হে মহান শিল্পী তুমি আমার চোখের জলে ভাসালে। তোমার মতোই শিল্পী আর আমরা কোন দিন পাব না । তুমি অমর হয়ে থাকবে সমস্ত ভারত বাসির অন্তরে চিরদিন।❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
যেদিন থেকে গানটা দেখতে শুরু করেছি শুনতে শুরু করেছি যতবার দেখেছি যতবার শুনেছি ততবারই চোখ ভিজে গেছে। আমার প্রিয় শিল্পীদের মধ্যে মাননীয় মান্না দা একজন।😢😢
তুমি অনেক যত্ন করে আমায় দুঃখ দিতে চেয়েছো দিতে পারোনি দিতে পারোনি কি তার জবাব দেবে যদি বলি, "আমিই কি হেরেছি?" "তুমিও কি একটুও হারোনি?" "তুমিও কি একটুও হারোনি?" সবুজ পাতাকে ছিঁড়ে ফেলেছো ফুলেতে আগুন তুমি জ্বেলেছো সবুজ পাতাকে ছিঁড়ে ফেলেছো ফুলেতে আগুন তুমি জ্বেলেছো ফাগুনের সব কেড়ে নিয়েছো স্মৃতিটুকু তার কেন কাড়োনি কি তার জবাব দেবে যদি বলি, "আমিই কি হেরেছি?" "তুমিও কি একটুও হারোনি?" "তুমিও কি একটুও হারোনি?" অন্তরে আলো জ্বেলে রেখে দৃষ্টিকে গেছ শুধু আঁধারেতে ঢেকে দৃষ্টিকে গেছ শুধু আঁধারেতে ঢেকে নিজেকে প্রশ্ন করে দেখো না যার নাম তুমি আর লেখোনা নিজেকে প্রশ্ন করে দেখো না যার নাম তুমি আর লেখোনা কেন তাকে ধরে আছো হৃদয়ে? বিদায়ের পথ কেন ছাড়োনি? কি তার জবাব দেবে যদি বলি, "আমিই কি হেরেছি?" "তুমিও কি একটুও হারোনি?" "তুমিও কি একটুও হারোনি?"
তুমি অনেক যত্ন করে আমায় দুঃখ দিতে চেয়েছো, দিতে পারোনি, দিতে পারোনি ৷ কি তার জবাব দেবে যদি বলি আমিই কি হেরেছি, তুমিও কি একটুও হারোনি !!! সবুজ পাতাকে ছিড়ে ফেলেছো - ফুলেতে আগুন তুমি জ্বেলেছো, ফাগুনের সব কেড়ে নিয়েছো - স্মৃতিটুকু তার কেন কাড়োনি!!! কি তার জবাব দেবে যদি বলি আমি কি হেরেছি , তুমিও কি একটুও হারোনি......... অন্তরে আলো জ্বেলে রেখে - দৃষ্টিকে গেছ শুধু আঁধারেতে ঢেকে ! নিজেকে প্রশ্ন করে দেখোনা, যার নাম তুমি আর লেখোনা, কেন তাকে ধরে আছো হৃদয়ে, কণাটুকু তার কেন কাড়োনি !!! তুমিও কি একটুও হারোনি........