Тёмный

Swami Vivekananda | আধ্যাত্মিকতা ও ধর্মের পার্থক্য : সাংবাদিক তরুণ গোস্বামী 

I AM BOSE
Подписаться 181 тыс.
Просмотров 142 тыс.
50% 1

#vivekananda #swamivivekananda #ramakrishna #ramkrishna
#spirituality #spiritual #religion #religious #podcast #kunalbose #iambose

Опубликовано:

 

10 фев 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 498   
@khetrahalder2497
@khetrahalder2497 Месяц назад
আমার কর্ম ব্যস্ততার ফাঁকে ফাঁকে ও শ্রদ্ধেয় তরুণ গোস্বামীর বিবেকানন্দ সম্পর্কিত ভিডিও গুলি দেখি। আধুনিক কালের চরম ভোগবাদী উৎশৃঙ্খল সমাজ সংসারে মধ্যে এই ধনাত্বক আলোচনা গুলো শুভ বুদ্ধি সম্পন্ন মানুষের অক্সিজেন এবং সুস্থ থাকার একমাত্র অবলম্বন।। আমার প্রণাম নেবেন।।
@keshabchandradey1999
@keshabchandradey1999 Год назад
সুন্দর একটা আলোচনা করলেন বিবেকান ন্দ কে নিয়ে।আমি ভারতের দুজন কে সবচাইতে বেশি শ্রদ্ধা করি নেতাজী ও স্বামীজী।
@sujaybhattacharjee7420
@sujaybhattacharjee7420 Год назад
🙏🙏🙏
@bhaskarjyaachatterjee
@bhaskarjyaachatterjee Год назад
Sri Ramakrishna ke bad dile Vivekananda kichui na
@keshabchandradey1999
@keshabchandradey1999 Год назад
@@bhaskarjyaachatterjee রামকৃষ্ণ ছাড়া যেমন বিবেকানন্দ হয় না, তেমনি বিবেকানন্দ ছাড়া রামকৃষ্ণ হয়না। তাই ঠাকুর শ্রীরামকৃষ্ণ কথাটা না বললেও বিবেকানন্দ বললেই চলে।
@zhc4366
@zhc4366 Год назад
Accept regards. Discussion about such a great soul,Swami Vivekananda, with a very knowledgeable person. Worthy indeed.
@yogaranjanganchowdhury199
@yogaranjanganchowdhury199 Год назад
@@sujaybhattacharjee7420 thanks to tarun babu.and thanks to. You to.conduct .this type of.religious.thoughts regarding.our belaved swamijee
@sumanmondal5738
@sumanmondal5738 Год назад
আরো এপিসোড চাই দাদা স্বামীজীর ভাবধারা ও রামকৃষ্ণ মিশনের সাথে সুভাষচন্দ্র বোসের যোগসুত্র ♥️
@sujaybhattacharjee7420
@sujaybhattacharjee7420 Год назад
🙏🙏🙏
@animeshchatterjee1350
@animeshchatterjee1350 Год назад
সহমত
@NabamitaBandyopadhyay
@NabamitaBandyopadhyay 5 месяцев назад
সহমত
@user-zy5tx8oc3x
@user-zy5tx8oc3x Год назад
আমি মূর্খ হয়ে-ও এই ধরনের আলোচনা শুনতে ভালোবাসি। আজও ভালো লাগলো। কিন্তু দুঃখ একটাই ইংরেজী কথা গুলো সব বুঝতে পারলাম না। তবু বলছি এই আলোচনার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।
@srabaniroy6942
@srabaniroy6942 Год назад
ভারতবর্ষই সারা পৃথিবীকে পথ দেখাবে। জয় স্বামীজীর জয় ।
@arindammandal1987
@arindammandal1987 Год назад
India has a mission to complete
@AyanSeal10000
@AyanSeal10000 Год назад
Ami Ramakrishna vivekananda mission ar student, bortomane ami NEET (Medical entrance exam) aspirant tai akjon student hisabe bolchi Swamiji ke satha niya jodi keo tar potha chola ami sure se success pabai pabe . Khub valo laglo video ta, aro arakom video banio dada ❤❤
@debabratasarkhel2714
@debabratasarkhel2714 Год назад
অল্পেই সন্তুষ্ট, কিন্তু এই মহার্ঘ কথাবার্তা আরো হোক এটাই কামনা রইলো! সাবাস কুনাল!
@somakb77
@somakb77 Год назад
খুবই মূল্যবান আলোচনা। ধার্মিকতা, ধর্মভীরুতা ও ধর্মান্ধতার পার্থক্য বুঝলেই স্বামীজীর বক্তব্য বোঝাটা পরিষ্কার হয়ে যায়।
@ratnadhidas139
@ratnadhidas139 Год назад
1মিনিট আপনার বক্তব্য শুনেই গায়ে কাঁটা দিল, আবেগপ্রবণ হলাম। যারপরনাই উৎসাহে মন ভরে গেলো অতীতের মতন। প্রভু শিব আপনার প্রভূত মঙ্গল করুন, স্বাস্থ্য ভালো থাকুক, মন শান্তিতে পূর্ন হোক। Channel এর প্রণেতা কে আমার তরফ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা🙏।
@sohamkumarsengupta8115
@sohamkumarsengupta8115 Год назад
খুব সুন্দর। জয় স্বামী জী। আমার দেশের পুরোনো সংস্কৃতি, বেদান্ত দর্শন, ধর্ম কে প্রচারের জন্য পাশ্চাত্যে। স্বামী জী সম্পর্কে ভিডিও বানানোর জন্য ধন্যবাদ। বৈদ্য মাতৃ সাধক রামপ্রসাদ সেনকে নিয়ে ভিডিও বানান।
@koustavchatterjee1378
@koustavchatterjee1378 Год назад
খুব ভালো লাগলো,অনেক সমৃদ্ধ হলাম❤️❤️❤️
@saramabanerjee837
@saramabanerjee837 Год назад
Tarun Goswami Sir কে প্রণাম । আরো এইধরনের আলোচনা আশা করছি।
@kalpanachandra8856
@kalpanachandra8856 Год назад
অসাধারণ আলোচনা অজানাকে জানলাম। খুব খুব ভালো লাগলো মনে জোড় পেলাম। আপনার মন্তব্য গুলো এই সমাজের প্রতি ঘরে ঘরে পৌঁছে যাওয়া দরকার। মানুষের চৈতন্য হোক। বর্তমান সমাজ ডুবতে বসেছে। তাকে বাঁচাতে হবে। জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি.........
@nibeditapathak548
@nibeditapathak548 Год назад
অসাধারণ, মন্ত্রমুগ্ধ হয়ে শুনলাম।
@ujjalsaha7769
@ujjalsaha7769 Год назад
কুণালবাবু যে কাজটা করছেন সেটাই সোনার ফ্রেমে বাঁধিয়ে রাখার মতো, প্রশংসা করার ভাষা নেই,আপনার এই কাজগুলো ইতিহাস হয়ে থাকবে।
@shubhayanmukherjee2410
@shubhayanmukherjee2410 Год назад
এই ভিডিও আজকের দিনের সমস্ত মানুষের দেখা উচিৎ। দেখা উচিৎ তাদের, যারা নিজেদের হিন্দু ধর্মের ধারক ও বাহক মনে করে, যারা মনে করে হিন্দু - মুসলিম এ বিরোধিতাই একমাত্র সমাজ, যারা মনে করি বামপন্থী মানে বিধর্মী হওয়া, যারা মনে করে শিক্ষার উদ্দেশ্য অর্থের প্রাচুর্যতা... তাদের সকলের দেখা উচিৎ!
@sikhabose3316
@sikhabose3316 Год назад
কি অসাধারণ বিবেকানন্দ সম্বন্ধে আলোচনা করলেন শ্রদ্ধেয় গুণীজন শ্রদ্ধা জানাই 🙏 অজানা কিছু বিবেকানন্দ তথ্যে সমৃদ্ধ হলাম বিশেষ ভাবে। আরো শোনার আগ্রহ প্রকাশ করছি। কিছু বইতে পেয়েছি কিন্তু এভাবে শোনার সুযোগ পাইনি আজ যেন মনে হলো কিছু শুনলাম 🙏 শ্রদ্ধা জানাই। ভাই, আপনাকে ধন্যবাদ জানাই এমন‌ সুন্দর উপস্থাপনাটির জন্যে। এর আগে নেতাজীর অন্তর্ধান‌ সমন্ধে ও অনেকদিন ধরে আলোচনা চলছিল। বিবেকানন্দ সম্বন্ধে আরো শোনার অপেক্ষায় রইলাম ভাই। জয়তু স্বামীজি 🙏
@monotoshchoudhury6664
@monotoshchoudhury6664 Год назад
তারুনবাবুর বৈদগ্ধ আমাকে মুগ্ধ করেছে।এত স্বল্প পরিসরে এমন নিটোল উপস্থাপনার জন্য কুনালবাবুরও সমান ধন্যবাদ প্রাপ্য।এই স্তরের আলোচনা যত বেশি হয় ততই ব্যক্তি এবং সমাজের পক্ষে মঙ্গলজনক।একমাত্র এই ধরনের সম্প্রচার যুবসমাজকে অবক্ষয়ের হাত থেকে উদ্ধার করতে পারে।এই শুভ উদ্যোগকে স্বাগত জানাই।
@pradipbhattacharya1474
@pradipbhattacharya1474 Год назад
শ্রী গোস্বামী-র বক্তৃতা আগেও শুনেছি। প্রান্জলভাবে ধর্ম এবং আধ্যাত্মিকতার কথা বললেন। ওনাকে এবং কুনালবাবুকে ধন্যবাদ। এই আলোচনাটির বহুল প্রচার হোক।
@onlyanimal1988
@onlyanimal1988 Год назад
কোটি কোটি প্রণাম স্যার এই মহান ব্যাক্তিত্ব কে নিয়ে অনুষ্ঠান টা করার জন্য,, আমার আশু ইচ্ছা যে আপামর বাঙালি তারা এই মানুষটিকে নিয়ে গবেষণা করুক,, তাহলে মানুষ বাঁচবে,অবলা প্রাণীরা বাঁচবে আর শিক্ষিত সমাজের উত্থান হবে।
@A.Das-yt
@A.Das-yt Год назад
এককথায় অপূর্ব। মনটাকে অন্য জগতে নিয়ে যায়।
@surupasaha6124
@surupasaha6124 Год назад
অপূর্ব আলোচনা, প্রতিবারের মতো এবারেও সমৃদ্ধ হলাম। আন্তরিক কৃতজ্ঞতা ও শ্রদ্ধা জানাই মাননীয় বক্তা শ্রী তরুণ গোস্বামী মহাশয় ও এই অনুষ্ঠমাানের মাননীয় উদ‍্যোক্তা কুণাল দা কে । জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।🙏🙏🙏
@miraseal6941
@miraseal6941 Год назад
মহান আলোচনা আমি সাংবাদিক মহাশয়কে আমার আন্তরিক সশ্রদ্ধ প্রণামি জানাই ,🙏🙏🙏🙏🙏
@muktimaity7646
@muktimaity7646 Год назад
অসাধরন, সমৃদ্ধ হলাম। স্বামীজীর চরণে আভুমী প্রণাম। আপনাদের সস্রদ্ধ নমস্কার।
@krishnapadabhattacharjee9116
মানুষ - মানবতা ও বিবেকানন্দ। অসাধারণ আলোচনা।
@ketakiroy8744
@ketakiroy8744 Год назад
Khubhvlo
@simantinimandal8838
@simantinimandal8838 Год назад
অনেক সমৃদ্ধ হলাম , আরও শুনতে চাই জানতে চাই।কুনাল বাবুকে ধন্যবাদ, তরুণ বাবু 🙏🙏কি অনায়াসে এত এত কোট পরিসংখ্যান বক্তব্যের মাধ্যমে জানালেন। এরকম আলোচনা সভায় সভায় প্রচার হোক
@ranjanadutta796
@ranjanadutta796 Год назад
খুব সুন্দর আলোচনা,অনেক কথা স্বামী বিবেকানন্দ সমন্ধে জানতে পারলাম।
@angelruhi5892
@angelruhi5892 Год назад
অসাধারণ আলোচনা 🙏🙏এবং আগামীতে আরো জানতে চাই🙏🙏
@KajalDas-cj1lt
@KajalDas-cj1lt 11 месяцев назад
অপূর্ব আলোচনা।অনেক শ্রদ্ধা ও প্রণাম🙏🙏🙏🙏
@photographysolutionnet
@photographysolutionnet Год назад
ভীষন সুন্দর আলোচনা মনটা শান্ত হয়ে গেল।
@pradiptabhattacharjee6146
@pradiptabhattacharjee6146 2 месяца назад
অসাধারণ... উনি কি ভাবে একের পর এক বলে যাচ্ছেন!!! অপূর্ব , অপূর্ব.....🙏🏻🫡
@gopalgayen6714
@gopalgayen6714 Год назад
বর্তমানে তরুন বাবু যেমন স্বামী বিবেকানন্দের উপর গবেষণা করছেন এবং সুন্দর ভাবে উপস্থনা করেন এক দশক আগে ও অন্য এক সাংবাদিক ও বিবেকানন্দ গবেষক প্রণবেশ চক্রবতীও এক ই রকম ভাবে আমাদের কে একাধিক বই ও বক্তৃতা উপহার দিয়ে গেছেন যা আজ ও স্মরণীয়।
@sabujghosh2338
@sabujghosh2338 Год назад
খুব খুব ভালো লাগলো। এই ধরনের আরও ভিডিও আশা করছি।
@debashisdhar7659
@debashisdhar7659 Год назад
অসাধারণ আলোচনা। আপনাদের দুজনকেই অসংখ্য ধন্যবাদ। সমৃদ্ধ হলাম । আরও সমৃদ্ধ হতে চাই। এরকম সাহায্য করে যাবেন, এই অনুরোধ।,🙏🙏
@dr.sukanyadas1427
@dr.sukanyadas1427 Год назад
Great discussion... Khub Valo laglo convention ta....tomake thank you bole choto korbo na.
@ashutoshbanerjee909
@ashutoshbanerjee909 Год назад
বিবেকানন্দ ই আমার সব। এই আলোচনা টা অত্যন্ত প্রয়োজনীয়।🙏🙏🙏🙏🙏🙏🙏 তরুণ বসু মহাশয় কে আমার প্রণাম জানাই।🙏🙏🙏
@rupamchatterjee1826
@rupamchatterjee1826 2 месяца назад
উনি 'তরুন বসু' নন।উনি প্রফেসর তরুন গোস্বামী..
@sanjoysarkar9079
@sanjoysarkar9079 Год назад
What a great discussion. Kunalbabu please repeat another topic on Vedanta by Swamiji. Please try to spread this episode,so that each and everyone can get the proper education in their respective life.
@hk56r
@hk56r Год назад
Bebekanada shoul be a friend of all, especially for hindu-sanstoni.we like this describer mr tarun.harekrishna from dhaka.
@sumanmondal5738
@sumanmondal5738 Год назад
ঠাকুর-মা-স্বামীজীর ভাবধারায় পথ চলতে গিয়ে আজ অনেক খানি সমৃদ্ধ হলাম।
@sukdebmitra2012
@sukdebmitra2012 Год назад
So well said Sir throughout the entire session. Wonderful conversation Kunal Da.
@atanurakshit6684
@atanurakshit6684 Год назад
অসাধারণ, অসাধারণ এক কথায় অসাধারণ। অনেক সমৃদ্ধ হলাম। জয়তু স্বামীজি। তরুণ বাবু কে জানাই সশ্রদ্ধ প্রণাম। কুণাল বাবুকে জানাই অসংখ্য ধন্যবাদ।🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@tarunbiswas350
@tarunbiswas350 10 месяцев назад
অসাধারণ আলোচনা শুনে ঋদ্ধ হলাম। জয়তু বিবেকানন্দ। জয়তু শ্রীরামকৃষ্ণ।
@RohitSadhuBanerjee
@RohitSadhuBanerjee Год назад
মুগ্ধ এইরকম একটি বক্তব্য আশা করেছিলাম স্বামীজিকে নিয়ে তার ব্যক্তিত্ব আমরা যতটুকু জানি কিছুই নয় অনেক ধন্যবাদ আপনাকে কুনাল দাদাভাই ৷ 🙏😊
@subirkrishnachoudhury7223
@subirkrishnachoudhury7223 Год назад
অসাধারণ। ভীষণ সুন্দর ইন্টারভিউ।
@debasishsadhukhan1652
@debasishsadhukhan1652 День назад
শ্রী তরুণ গোস্বামী মহাশয়ের একটি আলোচনায় শুনেছিলাম পূজনীয় শ্রীমৎ স্বামী তুরিয়ানন্দজি মহারাজ বলতেন " স্বামীজিকে শুনলে মনে হয় উঠে পড়ি আর ছুটে যাই আর তোদের (বাকিদের) বক্তৃতা শুনলে মনে হয় শুয়ে পড়ি আর ঘুমিয়ে যাই।" আপনার আলোচনা শুনলে বারবার ঐরকম অনুভূতি হয় যে "উঠে পড়ি আর ছুটে যাই"। প্রতিবারের মতো এবারও তেমনই অনুভূতি হলো। প্রণাম নেবেন 🙏
@sankarbhattacharya1770
@sankarbhattacharya1770 Год назад
An enlightening and absorbing discussion on Swami Vivekananda. A wonderful experience for which one cannot even express one's thanks-- one can only accept it silently like a gift from the Heaven.
@suvashvlog2
@suvashvlog2 Год назад
জ্ঞানময় আলোচনা। দুজনকেই প্রণাম ও ধন্যবাদ🙏
@user-on1jj5lc1l
@user-on1jj5lc1l 4 месяца назад
Ramkrishna sharanam Ami Mr Ghoswami dar each & every speeches gulo man diye watch kari & suni. Uni khub valo uchhu darer spokes man. Uni educated, wise & diversified good qualities er adhikari.
@sayaksc3590
@sayaksc3590 Год назад
Woooow Daroon 👌👌❤️ Osaadharon episode 🔥 Excellent Conversation 👌Kamal Babu ke 🙏🙏 kotoo kichhu jaante parlam..aro egiye jao..keep it up ❤️❤️❤️❤️❤️
@ashokpalit8687
@ashokpalit8687 Год назад
এইরকম মান এবং উচ্চতার আলোচনা শোনাই যায়না। বর্তমান সময়ে স্বামী বিবেকানন্দের মানুষ কেন্দ্রিক চেতনার relevance অপরিসীম।আজকাল সামাজিক জীবনে স্পর্শ কারতা বলতে প্রায় কিছু নেই বললেই চলে।কারো সাথে কোনও যোগাযোগের ব্যাপার নেই,কারও প্রতি কারও মায়া দয়ার কোনও ব্যপার নেই, যে যার স্বার্থের পেছনে ছুটতে ব্যাস্ত। অন্ধ অনুকরণ সর্বস্ব বস্তুবাদ আমাদেরকে জীবনের আসল উদ্দেশ্য যা মানুষ কে জানা, তা থেকে বহুদূরে সরিয়ে নিয়ে গিয়েছে। কিন্তু প্রশ্ন হোল কি করে এটার পরিবর্তন করে সমাজ কে মানুষের চেতনা কেন্দ্রিক করা যাবে। তথা কথিত বিজ্ঞানের অগ্রগতির applied part টাই আমাদেরকে তমগুনে গুনান্বিত করেছে। বিস্তর পরিবর্তন প্রাইমারী শিক্ষাস্তর থেকেই এটাকে শুরু করতে হবে।মরাল basef education কে অগ্রাধিকার দিয়ে school পাঠ্যক্রমেএ এই বিষয় গুলোকে আবার প্রতিষ্ঠিত করতে হবে।সরকারকে এই ব্যাপারে বিরাট সংস্কার মূলক পদক্ষেপ নিতে হবে।জনসংযোগ কে দিতে হবে অগ্রাধিকার।প্রজন্মকে অপরের ব্যাপারে সংবেদনশীল বানাতে হবে।ঘরে মা বাবার ও এই ব্যাপারে একটা মহত্ রোল থাকতে হবে।Library culture আবার ফিরিয়ে আনতে হবে।বই পড়ার আগ্রহে উত্সাহিত করতে হবে। তবেই কিছুটা পরিবর্তন আসতে পারে,কিন্তু sincerity ও commitment থাকতে হবে। তাহলে হয়তো সনাতনি ষিক্ষা মহল কিছুটা হলেও উন্নীত হতে পারে।
@chhabidutta-di7oo
@chhabidutta-di7oo 6 месяцев назад
অসাধারণ একটি অনুষ্ঠান । আমার অন্তরের তাগিদে নিজেকে অনেকটা বদলে ফেলতে হবে । আমি I AM BOSE কে অনুরোধ জানাই এই ‌অনুষ্ঠান আর একবার পুনঃপ্রচারিত হোক
@debashisdas5933
@debashisdas5933 Год назад
কুনাল দা আরও আরও অনেক আলোচনা চাই। তরুণ দা এবং তরুণ দার মতো সমৃদ্ধ ব্যাক্তিদের কাছ থেকে। আসলে আমরা বেশিরভাগ টাই জানি না। প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত। আর এই শিক্ষা সম্পর্কে বলার কিছুই নেই। সুতরাং দাদা তুমি যেই যেই কাজ গুলো করে যাচ্ছো আমরা কৃতজ্ঞ তোমার কাছে।। 🙏🙏
@muktibhattacharya2475
@muktibhattacharya2475 Год назад
দারুন কি ভালো লাগছে কুনাল তোমাকে ধন্যবাদ। তুমি ভালো কাজে শুরু করেছ। আমার অনেক কিছু জানতে পারছি।
@swpnbs
@swpnbs Год назад
মানুষের চারটি বর্ণ ইশ্বর সৃষ্ট, এই চার বর্ণ শুধু মাত্র বংশগত ভাবে বিভাজিত নয়,বরং গুণ ও কর্ম দ্বারা এর বিভাজিত। শুধু ভারতে বা হিন্দুদের মধ্যে নয় সারা পৃথিবীতে সব মানুষের মধ্যে চার শ্রেনীর মানুষ আছে।১.এক কথায় শ্রমজীবী মানুষ এক শ্রেনীর, যারা সমাজ সচলতার মূল কান্ডারীবুদ্ধিমান,২. সমাজের উৎপাদিত সম্পদ মানুষের কাছে পৌঁছে দিতে এক শ্রেনীর মানুষ নিয়োজিত, ৩. সমাজের সুরক্ষায় নিয়োজিত এক শ্রেনীর মানুষ, ৪. বুদ্ধিমান, বিবেকবান, চিন্তাশীল এবং সমাজের নেতৃত্ব দেবার ক্ষমতা সম্পন্ন মানুষ। স্বামী বিবেকানন্দ ৪র্থ শ্রেনীর মানুষ ছিলেন। হিন্দুরা এই শ্রেনীর মানুষ কে ব্রাহ্মণ বলে। শাস্ত্র অনুযায়ী কায়স্থ বলে কোনো শ্রেনী হয় না। সমাজ যখন অধঃপতিত হয় তখন শাস্ত্র মানে না,মানে প্রচলন। রেভারেন্ড কৃষ্ণমোহন বন্দোপাধ্যায় বা গরু খেকো ভট্টাচার্যকে ব্রাহ্মণ মানলেও স্বামী বিবেকানন্দ, স্বামী প্রনবানন্দ বা প্রভুপাদ ব্রাহ্মণ কিনা তর্ক জুড়ে দেয় অশিক্ষিত সমাজ। তবে সুখের কথা এই যে কুসংস্কার থেকে সমাজ দ্রুত মুক্তির পথে।
@payelidutta1907
@payelidutta1907 Год назад
Excellent!..... the most deep yet practical discussion I've ever seen 🙏🙏🙏
@swapantalukdar2646
@swapantalukdar2646 Год назад
চির কৃতজ্ঞ থাকর মতো একটা আলোচনা ।অনেক অনেক ধন্যবাদ ।
@aritrachattopadhyayxic-469
@aritrachattopadhyayxic-469 6 месяцев назад
Osomvob sundor... Sotti e amra boddo negetive jinis niye pore thaki .. 100 sotangse 80 sotangse positivity ache setar dike nojor rakhte hbe .. vivekanand k bondhu korte hbe ❤
@rubaisaha7229
@rubaisaha7229 Год назад
শ্রদ্ধেয় তরুণ বাবু-কে কৃতজ্ঞতা জানাই এক অসামান্য আলোচনা করার জন্য। কুণাল বাবু-কে আমার নমস্কার জানাই।
@supriyobatabyal6652
@supriyobatabyal6652 Год назад
অপূর্ব আলোচনা, অসাধারণ, স্বামীজি র জীবন ও বাণীর অসাধারণ ব্যাখ্যা।
@samirkumardey9797
@samirkumardey9797 Месяц назад
খুব মূল্যবান আলোচনা, অপূর্ব, অতুলনীয়
@stationmanager6125
@stationmanager6125 5 месяцев назад
Joy Thakur, Joy Maa, Joy Swamiji 🙏🙏🙏🙏. Very nice representation. 🙏🙏🙏🙏 Tarun Sir 🙏🙏🙏🙏.
@DebooDa
@DebooDa Год назад
Thank you for the topic of this discussion. Many Thanks to Mr. Goshwami for his insightful and in-depth commentary on Swamiji's life. I would request you to continue this subject and make more episodes with with Mr. Goshwami on Swamiji's life. Also, I would urge to the audience to listen to Swami Sarvapriyananda's Podcasts regularly, it will indeed enrich your knowledge about Swami Vivekananda and teachings of Vedanta. Best regards,
@ramakrishna-advaitavedanta6586
Darun alochona ,sune upokrito holam
@subrata686146
@subrata686146 Год назад
The discussion is a ray of hope for the coming generation. Present society is totally confused regarding the actual dimension of life which is being suitably discussed with the guidelines of Swamiji's teachings. Commendable piece of work......Carry on with such work for upliftment of the society. God bless......
@kakalimitra5414
@kakalimitra5414 Год назад
Joy Thakur Joy Maa Joy Swamiji Maharaj ... 👏👏👏
@tapashdey8987
@tapashdey8987 Год назад
অসাধারণ একটি আলোচনা। ঋদ্ধ হলাম।
@rekhabhattacharje9008
@rekhabhattacharje9008 Год назад
Khub sundar marmsparshi alo chona.Tarun Babu k ashankhya dhanyabad janacchi eto sundarbhabe Swamiji jibon k amade sanmukhe tule dhore janya.
@rinasarkar7765
@rinasarkar7765 Год назад
অসাধারণ আলোচনা 🙏🙏। আগামীতে আরো অনেক শুনতে চাই 🙏🙏
@namitadutta2295
@namitadutta2295 Год назад
আলোচনার মাধ্যমে অনেক কিছু জানতে পারলাম এবং সমৃদ্ধ হলাম।
@rishidutta2543
@rishidutta2543 Год назад
অসাধারণ একটি আলোচনা। নতুন করে স্বামীজীকে নিয়ে পড়াশোনা করতে ইচ্ছে করছে।আবার এরকম সাক্ষাৎকার হোক ড়াশু
@mandiradam5315
@mandiradam5315 Год назад
Excellent discussion.To eradicate our sufferings we need Swamiji's man making education policy.
@malayacharjee7552
@malayacharjee7552 Год назад
খুব ভালো লাগলো এই আলোচনা, বেশ আত্মতুষ্টি হোলো...
@soumikmaity2843
@soumikmaity2843 Год назад
ভীষণ ভালো লাগলো!🙏❤ আরো আরো জানতে চাই,শুনতে চাই।
@debojeetdas9772
@debojeetdas9772 Год назад
Khub bhalo laglo. Future e erokom aro video asha korbo. JOY SWAMI VIVEKANANDA , JOY NETAJI SUBASH CHANDRA BOSE. JAY HIND.
@shyamalbiswas7780
@shyamalbiswas7780 Год назад
Very good discussion,we are proud of our religion which teaches us to love every religion and Swami vivekananda reminded that simple philosophy of our religion in west.Not Division of Hindu Muslim.The universal brotherhood of our religion as reminded by Swamiji is the mantra which survives Hindus
@santoshsarkar6569
@santoshsarkar6569 Год назад
খুব ভালো লাগলো। আমাদের ভিতর থেকে কুসংস্কার চলে যাক। ঈশ্বরের সন্ধান লাভ হোক। ধর্ম আমাদের জীবন উন্নত করুক
@pradipkumarmandal7625
@pradipkumarmandal7625 Год назад
আলোচনা অনেক সুন্দর হয়েছে এই আলোচনা ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে এক বিরাট পরিবর্তন বয়ে আনবে ধীরে ধীরে
@GeographyMadeEasy
@GeographyMadeEasy Год назад
We want part 2 on the discussion of Complete works of swami vivekananda
@sarmistabatyacharyya689
@sarmistabatyacharyya689 4 месяца назад
আমি তরুন গোস্বামীকে গুরু মানলাম। মহারাজ সর্বপ্রিয়ানন্দজীর পর এমন করে কেউ আমার চোখে জল আনতে পারেনি। ওনাকে আমার শতকোটি প্রণাম নিবেদন করি। আবার উন্মুখ হয়ে অপেক্ষায় রইলাম ওনার কথা শোনার জন্য। যদি কোনোদিনও সাক্ষাৎ হয় তবে সাষ্টাঙ্গে প্রণাম করতে চাই। আর অনেক আশীর্বাদ রইলাম কুণাল তোমার জন্য।
@ritwiksaha3550
@ritwiksaha3550 Год назад
Great ...great interview.. expecting another interview on spiritualism
@prabirkumarguhathakurta5800
এত সরল ভাবে সনাতন দর্শন ব্যাক্তিগত জীবনে তার প্রভাব নিয়ে আলোচনা ভালো লাগলো
@ashutoshbanerjee909
@ashutoshbanerjee909 Год назад
পরের আলোচনা টা শোনার অপেক্ষায় আছি। শ্রদ্ধেয় তরুণ গোস্বামী ও বসু,, মহাশয় কে আমার প্রণাম জানাই।🙏🙏🙏🙏🙏🙏🙏
@risavchakravorti6669
@risavchakravorti6669 11 месяцев назад
Darun darun darun...ufff ashadharon...r kono shobdo khuje pelam na....shotti i ei manush ta amdr jiboner shb strorey chorie ache...
@tanmoymukherjee1006
@tanmoymukherjee1006 Год назад
In present days these types of interviews are more important for the new generation. Caste, Creed,Religion are encashed by some political parties to won the election. Always competition .Only Educational Qualification has value .
@ratnahaldar1622
@ratnahaldar1622 Год назад
সমৃদ্ধ হলাম। অসাধারণ এই ভিডিও টা l বার বার শোনা যায়।ধন্যবাদ কুণাল।
@bithikabardhan6897
@bithikabardhan6897 Год назад
Apurbo apurbo .anek kotha janlam.Swamiji amader bodle dao .pronam Swamiji
@simasarkar1342
@simasarkar1342 11 месяцев назад
Swamiji samparke anek ajana katha jante pere khub bhalo lagche .
@barnalidey5851
@barnalidey5851 11 месяцев назад
অসাধারন দাদা স্বামীজী আমার ভারত !আমাদের পৃথিবী....আমাদের ইউনিভার্স!!!
@dolachatterjee7861
@dolachatterjee7861 Год назад
অপূর্ব আলোচনা ...আরো চাই এমন সাক্ষাৎকার 👍🏻👍🏻👌🏻👌🏻
@hiranmoyghoshchowdhury8282
@hiranmoyghoshchowdhury8282 Год назад
This interview with Shri Tarun goswami is excellent and repeatedly be telecast among the young groups. Thanks to Mr Goswami for his versatile knowledge about Swamiji.
@debopriyadey9162
@debopriyadey9162 Год назад
Unexpected, Really awesome, different from track, Thanks Kunal da, sotokoti pranam to Tanur sir,🙏🙏🙏🙏🙏
@supriyobatabyal6652
@supriyobatabyal6652 Год назад
What an enriching interview! A great enlightening discussion. 🙏🙏🙏.
@radhagobindasaha6906
@radhagobindasaha6906 Год назад
So beautiful discussion about Swamiji, we learn more and more but no ending. Time is needed very very much this doctrine.pranam.
@byruby1967
@byruby1967 Год назад
তরুন বাবু র এই প্রতিবেদনে সমৃদ্ধ হলাম.... He has profound knowledge on Swami Vivekananda.... This discussion should be kept as " Deed" of Indian Spiritualism..... In the True sense of the term.... not only the deities or idols of god and godess... My gratitude to Sri Tarun Sinha and Kunal Bose
@pankajmunshi5548
@pankajmunshi5548 Год назад
অসাধারণ সুন্দর একটি আলোচনা। আপনাদের দুজনকেই ধন্যবাদ জানাই।
@user-ve1ni3jw7u
@user-ve1ni3jw7u Год назад
Excellent discussion very very thanks❤ 🙏
@snehashisghosh3149
@snehashisghosh3149 Год назад
It is a Outstanding & Enriching discussion with TarunDa.....Thanks to Kunal for his good thought of arranging this interview.
@papridas8223
@papridas8223 Год назад
আর একদিন এই আলোচনা টাই হোক। ওনার কাছ থেকে আরও বেশি করে বিবেকানন্দের কথা শুনতে চাই। দয়া করে আর একদিন ওনার সাথে একটা পর্ব করুন এই অনুরোধ রইলো।
@ritaray9951
@ritaray9951 Год назад
ভাই তোমার গভীরতা আমাকে মুগ্ধ করেছে, নূতন ভাবে স্বামীজী কে চিনলাম, নতুন প্রজন্ম নূতন পথের দিশা পাবে, আমার স্থির বিশ্বাস
@chandrimamukhopadhyay9392
@chandrimamukhopadhyay9392 Год назад
খুব ভালো লাগলো, ঠাকুর মা স্বামীজি কে নিয়ে আরও আলোচনা শুনবো এই অপেক্ষায় রইলাম
@aninditachakrabarti4679
@aninditachakrabarti4679 Год назад
অসাধারণ আলোচনা Swamiji সম্বন্ধে। অনেক কিছু জানতে পেরে সমৃদ্ধ হলাম। অসংখ্য ধন্যবাদ ও অভিনন্দন।
Далее
Аминка ❤️
00:16
Просмотров 1,2 млн