Тёмный

Sentence কাকে বলে ? /Sentence কত প্রকার ও কী কী. ? উদাহরণসহ ব্যাখ্যা / Grammer Sentence topic 

Privet class room 📓
Подписаться 95
Просмотров 32
50% 1

Sentence কাকে বলে? Sentence কত প্রকার ও কি কি? উদাহরণসহ ব্যাখ্যা
দুই বা ততোধিক শব্দসমষ্টি একত্রে মিলিত হয়ে বক্তার মনের ভাব সম্পূর্ণ রূপে প্রকাশ করলেই কেবল তাকে sentence বা বাক্য বলা যাবে।
অন্যথায়, একাধিক শব্দ এক সাথে মিলিত হলেও যদি সম্পূর্ণ রূপে মনের ভাব প্রকাশ না করে তাহলে তাকে বাক্য বলা যাবে না। এছাড়াও, একটি সম্পূর্ণ বাক্য গঠণের জন্য নির্বাচিত শব্দসমূহকে অবশ্যই একটি সঠিক ক্রম অর্থাৎ structure অনুযায়ী সাজাতে হবে।
যেমন:
Sina eats pizza.
(এখানে, এটি একটি বাক্য কেননা এই তিনটি শব্দকে ইংরেজি ভাষার Subject + Verb + Object - structure অনুসরণ করে বসানো হয়েছে এবং এটি বক্তার সম্পূর্ণ মনের ভাব প্রকাশ করেছে)
উদাহরণ:
Rahim loves to travel.
They play football.
এখন, যদি word গুলোকে অগোছালোভাবে বা order maintain না করে সাজাই তাহলে একটি পূর্ণাঙ্গ বাক্য হবেনা।
যেমনঃ Rahim loves to travel কে যদি আমরা Order maintain না করে To travel loves Rahim লিখি তাহলে এখানে সম্পূর্ণ কোন অর্থ প্রকাশ পায় না। তাই এটা কোন বাক্য না।
Classifications of Sentences: বাক্যের প্রকারভেদঃ
ব্যবহারগত এবং অর্থগত দিক থেকে English Sentence গুলোকে ৫ ভাগে ভাগ করা হয়। যেমনঃ
• Assertive Sentence (বর্ণনামূলক বাক্য)
• Interrogative Sentence (প্রশ্নবোধক বাক্য)
• Imperative Sentence (অনুজ্ঞাসূচক বাক্য)
• Optative Sentence (প্রার্থনা সূচক বাক্য)
• Exclamatory Sentence (বিস্ময়সূচক বাক্য)
Assertive Sentence (বর্ণনামূলক বাক্য):
যে Sentence দ্বারা কোন কিছুর বর্ননা বা বিবৃতি প্রকাশ করা হয় তাকে Assertive sentence বলে।
এ ধরণের sentence সাধারণত subject + verb + object/complement/adverb - structure অনুসরণ করে থাকে।
Example:
He reads a book.
এটি একটি সাধারণ বিবৃতিমূলক বাক্য এবং Affirmative বা হ্যাঁ সূচক বাক্য। এখানে, He হচ্ছে Subject, reads হলো Verb এবং the book হচ্ছে object.
Interrogative Sentence (প্রশ্নবোধক বাক্য):
যে Sentence দ্বারা কোন প্রশ্ন করা হয় অথবা কোন কিছুর প্রত্যুত্তর পাওয়ার উদ্দেশ্যে জিজ্ঞেস করা হয় তখন তাকে Interrogative Sentence বলে।
এই ধরণের sentence গুলো Auxiliary Verbs: am, is, are - was, were - have, has, had, ইত্যাদি অথবা Modals Auxiliary verbs: shall, should, will, would, can, could, may, might, ইত্যাদি অথবা WH” questions: who, where, when, whom, what, which, how, ইত্যাদি দিয়ে শুরু হয়।
যেমন:
Do you need some money?
(এখানে do হচ্ছে need এর auxiliary verb)
Is he your Brother?
Should I call you?
What is your address?
How much money do you want?
#trending #foryou #feed
#students#viral#education#bangladesh

Опубликовано:

 

11 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии    
Далее
What’s your English level? Take this test!
28:03
What's your English level? Take this test!
23:20
Просмотров 13 млн
I use these PHRASAL VERBS every day! - you can too
21:52