ভাই কি যে বলবো ভাসা নাই আমার। আমি আল্লাহ তাআলা কাছে দোয়া করি যেনো আপনি সবসময় ভালো থাকেন। আর সঠিক জ্ঞান দিতে পারেন। আর আপনার কথা গুলো আর চিন্তা ভাবনা পুরোপুরি আমার মনের সাথে মিলে যায় যেনো কথা আমি বলছি। আর আল্লাহ যদি সহায় হন আমি আপনার সাথে একদিন হলেও দেখা করবো ইনশাআল্লাহ।
শেষের অংশ কিছুটা অস্পষ্ট। স্বর্ণ কিংবা রৌপ্য মুদ্রার সাথে কাগজের টাকার উল্লেখযোগ্য পার্থক্য। স্বর্ণ রুপার নিজস্ব মূল্য থাকলেও কাগজের টাকার নিজস্ব কোন মূল্য নাই। আধুনিক কাগজের টাকা সম্পূর্ণ আলাদা। :)
ভাইয়া আপনার ফাষ্ট এসপ্লেনটা আমি মনে রাখবো,অসাধারন এথিক্স। অনুরোধ টাকা দিয়ে সুখ কেনা যায় না, যারা বলে,তাদের এসপ্লেন করুন,টাকা দিয়ে সুখ কেনা যায়।আমি আপনার সেই ব্লগ এর জন্য অপেক্ষা করবো
গুড ওয়ান ভাই। বিনিময় প্রথা চালুর ইতিহাস টা ভালো লাগলো। তবে ভিডিওটা আরো বড় হওয়া উচিত ছিল। আরো এলাবরেটলি এক্সপ্লেইন করা দরকার ছিল। বিশেষ করে ধাতব মুদ্রা থেকে কাগুজে টাকাতে আসার বিষয়েটা।
কি মাধুর্য আপনার কথায়।এরকম তথ্যবহুল ভিডিও বাংলায় হাতে গোনা কয়েকজন মাত্র করে।আপনি অনেক দূর এগিয়ে জান আপনার জন্য ভালোবাসা।আশা করব আপনার ভিডিও যেন নিয়মিত হয়।
আপনার ভিডিওর টপিক টা খুবি সুন্দর এবং শিক্ষণীয় সাথে আপনার উপস্থাপনাও খুবই সুন্দর মাশাল্লাহ। শুধু ঝামেলাটা হচ্ছে আপনার ভিডিও এডিটিং এ। আমার মনে হয় আপনার ভিডিও এডিটিং স্টাইল টা আরেকটু এগ্রেসিভ হলে এই যেমন স্টিল ফটো গুলোর সময় একটু মোশন ব্যবহার করলে এবং কিছু থ্রিডি ভিজুয়ালাইজেশন থাকলে সব মিলিয়ে ভিডিওটি আরো উপভোগ্য হতো।