ উইকেটে এবং ১৭ই মার্চ ২০০৭ পাকিস্তান vs আয়ারল্যান্ড ম্যাচে আয়ারল্যান্ড জিতেছিলো পাকিস্তানের বিপক্ষে। সেই বিশ্বকাপে icc কে প্রচুর লোকসান গুনতে হয়েছিল।
এরপর থেকে এখন পর্যন্ত ভারত পাকিস্তান কখনো আলাদা গ্রুপে পড়ে নেই। গ্রুপ স্টেজেই তাদের একটা ম্যাচ হবেই। এটা হচ্ছে বিজনেসে কথা এখন বলা যাক ভারত এখানে কি করে সুবিধা পায়,
এটা বুঝার জন্য আপনাকে বেশি দূর চিন্তা করতে হবে না গতকাল বাংলাদেশ ভারত প্র্যাকটিস স্টেশনটা যারা দেখেছেন সেখানে ভারত সেন্ট্রাল উইকেট এর তাদের অনুশীলন করেছে যেখানে আইসিসি নিয়ম বলে ওয়ার্ল্ড কাপ চলাকালীন আপনি কোন প্রকার সেন্ট্রাল উইকেট গুলোতে প্র্যাকটিস করতে পারবেন না যেখানে বাংলাদেশ অস্ট্রেলিয়া ম্যাচে বাংলাদেশ পিচটা পর্যন্ত দেখতে পারি নাই সেখানে ভারত কি করে প্র্যাকটিস করতেছে এখানে কেউ বাচ্চা না যে জিনিসগুলো বুঝবে না, আমি জানি আইসিসি এই সব ঘটনা গুলোই জানে কিন্তু একজন ক্রিকেট প্রেমী হিসাবে আমার আইসিস একটাই প্রশ্ন যদি আপনারা ব্যবসায়ী করতে চান তাহলে খেলাটা কেন চালাচ্ছেন আর কেনইবা আমাদের মত সাধারন দর্শকদের আবেগগুলো নিয়ে খেলতেছেন। বিষয়গুলো আজকে থেকে না সে 2015 সাল থেকে বারবার বাংলাদেশের সাথে এমন অন্যায় অবিচার হয়ে আসছে সেটা হোক মাহমুদুল্লাহ ছয় হয়ে যাওয়া আউট কিংবা রোহিত শর্মা আউট নোবেল আবার অপ্রস্তুত মাঠে আমাদেরকে ব্যাটিংয়ে পাঠানো। তার থেকে ভালো ভারতের সরাসরি ট্রফিটা দিয়ে দিতেই পারেন।
আর না হলে এবার থামেন খেলাটাকে সুষ্ঠুভাবে পরিচালনা করেন।
বলার আরও অনেক কিছু ছিল, কিন্তু ভিডিওটি বেশি বড় হয়ে যাবে তাই আর লম্বা করছি না।
সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।
The song name is: Fragments
The Artist's name is: ‪@AERHEAD‬
Hare is the Song: AERØHEAD - Fragments
License: Creative Commons (CC BY 3.0) creativecommon...
/ @aerhead
Music powered by BreakingCopyright: breakingcopyri...

Опубликовано:

 

25 июн 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии    
Далее