Тёмный

Story of my First Dropbar : The Comfy 

Shahriar Rahman
Подписаться 599
Просмотров 2 тыс.
50% 1

আমি সাইকেল চালানো শুরু করি ডিসেম্বর ২০১২তে।
২০১৩ থেকে ২০২০, এই আট বছরে আমার মোট রেকর্ডেড মাইলেজ ২২৩৫৮ কিলোমিটার। আর ২০২১-২২-২৩ এই তিনবছরে ২৭৯৭২ কিলোমিটার!
কী এমন হলো যে আট বছরের মাইলেজকে ছাপিয়ে এত বেশি চালালাম পরের তিন বছরে? এক কথায় উত্তর, চিকন চাকা আর ড্রপবারে শিফট হওয়া! এই তিন বছরে আমি মোট তিনটা ড্রপবার চালাই, সারাসেন হ্যাক (৩০০০ কিলো), রিখটার ইকো (১০০০০কিলো), পেসারস ড্রপবার (১১০০০ কিলো)
"আপল্যান্ড পেসারস" নামে একটা সিটি কমিউটার আমার বড় ভাই কিনেছিলেন ২০১৩ সালের শেষে। সেটা দিয়ে উনি সব মিলিয়ে এক হাজার কিলোও চালায় নি। ২০১৮ তে ভাইয়া দেশ ছাড়ার পর এই অসাধারণ সাইকেলটা গ্যারেজেই পড়ে ছিল। আমি ড্রপবারে শিফট হই ১৭জুলাই ২০২১ সালে। বহু বছর পড়ে থাকা সেই আপল্যান্ড পেসারস কমিউটারকে ড্রপবারে শিফট করার মাধ্যমে। কী কী চেঞ্জ করেছি শিফট হবার সময়, এখন পেসারসে কী কী কম্পোনেন্ট আছে, আমার মতে কী কী কম্পোনেন্ট চেঞ্জের দিকে সবচেয়ে বেশি নজর দেয়া উচিত, আমার চালিয়ে কেমন লাগছে, কেউ শিফট হতে চাইলে আমার পরামর্শ কী, এসব নিয়েই কথা বলেছি এই ভিডিওতে।
#cycling #bangladesh #roadbike

Опубликовано:

 

6 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 47   
@Ayub-i7i
@Ayub-i7i 6 месяцев назад
I am very new in this cycling thing and I do not get what you shared. However, one lesson I learned is, I must invest in a pair of tyres. Thanks a lot for sharing your wisdom and insights. May Allah help you and bless you always
@Shahriar019
@Shahriar019 6 месяцев назад
You got the most important message of all hah ha. It's not quantum mechanics, I hope you don't stop cycling (like almost all do) and you’ll soon get it all! Thanks for the comment and well wishes ❤
@tareq848
@tareq848 6 месяцев назад
thru axle quick release এর মধ্য পার্তক্য কি, কোনটার কোন সুবিধা, আর ধন্যবাদ ভাই আমার রিকুয়েস্ট বিডিও করার জন্যে❤
@Shahriar019
@Shahriar019 6 месяцев назад
থ্রু-এক্সেল নতুন টেকনোলজি, পার্থক্য তো নিশ্চয়ই কিছু আছে। আমার জানা নেই, পড়ালেখা করতে হবে। তবে আমার নিজেরও থ্রু এক্সেল নেই, হাবটা থ্রুএক্সেল কিন্তু ফ্রেম না। তাই কনভার্টার ইউজ করে মর্ডান টেকনোলজিকে (থ্রুএক্সেল) ব্যাকডেটেড টেকনোলজি (কিউ আর) বানিয়ে চালাতে হয়😅
@hossainmuhammad1670
@hossainmuhammad1670 3 месяца назад
XC bike re dropbar gravel e convert korle kemon hobe?
@Shahriar019
@Shahriar019 3 месяца назад
না করাই মনে হয় ভালো।
@fakepro8418
@fakepro8418 6 месяцев назад
Very informative video. I had Saracen Urban X1 for commutes and recently purchased Bianchi via Nironee 7. Now I just want to convert my Seracen from 3 to 1x can u plz tell me how much that 44T crank set cost? And will you mention the al amin vai shop name?
@Shahriar019
@Shahriar019 6 месяцев назад
Congrats on you new Bianchi. I don't know which crank you currently have on your X1 but if the chainrings are removable then your cost will be much less, you just have to know the correct BCD of your crank and buy a narrow-wide chaining accordingly. Mine is a 104bcd 42t chainring and I bought it from Daraz by spending something around 1200tk. However, the cost will rise significantly as you have to change the whole crankset, might well be along with the bottom braket. I'll still suggest it though, because I personally believe that 1x drivetrain is much fun and much much more realistic in our scenario. Also a less component to worry about while riding
@milonhamja1096
@milonhamja1096 6 месяцев назад
ভাই,আমার ও mtv তে ড্রপবার লাগানো।আস্তে আস্তে রোড বাইকে শিফট হতে যাচ্ছি।রোড বাইকের অনেক দাম তাই।
@Shahriar019
@Shahriar019 6 месяцев назад
শুভকামনা
@muntasirmamun4507
@muntasirmamun4507 5 месяцев назад
wheel size ki 26?
@Shahriar019
@Shahriar019 5 месяцев назад
না
@salimreza74
@salimreza74 6 месяцев назад
ভাই, আমার সাইকেল veloce scalo 4.0 আমি কি রোডি সাইকেল বানাতে পারবো?
@Shahriar019
@Shahriar019 6 месяцев назад
700c যেহেতু এক্সপেরিমেন্ট করে দেখতে পারেন, এই ভিডিওতে যে সাইকেলটা আছে সেটা অনেকটা এমন একটা সাইকেল থেকেই ড্রপবারে কনভার্ট করা। তবে ভিডিওতে যেমনটা বলেছি, ভালো হয় যদি ফ্রেম সাইজ আপনার রেগুলার ফ্রেম সাইজ যেটা লাগে সেটা থেকে কিছুটা ছোট হয় তাহলে।
@salimreza74
@salimreza74 6 месяцев назад
@@Shahriar019 5.7" আমি 16" ফ্রেম সাইজ ব্যবহার করছি।
@Shahriar019
@Shahriar019 6 месяцев назад
@@salimreza74 করতে পারেন চেষ্টা। একবার ড্রপবারে অভ্যস্ত হয়ে গেলে সাইক্লিং এর আসল মজাটা পাবেন। আমি ৫'১০", এটার ফ্রেমও খুব সম্ভব ১৭"। করতে আপনার যা যা লাগবে, ১. ড্রপবার ২. বারটেপ ৩. শিফটার (এটা পাওয়াই সবচেয়ে ডিফিকাল্ট, তবে দেখলাম আপনার ৮স্পিড, এটা সহজেই পেতে পারেন আশা করি। একদম কোথাও না পেলে আমার এই সাইকেলেরটা রিসেন্টলি চেঞ্জ করেছি সেটা নিতে পারেন) ৪. ব্রেক ক্যালিপার। এটা সবথেকে ইম্পর্ট্যান্ট, যেহেতু আপনি হাইড্রলিক চালাচ্ছেন, ভালো ক্যালিপার না পেলে ব্রেকিং ভালো হবে না, চালিয়ে কনফিডেন্স পাবেন না, শেষে দোষ হবে ড্রপবার ভালো না, এমটিবি ভালো :/ ৫. ব্রেক কেবল৷ এটা রেডিলি এভেইলেবল।
@electricspin69
@electricspin69 6 месяцев назад
saracen x1 ache amar kache ekta but eita te disc brakes lagano possible na. will this be worthy to make it a commuter like yours?
@Shahriar019
@Shahriar019 6 месяцев назад
Of course! If you ask for my opinion, that would be even more cost-effective as you don't need to change the brake callipers হাইড্রলিক ব্রেক থাকলে সেটা ড্রপবারে ইউজ করা যায় না (যায়, তবে সেটা অনেক বেশি এক্সপেন্সিভ, সেই পরিমাণ টাকা/বাজেট থাকলে বরং কনভার্ট না করে নতুন কেনাই ভালো!) তখন যেটা করতে হয়, মেকানিকাল ব্রেকের ক্যালিপার কিনতে হয়। আরবান এক্স১ এ যেহেতু ভিব্রেক/রিম ব্রেক, তাই আলাদা করে আপনাকে ব্রেক ক্যালিপার কিনতে হবে না। ড্রপবার, শিফটার আর বারটেপ, এতেই হয়ে যাবে আর কোন ইস্যু না থাকলে
@electricspin69
@electricspin69 6 месяцев назад
@@Shahriar019 Bhai, If you don't mind Apnake messenger e knock dei
@mdmustafa1375
@mdmustafa1375 5 месяцев назад
Vai apnar mudguard ta koi paisen....amr road bike er jnno paitesina kothao
@Shahriar019
@Shahriar019 5 месяцев назад
Baire theke anano. Amar vai deshe asar somoy luggege e kore niye aschilo. "SKS Raceblade Pro XL" likhe google search dile dekhte paben
@Something-rz9hy
@Something-rz9hy 4 месяца назад
আমার ফ্রেম সাইজ ১৭", হাইট ৫'৭" । এটাকে ড্রপবারে কনভার্ট করা ঠিক হবে?
@Shahriar019
@Shahriar019 4 месяца назад
শুধুমাত্র এই দুটো ইনফো দিয়ে প্রপার সাজেশন দেয়া সম্ভব না। একই ফ্রেম সাইজের ভিন্ন জিওমেট্রির সাইকেল হতে পারে যা নিয়ে আমার চ্যানেলে ভিডিও দেয়া আছে। আবার একই হাইটের দুজন মানুষের পায়ের, হাতের দৈর্ঘ্য ভিন্ন হতে পারে। এই ভিডিওতে যেমন বলেছি, আপনার আগ্রহ ও সামর্থ্য থাকলে এক্সপেরিমেন্ট করতে পারেন তবে সেজন্য ধৈর্য্য, প্রপার রিসার্চ এবং মানিয়ে নেয়ার মানসিকতা থাকা জরুরি।
@shahriarmaruf9243
@shahriarmaruf9243 3 месяца назад
Vai, 32c kon shop theke kincen & pair price?
@Shahriar019
@Shahriar019 3 месяца назад
এই টায়ার ২০২১ সালে কেনা। রিসেন্টলি সেম টায়ার ২৮ সি কিনেছি EKU Shop নামক একটা পেজ থেকে। অর্ডার দিলে ৩২সি ও আনানো যাবে।
@shahriarmaruf9243
@shahriarmaruf9243 3 месяца назад
হ্যা ভাই , ৩২ সি গ্র্যান্ড স্পোর্টস প্রি বুক করেছি ইকু শপে
@user-fv8dc2dy6u
@user-fv8dc2dy6u 6 месяцев назад
ভাই আমার বর্তমান বাইক , vitus vrs এর mtb সাইকেল লাইফ থেকে কেনা । এটাতে স্টকের পার্টস রয়েছে । এটাতে অফরোড পারফরমেন্স ভালো , কিন্তু অনরোডে সম্যাসা হয় । আমার এলাকায় অফরোড ও কম । এখন আমি কম পরিশ্রমে বেশি কিলো চালাইতে চাই । আমার করণীয় কি ? mtb সেল করে দিয়ে একটা বাজেট রোড বাইক কেনার চিন্তা করবো ?? নাকি mtb মডিফাই করা যাবে ?? ড্রপার হ্যান্ডেলবার লাগানো যাবে ??
@Shahriar019
@Shahriar019 6 месяцев назад
এমটিবিকে মোডিফাই করে ড্রপবার লাগানো is a BIG NO! আমি জানিনা আমার কোন কথায় বা লেখায় MTB তে ড্রপবার লাগানোর ব্যাপার এসেছে বাট আমি অন্তত সজ্ঞানে কোথাও এমটিবিতে ড্রপবার লাগানোর কথা বলিনি। আমার এই ভিডিওতে থাকা সাইকেলটা, কম্ফি কোনকালেই এমটিবি ছিলো না। যেহেতু আপনার এমটিবি আছে এবং চালাচ্ছেন (যদিও রাস্তায় এমটিবি চালানো বোকামী) তাই সেটিই চলুক। এটা বিক্রি করে আরেকটা কিনবেন এই চিন্তা না করে আরেকটা কিনে একটা বিক্রি করবো, এই চিন্তায় আগালে বোধহয় সুফল বেশি পাওয়া যাবে। তাতে পাশাপাশি দুটো সাইকেলই চালানোর সুবিধা অসুবিধা সম্পর্কে যেমন আইডিয়া পাওয়া যাবে ঠিক তেমনি একটা থেকে আরেকটাতে শিফট হবার মাঝে এনাফ বাফারও পাওয়া যাবে।
@user-fv8dc2dy6u
@user-fv8dc2dy6u 6 месяцев назад
@@Shahriar019 mtb তে surley corner বার লাগানো যায় , কিন্তু খরচ অনেক । আবার রোড বাইক কেনাও জামেলা দাম বেশি + এভেইলেবল কম । thanks for your reply
@maududcare5017
@maududcare5017 6 месяцев назад
Brother Veloce er Urban/ scalo nile ki setak modify kora jabe?
@Shahriar019
@Shahriar019 6 месяцев назад
মডিফাই করা যাবে সব বাইকই। তবে উচিত হবে কী না তা আমি সিউরলি বলতে পারছি না কারণ সাইকেলটি সম্পর্কে আমি বিস্তারিত জানি না, সামনাসামনি কখনো দেখিও নি।
@maududcare5017
@maududcare5017 6 месяцев назад
@@Shahriar019 road bike second hand koi pabo?
@AdvKhaled
@AdvKhaled 5 месяцев назад
৭০০সি এর একটা কমিউটার বাইক আছে। সেটা আমার ঠিক সাইজের হয় (ছোট না)। সেটাতে ড্রপবার লাগালে কি ফিট হবে না?
@Shahriar019
@Shahriar019 5 месяцев назад
এক কথায় এ প্রশ্নের উত্তর দেয়া আসলে সম্ভব নয়। সহজভাবে বলতে গেলে, আপনি বর্তমান সেটাপে সন্তুষ্ট থাকলে সেখানে হাত না দেয়া উত্তম, শুধুমাত্র "নতুন একটা জিনিস ট্রাই করতে চাই" এই ভেবে ফ্ল্যাট হ্যান্ডেলবার থেকে ড্রপবারে শিফটের এক্সপেরিমেন্ট হিতে বিপরীত হতে পারে। অন্যদিকে ফ্ল্যাট বারে সন্তুষ্ট না থাকলে আর সাইকেল / সাইক্লিং নিয়ে কিছুটা এক্সপেরিমেন্ট করার মানসিকতা থাকলে ড্রপবার ট্রাই করাটা একটা ভালো আইডিয়া।
@AdvKhaled
@AdvKhaled 5 месяцев назад
​@@Shahriar019দীর্ঘ সময় চালালে হ্যান্ডেলে হাত রাখতে আনকমফোর্টেবল লাগা শুরু করে।
@Shahriar019
@Shahriar019 5 месяцев назад
এর কারণ বিভিন্ন হতে পারে, ড্রপবারে শিফট করলেই সমাধান এমন না-ও হতে পারে।
@_tamimhossain_
@_tamimhossain_ 6 месяцев назад
Ei video amar ek mtbian friend re ekhon share dibo.😅
@Shahriar019
@Shahriar019 6 месяцев назад
দিলা? তারপর কী ঘটল? আমারে আবার এমটিবি হেটার বানায়া দিও না কিন্তু! এই মুহূর্তে আমার তিনটা সাইকেলের একটা কিন্তু এমটিবি, সময়ে অসময়ে আমি তা ঢাকার রাস্তাতেও চালাই। কিন্তু সেটা যে ভুল এবং বোকামি সেটা খুব ভালো করে জানি এবং মানি। এমটিবি, রোডি, কমিউটার কেউ কারো শত্রু না, সবার নির্দিষ্ট ইউসেজ আছে। আমরা শুধু শুধু একে অন্যের বিপক্ষে দাঁড়িয়ে যাই না বুঝেই!
@aminulahsan
@aminulahsan 6 месяцев назад
TV te dekhbo..
@Shahriar019
@Shahriar019 6 месяцев назад
তাইলে এখন থেকে ৪কে তে শুট করা লাগবে :p
@aneknos6251
@aneknos6251 6 месяцев назад
আপনার মতো কমই আছে যারা MTB তে ড্রপবার লাগাইয়া চালান।
@Shahriar019
@Shahriar019 6 месяцев назад
সংখ্যাটা আসলেই কম, এটলিস্ট আপনি যতজন ভেবেছেন তার থেকে এক কম, কারণ আমি নিজেও "এমটিবি"-তে ড্রপবার লাগিয়ে চালাই না 🥱
@aneknos6251
@aneknos6251 6 месяцев назад
@@Shahriar019 😅😅😅
@OmarFaruqNiloy
@OmarFaruqNiloy 6 месяцев назад
প্রাঞ্জল উপস্থাপনা। যাইহোক, ড্রপ ভালো, 700x32 ভালো, সব কথা ঠিক। যদি জিনিসগুলা প্রয়োজনের সময় ঠিকঠাক পাওয়া যেত!! আনব্রেকেবল চেইন, অবিচ্ছেদ্য চক্র।
@Shahriar019
@Shahriar019 6 месяцев назад
কঠিন, তবে অসম্ভব মনে করি না। আপনি বড় হবার সময় কি ভেবেছিলেন যে "সাইকেল চালিয়ে" অফিস করবেন? সেটা কঠিন ছিলো না? কিন্তু সম্ভব তো হয়েছে শেষমেশ। জাতিগতভাবে আমরা আরাম প্রিয়, চক্র ভেদ করতে আমাদের চিরকালীন অনীহা, সমস্যা সেটাই।
@salimreza74
@salimreza74 9 дней назад
vai, al-amin vai-ar mobile number ta diban.
@Shahriar019
@Shahriar019 9 дней назад
@@salimreza74 অনেক আগের নাম্বার সেভ করা, এখনো আছে কী না খোলা দেখতে পারেন +880 1303-525045
Далее
when you have plan B 😂
00:11
Просмотров 12 млн
A Minecraft Movie | Teaser
01:20
Просмотров 26 млн
10 Things I Wish I Knew When I Started Cycling
8:47
Просмотров 638 тыс.
when you have plan B 😂
00:11
Просмотров 12 млн