তুমি আমায় এই গান দিয়ে গেলে,সারাজীবন তোমায় মনে রাখবো,হৃদয়ের একটি কোনায় তুমি থাকবে সুন্দর স্মৃতি হয়ে।যে ভালোবাসে সে একসময় ভুলেও যায়।কিন্তু যে ভালোবাসা পায় সে সেই ভালোবাসা টা সারাজীবন মনে রাখে। কোনো এক রাতে আবার কাদবো তোমার জন্য। একটা অংশ রেখে গেলে একটা কষ্ট ছাপ রেখে গেলে,ভালো থেকো এক শিরোনামহীন ভালোবাসা ❤ তোমাকে কিছুই দিতে পারিনি,আমি নিয়েছি শুধু স্মৃতিটুকু। জয়ী তুমি।
Lyrics : শহরের উষ্ণতম দিনে পিচগলা রোদ্দুরে বৃষ্টির বিশ্বাস তোমায় দিলাম আজ আর কীই-বা দিতে পারি? পুরোনো মিছিলে পুরনো ট্রামেদের সারি Footpath ঘেঁষা বেলুন গাড়ি সুতো বাঁধা যত লাল আর সাদা ওরাই আমার থতমত এই শহরে Rhododendron তোমায় দিলাম আজ আর কীই-বা দিতে পারি? পুরোনো মিছিলে পুরনো ট্রামেদের সারি Footpath ঘেঁষা বেলুন গাড়ি সুতো বাঁধা যত লাল আর সাদা ওরাই আমার থতমত এই শহরের Rhododendron তোমায় দিলাম আজ কী আছে আর? গভীর রাতের নিয়ন আলোয় আলোকিত যত রেস্তোরাঁয় সব থেকে উঁচু flat বাড়িটার সব থেকে উঁচু ছাদ তোমায় দিলাম আজ পারবো না দিতে ঘাসফুল আর ধানের গন্ধ স্নিগ্ধ যা কিছু দু'হাত ভরে আজ ফুসফুস খোঁজে পোড়া ডিজেলের আজন্ম আশ্বাস তোমায় দিলাম আজ শহরের কবিতার ছবি সবই তোমায় দিলাম আজ আর কীই বা দিতে পারি? পুরোনো মিছিলে পুরনো ট্রামেদের সারি Footpath ঘেঁষা বেলুন গাড়ি সুতো বাঁধা যত লাল আর সাদা ওরাই আমার থতমত এই শহরে Rhododendron তোমায় দিলাম তোমায় দিলাম তোমায় দিলাম তোমায় দিলাম তোমায় দিলাম তোমায় দিলাম
Eta MohinerGhoraguli r song na originally... Eta 'Gorer Math' band er ononyo creation.... The great Subrata Ghosh and Jayajit Lahiri of Gorer Math 🙏❤️🎉♥️❣️💝💓💕🙏🙏🙏
সন্ধ্যার শেষ আলোটা তখনো মিইয়ে যায়নি। আমি নিজেকে আবিষ্কার করি বিশাল একটা খোলা মাঠের একদম মাঝখানটায়। এত বড় মাঠ আমি এর আগে কখনো দেখিনি... এটাকেই কি “তেপান্তরের মাঠ” বলে? আচ্ছা, একটা মাঠকে তেপান্তর হতে হলে ঠিক কতটুকু বিশাল হতে হয় ? আমি এর উত্তর জানি না... মাঠের অপর দিকে- দিগন্তের সাথে লেপ্টে আছে কমলা রঙের পরাবাস্তব একটা আকাশ। আকাশের ওই কমলা রং মাঠের উপর নুয়ে পড়ে মিলেমিশে একাকার হয়ে গেছে, নিজের অপার্থিবতা ছড়িয়ে দিয়েছে পুরো মাঠটাতে। দিগন্ত লেপ্টে থাকা ওই আকাশের টুকরো আর আমার চোখের মাঝে তিনটি মাত্র আবছা অবয়ব। দুটো ঘোড়া- মাথা নুইয়ে ঘাস খাচ্ছে একটা বট গাছের পাশে। আমি পা ছড়িয়ে বসে পড়ি। প্রায় ২৪ ঘন্টা হল আমি এই সভ্যতার দেয়া সকল “উপহার” ফিরিয়ে দিয়ে আদিকালে পা বাড়িয়েছি। সভ্যতার শেকলে এতদিন আটকে থাকা আমার চোখ, আঙ্গুল, সবাই আজ ক্লান্তিতে গা ভাসিয়ে দিয়েছে পরাবাস্তব এই আলোটার মাঝে। সমস্যা করছে শুধু ফুসফুস। এই বিশুদ্ধ বাতাসে হাঁপিয়ে উঠেছে সে, হন্যে হয়ে খুঁজছে একটুখানি সাদা ধোঁয়া... কিন্তু আজ কোন ধোঁয়া হবে না, আর কোনদিন কোন ধোঁয়া হবে না- আমি মনস্থির করেছি। কমলা রঙের আকাশটা বিদায় নিল আস্তে আস্তে... আমি অবাক হয়ে লক্ষ্য করলাম প্রকৃতির পরিবর্তনটা। আকাশে এখন রাজত্ব করছে রূপালি রঙের স্নিগ্ধ গোল এক দেবী... দেবীর পবিত্রতায় ভেসে গেছে সমগ্র তেপান্তর... আমি উঠে দাঁড়াই। ২৫ বছর ধরে শরীরে জড়িয়ে থাকা সব জঞ্জাল ঝেড়ে ফেলি এক এক করে... অদ্ভুত এক সম্মোহনে হাঁটতে থাকি ঘোড়াগুলোর দিকে। পেছনে ঘাসের উপর খুব অপাংক্তেয়ভাবে পড়ে থাকে আমার ফেলে রাখা কাপড়গুলো... আমি কার্তিকের মৃদু বাতাস গায়ে মেখে এগিয়ে যাচ্ছি ঘোড়াগুলোর দিকে... আমি গোসল করছি- কোন এক তেপান্তরে- কার্তিকের কোন এক রাতের মৃদু বাতাসে... আমি ঘোড়াদুটোর পাশে গিয়ে দাঁড়ালাম। খুব কাছে এসে হঠাৎ চিনতে পারলাম ওদেরকে- ওরা ৪০ বছর আগে মহীনের হারিয়ে যাওয়া সেই ঘোড়াগুলো। আজ - আজ এতদিন পর আমি ওদেরকে খুঁজে পেলাম... খুঁজে পেলাম এই তেপান্তরের স্বাধীন প্রান্তরে- কার্তিকের জ্যোৎস্নায় তারা আজও ঘাস খাচ্ছে... আমি ঘোড়াদুটোর গলা ধরে আদর করলাম। গালে চুমু খেলাম। ঘোড়াদুটো আমাকে বুঝতে পারে... সামনের দু’ পা তুলে নিঃশব্দে আমাকে জড়িয়ে ধরে, ওদের চোখ বেয়ে গড়িয়ে পড়ে কয়েক বিন্দু অশ্রু... “গত ৪০ বছরে এ পথে অনেকেই হেঁটে গেছে, জানো? সবাইকে আমরা এভাবে বিদায় জানিয়েছি, দিয়েছি ভালবাসা, আর কয়েক বিন্দু অশ্রু... ” “এর চেয়ে বেশী আর কী-ইবা দেয়ার আছে?” আমি মৃদু হেসে ওদের ঠোঁটে চুমু খেলাম। ওরে খুব ধীরে আমাকে নিজেদের আলিঙ্গন থেকে মুক্ত করে দিল... আমি হেঁটে গেলাম ওদেরকে পাশ কাটিয়ে- আরেকটু সামনে- যেখানে নিঃশব্দে দাঁড়িয়ে আছে বুড়ো গাছটা। আমি বটের গা বেঁয়ে উপরে উঠলাম। মাঝামাঝি একটা ডাল থেকে ঝুলে আছে বেশ কিছু শেকড়। আমি সবথেকে মোলায়েমটাকে বেছে নিলাম। নিগুঢ় মমতায় অনেকক্ষণ ধরে সেটাকে পেঁচালাম, গিট দিলাম শক্ত করে... ঘোড়াদুটো আবার ঘাস খাচ্ছে এখন। নিজের জগতের এক মিনিটের ছুটিতে একটা আলিঙ্গন, দুটো চুমু আর কয়েক ফোঁটা অশ্রু... এক কার্তিকের রাতে এটাই কি যথেষ্ট না? “আর কী-ইবা দিতে পারি...???” আমার মাথায় হুট করে বেজে উঠলো লাইনটা। আমি নিঃশব্দে হাসলাম... রূপালি দেবীর দিকে ফিরে তাকালাম। পরম ভালবাসায় আমার গলা জড়িয়ে ধরে আছে বটগাছটা- যেন আমি কোন শিশু, আর সে আমার মা... আমি পরম নির্ভরতায় তার আলিঙ্গনের মাঝে নিজেকে সমর্পণ করি- আরামে চোখ মুঁদে আমার পা দুটো... চোখ বুঁদি আমিও... আধবোজা চোখে আমি দেখতে থাকি কার্তিকের জ্যোৎস্নায় ভিজে থাকা এক বিশাল ফাঁকা প্রান্তর, গোসল করতে থাকি মাঝরাতের শীতল বাতাসে... আমার মুখে সেদিন লেগে ছিল পরিতৃপ্তির মৃদু হাসি...
35 বছর হয়ে গেল দেখতে দেখতে। আর গানটার প্রায় 28। আমার কাছে বাংলা ব্যান্ডের অস্তিত্ব মহীনের ঘোড়াগুলির থেকেই শুরু। আজও শুনছি, কিন্তু 15 তে শোনা এক আর 35এ আরেক। চোখে জল এনে দ্যায় এটা ভেবে যে পৃথিবী কত বদলে গ্যাছে আর সেকেন্ড ইনিংস শুরু করে দিয়েছি
প্রায় বছর দুয়েক আগে থেকে গানটা শুনতেছি। ইউটিউবে গান প্লে করা মানেই এমন কিছু গান যা কিনা প্রতিবার শুনলেই বারবার শুনতে ইচ্ছে করে। কমেন্ট করা হয়নি আবার ভাবলাম এমন মাস্টারপিস গানে একটা কমেন্ট থাকুক। বহুকাল পরে হয়তো স্মৃতিচারন হবে।
এক অস্বস্তিকর গরমের রাতে ঘুম আসছিল না, হোয়াটসঅ্যাপ এ মেসেজে কথা বলছিলাম একজনের সাথে। হঠাৎ সে এই গানটা নিজে গেয়ে আমাকে শোনালো, আমি সেদিন প্রথম এই গানটা শুনেছিলাম। তারপর সার্চ করে এখানে পেলাম, এখন প্রায়ই শুনি, ধন্যবাদ আমার সেই শুভাকাঙ্ক্ষীকে।
If possible check this another version of Tomay Dilam recorded during lockdown to tribute my city n use headphone ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-CUA0dZojGpo.html
the song is originally by a band called "Gorer Maath" by Subrat Ghosh & Indrajit Lahiri... mid or late 80s.. Mohiner Ghoraguli in their later years released an album called "Jhora Somoyer Gaan" & "Bochor 20 por" where alongwith their own songs they included many songs by other artists...and this song was included and many believed it was Mohiner's song, but its not... Gorer Maath have many more songs alongwith Tomay Dilam, such as Care kori na, Dhadhar thekeo jotil tumi, bare bare tobu astei hobe phire (later all these were covered by Lakhhichara), Manush chena daye etc etc... many dont know about Gorer Maath.. both Subrat and Indrajit were very close to Gautam Da himself
গানটা যখনই শুনি অটোমেটিকলি মাথায় চলে আসে রাতে বৃষ্টি শেষ হওয়ার পর পাকা একটা রাস্তা দিয়ে হাঁটছি পাশেই একটা বেলুন গাড়ি চারপাশ নিস্তব্ধ কোন মানুষ নেই আমি একা হেটে যাচ্ছি!
Evergreen song. Check this another version of Tomay Dilam made during lockdown n plz use headphone ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-CUA0dZojGpo.html
একটা নির্জন নদীর ধারে তুমি আর আমি, আর তোমার ফোনে এই গানটা চলছিল। খুব মনে পড়ছে কুট্টুস ❤ কষ্ট হচ্ছে খুব, থাকতে পারছি না তোমার সাথে কথা না বলে। কখনও গানটা শুনতে এসে আমার এই কমেন্ট টা দেখতে পেলে আমার সাথে একবার কথা বলে নিও যদি আমি জীবিত থাকি ❤ ভালোবাসি তোমায় ভীষণ রকম আমার ঝড়ফড়িং ❤
শহরের কবিতা, ছবি; সবই..! তোমায় দিলাম!! 🥀 আর কিই বা দিতে পারি, পারি নাই বলেই তো চলে গেলি আমাকে একা করে...... ওই শহরই তোমাকে কেড়ে নিল আমার কাছ থেকে 😄 আর তুমিও স্রোতে গাঁ ভাসিয়ে দিলে....!! যেই মানুষ আমি চিনতাম, তুমি আর সেটা নেই।। 💔
If possible check this below version of Tomay Dilam. A small tribute to my city during quarantine n plz use headphone ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-CUA0dZojGpo.html
শহরের উষ্ণতম দিনে পিচগলা রোদ্দুরে বৃষ্টির বিশ্বাস তোমায় দিলাম আজ। আর কি বা দিতে পারি পুরনো মিছিলে পুরনো ট্রামেদের সারি। ফুটপাথ ঘেঁষা বেলুন গাড়ি সুতো বাঁধা যত লাল আর সাদা ওরাই আমার থতমত এই শহরে রডোডেনড্রন.. তোমায় দিলাম আজ। কি আছে আর, গভীর রাতের নিয়ন আলোয় আলোকিত যত রেস্তোঁরা সব থেকে উঁচু ফ্ল্যাটবাড়িটার সব থেকে উঁচু ছাদ.. তোমায় দিলাম আজ। পারবোনা দিতে ঘাস ফুল আর ধানের গন্ধ স্নিগ্ধ যা কিছু দুহাত ভরে আজ ফুসফুস খোঁজে পোড়া ডিজেলের আজন্ম আশ্বাস.. তোমায় দিলাম আজ। শহরের কবিতার ছবি, সবই তোমায় দিলাম আজ আর কি বা দিতে পারি পুরনো মিছিলে পুরনো ট্রামেদের সারি। ফুটপাথ ঘেঁষা বেলুন গাড়ি সুতো বাঁধা যত লাল আর সাদা ওরাই আমার থতমত এই শহরে রডোডেনড্রন.. তোমায় দিলাম, তোমায় দিলাম তোমায় দিলাম ..
শহরের উষ্ণতম দিনে পিচগলা রোদ্দুরে বৃষ্টির বিশ্বাস তোমায় দিলাম আজ আর কীই-বা দিতে পারি? পুরোনো মিছিলে পুরনো ট্রামেদের সারি Footpath ঘেঁষা বেলুন গাড়ি সুতো বাঁধা যত লাল আর সাদা ওরাই আমার থতমত এই শহরে Rhododendron তোমায় দিলাম আজ আর কীই-বা দিতে পারি? পুরোনো মিছিলে পুরনো ট্রামেদের সারি Footpath ঘেঁষা বেলুন গাড়ি সুতো বাঁধা যত লাল আর সাদা ওরাই আমার থতমত এই শহরের Rhododendron তোমায় দিলাম আজ কী আছে আর? গভীর রাতের নিয়ন আলোয় আলোকিত যত রেস্তোরাঁয় সব থেকে উঁচু flat বাড়িটার সব থেকে উঁচু ছাদ তোমায় দিলাম আজ পারবো না দিতে ঘাসফুল আর ধানের গন্ধ স্নিগ্ধ যা কিছু দু'হাত ভরে আজ ফুসফুস খোঁজে পোড়া ডিজেলের আজন্ম আশ্বাস তোমায় দিলাম আজ শহরের কবিতার ছবি সবই তোমায় দিলাম আজ আর কীই বা দিতে পারি? পুরোনো মিছিলে পুরনো ট্রামেদের সারি Footpath ঘেঁষা বেলুন গাড়ি সুতো বাঁধা যত লাল আর সাদা ওরাই আমার থতমত এই শহরে