প্রায় ১০/১২ বছর পরে আজ আবার ও গানটার কথা মনে পড়লো, অনেক কাঁদতাম একসময় এই গানটা শুনে। সাথি-কে অনেক অনেক ভালোবাসতাম।ভালোবেসে বিয়ে ও করেছিলাম আমরা,কিন্তু এক পর্যায়ে ভালোবাসা ডির্ভোসে রুপ নিলো। এখন আমি অন্য একটা মেয়ের স্বামি এবং ২ সন্তানের বাবা। পিছনে ফিরে যেতে চাই না আর! তোমার জন্য সবসময় আমার দোয়া থাকবে সাথি। ভালো থেকো,নিজের খেয়াল রেখো।
আবার ২৪ সালে এই গানটার কথা মনে পড়ে গেল,,,, আসলে ভালবাসার মানুষ ছেড়ে চলে গেলে হয়ত কষ্ট বেশিই হয়,তারপরে যদি সে অন্য কারো প্রতি সেই ভালবাসা দেখায় সেটা হয়ত কম মানুষই সহ্য করতে পারবে।আজও তার অভিনয় গুলোকে সত্য মনে করি,,, হয়ত তাকে পাবো না, তাকে পেলেও আগের মত করে পাবো না,তবুও মন ত বেহায়া।কেন জানিনা তাকে ভুলতে চায়না,আজও তাকে বোকার মত ভালবাসে।
just found it.... used to listen this gem long time back when it was not in RU-vid. I had to search an old friend with whom I used to listen....got it....😎😎
৩ বছর আগে রাতে ঘুমানোর আগে এই গানটা ছিলো আমার সঙ্গী। আস্তে আস্তে অন্য গানের আড়ালে এই গানটা হারিয়ে গিয়েছিলো। আজ ১৫/১১/২২ রাত ১১:৪৯ হটাৎ মনে পড়লো গানটার কথা।।কথা গুলো মনে করতে পারতেছিলামনা।।কিন্তু গুণগুণ করতেছিলাম।অনেকক্ষন পরে খুজে পেলাম গানটা। আহা আহা।।।কি সুন্দর কি সুন্দর।💙🌺
২০১৩ক্লাস এইটে থাকতে কোনো এক এফ এম এ এই গান টা শুনতে পেয়েছিলাম, মনে গেথে গেছিলো গান টা, তবে কগুজে পাচ্ছিলাম না, গত বছর গান টা খুজে পাওয়ার পর থেকে অনেক শুনি, ভাল লাগে..ধন্যবাদ
এই গানটার সাথে সকলের কোনো না কোনো স্মৃতি জড়িয়ে আছে। বহু বছর আগে শুনতাম যখন প্রেম করতাম। এখন আমি এক সন্তানের বাবা। সুখে দিন কাটছে। তবে গানটা খুব মিস করতাম।
এই গানটি সেই ২০১৬ সালে নিয়ে যার যখন একজনের কথা ভাবতাম আর এই গান শুনতাম। আহ কত আবেগ ছিলো তখন ❤ একটু কথা বলার জন্য কত কষ্ট করা লাগতো 🫠। এখন সব বস্তুবাদি হয়ে গেছে।
Amr onk posondoer akta song,,,,jibone take kokhono pabo na Jake nia hazaro sopno silo,,,,kintu Allah hoito atar pisone vlo karon lukai rakhse,,,,kintu take mone pore tokhon song ta Suni,,,take akhono Mone kortew vlo Lage amr,,
এক ক্ষুধার্ত শরীর আসছিলো! "এক ক্ষুধার্ত মনের কাছে !! ক্ষুধার্ত শরীরের ক্ষুধার্ত মিটে গেছে !! কিন্তু? সেই ক্ষুধার্ত মনটা মরেনি তো? One's ageing bar bar shunbo,tmi morar por o😅
খুব পছন্দের গান এইটা আমার। রিলেশন এ থাকা কালিন খুব কষ্ট পেলে খুব শুনতাম। এখনো শুনি বউ কে পাশে রেখেই। বউ এর সাথে ঝগড়া হইলে শুনি। যেমন আজ শুনতেছি যানি না কবে হবে শেষ এই সব কষ্টের গানগুলো শোনা।😢😢😢😢😢😢
সয়টা ছিলো ২০১৩/২০১৪ ভালোবাসার মানুষটার সাথে জগড়া হলে এই গানটা অনেক শুনতাম। আর গানটা শুনলে কেমন যেনো তাকে খুব দেখতে ইচ্ছে করতো আর আমিও যত ব্যস্ত থাকি তাকে দেখার জন্য তাদের বাড়ির সামনে দাড়িয়ে থাকতাম।বাস দেখা হলে জগড়া মিটে যেতো। অনেক দিনপর গানটা শুনলাম স্মৃতি গুলা মনে পড়ছে।এই গানটা শুনলে সেই স্মৃতি গুলো মনের অজান্তেই চলে আসে।এখন সে ভালোই আছে হয়তো তার এইসব স্মৃতি মনে নেই কারন সেও ভালোবেসে অন্য একজন কে বিয়ে করেছে।সে হয়তো এখন তার বাচ্চার ভবিষ্যতের চিন্তা করছে আর আমি এখনও সেই ১১বছর আগের স্মৃতি নিয়ে পরে আছি।ভালো থাকুক বেইমান মানুষটা।।
Ami amr bou k onk valobasi ❤kalke baba bari geche tai onk Mon kharap gan ta sune onk miss kori😢 I love you ❤Sudhu tmr jonno rekhe gelam comment ta poran😢 27 September
Ekjn er phn theke tar shb gula gan niye aschilam. Pore ei gan tao eikhane chilo. Eto valo lage gan ta . Bole bujhanu jabe na . Ekn oi manush tao keo valo lage 🥰
১২ বছর পর গানটি আবার শুনলাম অনেক ভালো লাগলো এই গানটি যখন আমি প্রথম শুনেছি তখন আমি ক্লাস টু তে পড়ি আর এখন আমি অনার্স ফার্স্ট ইয়ারে পড়ি। এই গানটি শুধু আমারই প্রিয় ছিল না এই গানটি আমার বড় আপুরও প্রিয়ছিল এবং আমার বড় ভাইয়েরও প্রিয় ছিল এই গানটি আমি আমার বড় ভাইয়ের ফোন থেকে আমি এবং আমার আপু দুজনেই শুনতাম। এই গানটি এখনো আমার কাছে সেই ১২ বছর আগের মতই প্রিয়
গানটা অনেক বেশি প্রিয়…..যখন প্রথম প্রেম করেছিলাম..তখন সারা দিন শুধু এই গানটা শুনতাম…..আর অপেক্ষায় থাকতাম কখন সে কল দিবে….অনেক সময় গান শুনা অবস্থায় কল আসতো…সেই সময়ের কথা গুলো মনে হলে এখন বুকটা কেঁপে উঠে…….
২০১৭ এর দিকে নতুন কম্পিউটার নেয়া, অনলাইনে ঠুকি ঠাকি ফিলানসিং করি,এই গান ছিল তখনকার সাথি যদিও এর মানে বুঝতাম না,এখনো অইরকম কিছু জীবনে ঘঠে নাই তাও কেন জানি এই গান খুব কাছের মনে হই🥰🖤
2019 sale ei ganta sunesi, ar khub besi valo lagto amer ei ganta, jake valobastam tar sate jokra holei ei ganta suntam, Alhamdulillah aj 5 bosor tar amer sonser jibon ❤❤,amader ackta baby o ase, suk, dukko miliye valo asi, aj o tar sate jokra hole ei ganta suni 😊😊😊😊khub valobasi take
আজ হঠাৎ মনের ভেতর পুরোনো স্মৃতিময় এই গানটি করা নারলো, তাই স্মুতিগুলোকে আর একবার যায়গা করে দিলাম আমাকে ভাসিয়ে হাই-স্কুলের দিনগুলোতে ফিরে যেতে. Now i understand "Time is a great healer & revealer" এই গানগুলো শুনলে নিজের ভেতর কেমন জানি একজন কবিভাব চলে আসে, মনে হয় “আমার জীবনের সবকিছু সবাইকে জানিয়ে দেই”
আমার টিন এজ এর সময়কার সবচেয়ে শোনা গান। কতো কেদেছি, প্রতি রাতে বালিশ ভিজিয়েছি, আর ভাবতাম মানুষ টা ফিরে আসবে। সেই ২০১২ সালের কাহিনী। মানুষ টা ফিরেনি। অনেক্ষানি সময় পেরিয়ে গেছে। মানুষ টার কথা হঠাৎ মনে পরে গেলো, গান টা শুনতে এলাম। মানুষ টা আমাকে অনেক ভালোবাসলেও সে এখন অন্য কাওকে ভালোবাসে। ভালো থাকুক আমার প্রথম জীবন এর ভালোবাসা। ভালো রাখুক তাকে তার ভালোবাসা। 😢
Hai girl i m looking for u long time ..its been years when i heard ur voice for the first time ...fall in love with ur voice.... Can u start singing again ...and ur face
Onk valobashi sei manush tak...khub miss kori... Ei gan ta onk valo lage cause sei koster diner sakki..... Onk din por bolte khub icca hocce i luv u Arabi....
মন ভাল নেই বারে বারে মনে হয় তুমি পাশে নাই ভাবি ধুর ছাই কেন কাটে না সময় সাতটি রঙে তোমাকে খুজে বেরাই বৃষ্টি শেষে দেখা না পেলে বড় অভিমান হয় রাত কাটে নির্ঘুম আমি নিশ্চুপ নিশ্ব ভেবে যাই তোমার হাসিতে হাজার ফুল ফুটাই তুমি না হাসলে হাসবে কে আমার বাগিচায় তোমার জন্য বেদনায় গান লিখেছি বুকে সব স্মৃতিগুলি এক করে সুর বেধেছি মন একটাই সুখ আমাকেও খুব ভাল বাস তুমি তাই ভালবাসি তোমায় এতটা রাত কাটে নির্ঘুম...........
আমাদের প্রেমের প্রথম দিকে আমাকে এই গান টা দিয়েছিলো শুনার জন্য !তখন বলেছিলাম কি ফালতু গান ! আজ আমার প্রিয় মানুষ টা অন্য করো কিন্তু এই গান টা প্রিয় হয়ে উঠেছে ! মাঝেই মাঝেই গান টা শুনি আর ওর কথা মনে করে ভিন্ন জগতে চলে যাই :)
সাল টা ছিলো ২০১৮ শেষের দিকে এই গানটা হাজার বার শুনেছি। আজ হঠাৎ আবার মনে পড়লো আজ ২০২৪। মাঝে ৬টা বছর এখন আমার না হওয়া প্রিয় মানুষটা অন্য কারোর স্ত্রী। তখন ২০১৯ তাকে অভিশাপ দিয়েছিলাম অন্য কাউকে নিয়ে সারা জীবন খুব সুখে থাকে। অভিশাপ টা অটুট থাকে জানো সারাজীবন 😊
আজ ১৩/০৮/২০২৪ তারিখ বিগত ২০১৭ সালে ২৩ সেপ্টেম্বর তারিখ এ এই গানটি প্রথম শুনেছিলাম প্রিয় মানুষ টার মুখে আর বিচ্ছেদের বিগত ৪ বছর পর আবারো সুনলাম তার মুখে তাই স্রিতি রেখে গেলাম দিন্টাকে কেউ যদি কখনো কমেন্ট করে তাহলে না হয় আবারো সুনতে আসবো ভালো থাকুক প্রিয় ভালো বাসার মানুষটি আগেও যেমনটি ভালো বাসতাম ঠিক আজও ভালোবাসি সব সময় ভালোবেসে যাবো।।।।