বন্ধু সিনেমাটা এখনো শেষ করতে পারলাম না। এই গানের কাছে আসলেই শুধু গান রিপিট শুনতে শুনতে আর মুভি দেখা হয় না। কি গান,কি কথা, কি সুর,কি গায়কী। হেমন্ত মুখোপাধ্যায় আর গৌরী প্রসন্ন মজুমদারের অমর কীর্তি। ❤️
গৌরী প্রসন্ন মজুমদার কি বাংলার সেরা গীতিকার? অসম্ভব! উনার ধারে কাছেও কেউ নেই। তাই সেরার প্রশ্নই অবান্তর। কি কথা, কি সুর, কি গায়কী। হেমন্তদা, আপনি ছাড়া পূর্ণতা পেত না এই গান। এ মুগ্ধতা যেন নাহি কাটে কভু।
২০১৪ সালে আমার তখন আট বছর বয়স গানটা শুনতাম Radio তে দুপুরবেলা এত সুন্দর লাগল আজ ২০২৪ সালেও সেই একই মাধুর্য হেমন্ত মুখোপাধ্যায়,উত্তম কুমার প্রণম্য ব্যক্তি❤
ছোটবেলায় রেডিওতে এইসব গান শুনে, বুঝতে না পারার কারণে, বাবার ওপর রাগ হতো, যখন বড়ো হয়ে বুঝতে শিখেছি তখন বারবার শুনতে ইচ্ছে করে, কিন্তু আমার ছেলে ও আমার ওপর প্রথমে রাগ করতো, কিন্তু এই গানের কি মাধুর্য, সে ও এখন এইসব গানের প্রেমে পড়ে গেছে ।
ছোটবেলা থেকে একটি অত্যন্ত প্রিয় গান। বারবার শুনতে ফিরে আসি। চিরন্তন সবুজের সৌন্দর্য্যের সাথে প্রবাদপ্রতিম উত্তমকুমারের অভিনয় আর মধুর কন্ঠস্বর যতবার শুনি মন ভরিয়ে দেয়।❤️
যেমন গীতরচনা , তেমনি সুর সৃষ্টি , তেমনি সুন্দর ভাবে সঙ্গীত আয়োজন আর গায়ক তো তাঁর সুকন্ঠ এবং গায়কী দিয়ে এমনভাবে জীবন্ত করে তুলেছেন যে আজ ও শ্রোতারা শুনে পিপাসা মেটাতে পারছেন ।
প্রথম যেদিন দূর থেকে শুনেছিলাম মনে হয়েছিল মানবেন্দ্র বুঝি। পরে কাছে থেকে শুনে বুঝেছি হেমন্তের কন্ঠ। কী অপূর্ব। কত কঠিন গান কী অনায়াসে গেয়েছেন তুলনা হয় না।
এত অসাধারণ গান। আহ! শুনতেই ইচ্ছে করে শুধু। হেমন্ত ছাড়া আর কাউকে ভাবতেই পারিনা এই গানে। আর গীতিকার সুরকারের কথা কি বলব। এত চমৎকার লিরিকের সাথে মাতাল করা অদ্ভুত সুর। আহা! আহা! আহা! এই সুধার রেশ যেন না কাটে। তবে শ্রীকান্ত দা যদি এই গানটি কভার করতেন। ইশ!
আমি তো ভুলে গেছিলাম , মৌ বনে আজ মৌ জমেছে তাই চুপ করে থাকি কি করে বলো , গুন গুন করে মনে বয়ে চলে এই গান...!!❤আবার নতুন করে শুনতে এলাম ...!! আমার কলেজের দিন গুলি এভাবে মধুর হয়ে কাটুক । সবারও খুব সুন্দর দিন কাটুক..!! ❤🌹♥️
মৌ বনে আজ মৌ জমেছে, বৌ কথা কও ডাকে মৌমাছিরা আর কি দূরে থাকে? মৌ বনে আজ মৌ জমেছে, বৌ কথা কও ডাকে মৌমাছিরা আর কি দূরে থাকে? ছন্দ ভরা, গন্ধ ঝরা এ এক নতুন বেলায় আমারে আজ কে আর ধরে রাখে নতুন-নতুন সুরে পাখিরা গায় নতুন-নতুন ফুলে রঙ ভরে যায় তাদের ঘিরে প্রজাপতি পাখায় স্বপ্ন আঁকে মৌমাছিরা আর কি দূরে থাকে? নতুন-নতুন খুশী হৃদয়ে পাই নতুন-নতুন পথে আজ কোথা যাই উঁকি দিলো সূর্য সোনা ভাঙা মেঘের ফাঁকে আর নতুন কিছু পাবো এবার জীবন পথের বাঁকে মৌমাছিরা আর কি দূরে থাকে? মৌ বনে আজ মৌ জমেছে, বৌ কথা কও ডাকে মৌমাছিরা আর কি দূরে থাকে?
ভগবান প্রদত্ত এই জুটি আর হবে না! মিস করি ভীষণ!..এই গান টা একবার শুনে মন ভরে না! ..যেমন কথা সেরকম সুর আর তেমন ই গায়কী ! কোথায় চলে গেলো সেই সোনালী দিনগুলো!
@@sanchitaroychowdhury1569 ১০০ বছর কি বলছেন, সাহিত্যে রবি ঠাকুর যেমন তেমন গৌরী দা আধুনিক গানে। আর হেমন্ত দা তো কন্ঠের যুবরাজ। এমন কমবো একবারই আসে এ পৃথিবীতে
ছোটবেলায় প্রাইমারি স্কুলে পড়ার সময় নব্বই এর দশকে মানে যখন শানু দা মুম্বাই কাঁপাচ্ছিল তখন আমি এই সব গান টেপ রেকর্ডারে শুনে বড় হয়েছি আর সঙ্গীত ভান্ডার টি কে সমৃদ্ধ করেছি সত্যি অপূর্ব।
Great Combination of Two Legendary Persons...mesmerized Heavenly Voice and Handsome Hero Missing You Both Dearest Hemant Kumar ji and Uttam Kumar ji 🌹👏
It's too heat touching without any dance,colour & any types of extra things. যে পথ তুমি দেখিয়ে গিয়েছ,সেই পথে অনেক অনেক কাল হাঁটা যাবে। you are realy great UTTAM. 🇧🇩👌👌💙💜
ALL TIME 2 GREATEST IMMORTAL 'SUPER' BEST' & VERSATILE GENIUS, BENGALI MANKIND'S GURUS, ONCE CAME ON EARTH, TO "ENLIGHTEN" FOREVER!!!@@@@ 1000 CRORES 'SALUTE TO 2 SUPER HUMANS!!!!!!!!@@@@@@@@
What a scenic beauty ,voice, words of the song , lips, pose of the hero !!! Everything got assimilated in 3 mts ! Never ever will get those momentum again ! Missed for ever !!!!!