2024 সালে এসে গানগুলো শুনলাম আর পুরনো দিনের কথাগুলো মনে পড়ে গেল কত মধুময় ছিল সেই দিনগুলো আজ এই গানটি শুনে আমার প্রিয় মানুষটির কথা মনে পড়ে গেল তাই আজকে থেকে ফোন দিলাম 12 বছর পর যদিও ফোন দিয়ে কথা বলার সাহস পায়নি শুধু তার কণ্ঠটা শুনলাম,,, ওর কন্ঠে হ্যালো টা শুনে বুকের ভেতরটা কেমন করে উঠল কেঁপে উঠলো যদিও মন চেয়ে ছিল একটু কথা বলতে কিন্তু সম্ভব না
প্রায় বিশ বছর পর গান গুলি আবার শুনলাম অসাধারন গান ছিল সেই সময়ে।সাউন্ড বস্কে গান শুনতাম খুব ভাল লাগত। এখন এমন টানা গান গাওয়ার মত শিল্পি নাই। এখন ও মানুষ গান শুনবে কিন্তু শিল্পি কোথায় ঘুরে ফিরে আগের গান গুলি শুনি।
শান্ত ছিলো আমাদের যুগের হিরো আলম ভার্সন (যদিও হিরো আলমের চেয়ে হাজারগুন ভালো কন্ঠ তার কিন্তু সেই সময়ের গুনী শিল্পীদের ভীরে সে কিছুটা বেমানান ছিলো।) তার এলবামের ক্যাসেট অন্য দের তুলনায় কম দামে পাওয়া যেতো। তবে এখনকার ভুইফোর শিল্পীদের চেয়ে সে নিঃসন্দেহে সেরা।
শান্ত ভাইয়ের এই এলবাম হিট হওয়া পরে গীতাঞ্জলি নাম চেঞ্জ করে নাম দেন সুরঞ্জলী, কাইয়ুম খান,,,,আমি যখন এই ক্যাসেট কিনি তখন এই কোম্পানি নাম ছিলো গীতাঞ্জলি,,
যখন ক্লাস ২/৩ টে পড়ি তখন ক্লাস শেষ হলে ম্যাম আমাদের গান গাইতে বলতো তোমাদের মধ্যে একজন গান পরিবেশন করো তখন অনেকেই গান পরিবেশন করতো,,, আমি ও গান গাইতাম,,, আমি এই এলবামের ৬/ নাম্বার গান টা বেশি গাইতাম,,, এবং আমার ৭ নাম্বার থেকে শুরু করে ১২ পর্যন্ত এই গান গুলো বেশি শুনতাম,,,, এবং পছন্দের তালিকায় দুইটা এলবাম ছিলো: ১/ সুখে থেকো প্রিয়া,,শিল্পী: শান্ত ২/ ও প্রিয়া তুমি কোথায়,,,শিল্পী:আসিফ।। অতীত অনেক ভালো এবং সুন্দর ছিলো,,,❤❤❤❤ ভালো থাকবেন সবাই???
আবার ফিরে গেলাম সেই ২০০৪ এ, তখন আমি এখনকার মত এতো বুঝতাম না, ভালোবাসা কি, কষ্ট কি, বিরহ কি, বেদনা কি, তারপরও গান গুলো এত জনপ্রিয়তা পেয়েছিল যে সবার মুখে মুখে ছিল, আমি যে কতবার এ গান গুলো শুনেছি তার হিসাব নেই, এ এ্যালবামের সব গানই আমার মুখস্থ, আবার শুনলাম নতুন ভাবে, এবার বুঝতে পেরেছি জীবনটা কত বেদনার,,, বুক ফেটে কান্না নেমে আসে, কিছুতেই থামাতে পারলাম না,, সত্যিই গান গুলো খুব বিরহের ছিল, 😂😂😂😂😂
শান্ত ভাইয়ের ২য় এলবাম অসাধারণ একটি এলবাম ২০০১ থেকে ২০০৫ সাল পর্যন্ত এই এলবাম টা বেপক চলছে আমি তখন এই এলবাম টা অডিও কেসেটে সুনছি অনেক বার সুনছি এখনো সুনি শান্ত ভাই আমার প্রিয় শিল্পী