দয়া করে একটু সাহায্য করেন। আমার ডিভাইস Realme narzo 50 এই ফোনের জন্য কোন ডিপটেষ্টএপ নাই । অনেক খোঁজাখুঁজি করছে। শুধু ইন্ডিয়ান ভিডিও পাইছি বাংলাদেশি ভিডিও নাই। যদি আপনি বাংলাতে ভিডিওটা বানাতেন। খুব উপকার হইতো।
এই ফোন আমার কাছে না থাকায় ভিডিও বানানো সম্ভব হচ্ছে না। যদি খুব দরকার হয় তাহলে পেইড সার্ভিস নিতে হবে। ডেসক্রিপশনে আমার কন্টাক্ট ইনফর্মেশন দেয়া আছে, সেখান থেকে আমার সাথে যোগাযোগ করেন।