Great.. I was one of the lucky individuals to witness the live…the auditorium was jam packed and I did not have a sit in the auditorium but managed to sit on the side wing of the stage🙏🙏
এতো বড়ো প্রতিভাবান শিল্পী বাংলা তথা ভারতীয় সঙ্গীত শিল্পে সম্ভবত আর হয়তো কোনোদিনই জন্মাবেনা।ভারতীয় রাগপ্রধান সঙ্গীতে উনিই একমাত্র শিল্পী ছিলেন যিনি গুরুর আসনে অধিষ্ঠিত ছিলেন। ভারতীয় সঙ্গীত শিল্পে আর এক প্রতিভাবান শিল্পী মহম্মদ রফি স্বয়ং মান্না বাবুর গান শুনতে ভালোবাসতেন এবং মান্নাবাবুকে অত্যন্ত শ্রদ্ধা করতেন একজন্ প্রতিভাবান শিল্পী হিসাবে। এই মহান শিল্পীর প্রয়াণে লতাজি আক্ষেপ করে বলেছিলেন "মান্নাবাবু জীবিতকালে তাঁর যথোচিত সম্মানে তিনি ভূষিত হননি"। এই মহান শিল্পীর জীবন অবসানে আশাজি বলেছিলেন এই ধরনের মহান শিল্পী হাজার বৎসরেও ভারতবর্ষে আর সম্ভবত জন্মগ্রহণ করবেনা। যাইহোক এই মহান শিল্পীর গীত সঙ্গীত সম্ভার ভারতীয় সঙ্গীত শিল্পে চিরকালের এক শ্রেষ্ট সম্পদ হিসাবে ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লিখিত হয়ে থাকবে। এই মহান শিল্পীর প্রতি আমাদের অন্তরের অন্তস্থল থেকে শ্রদ্ধার্ঘ্য জ্ঞাপন করি।
রেকর্ডের গান হিসাবে এই গানগুলো বহুশ্রুত। কিন্তু প্রোগ্রামে যেহেতু সময়ের সীমানা তেমনভাবে টানা থাকেনা, শিল্পী নিজেকে যেন উজাড় করে দিয়েছেন। চেনা গান যেন নতুন রূপে ধরা দিয়েছে। উনি অনন্য ছিলেন, আছেন, থাকবেন।
আপনি অনেক ভাগ্যবান যে ওনাকে কাছে থেকে দেখার সুযোগ পেয়েছেন। সে সুযোগ টুকু যদি আমার হত আপসোস রয়ে গেল। আপনার কাছে একটি অনুরোধ যদি মান্না দে স্যারের কোনো লাইভ প্রগ্রাম আপনার কাছে থাকে দয়াকরে আপলোড করবেন। অপেক্ষায় রইলাম। ধন্যবাদ 🙏।