তোমায় ছুঁতে চাওয়ার মূহুর্তরা,,কে জানে,কি আবেশে দিশেহারা।আমরা কেউ কারোর নয়,জানিনা কি হবে আগে!তবে সমস্ত সমস্ত সমস্তটা অনেক জীবন্ত। প্রথম কথা,প্রথম কাছে আসা,ভরসার হাত,নিখোঁজ রাস্তায় পথ চলা,আশ্রয়ের কাঁধ,তুমি,,,,সবটা। তুমি আমার নয় কখনো ছিলেও না,,তবুও কি অদ্ভুত এক মায়ায় আমায় বেঁধেছ তুমি। ভালোবাসি তোমায়। অসম্ভব অসংগতিতেও তোমায় ভালোবাসি আমি।