নাটক তোহ্ নয় যেন রোমান্টিক মুভি দেখলাম🌺 খুব সুন্দর হইছে, ব্যাকগ্রাউন্ড মিউজিক, গান, লোকেশন সব মিলিয়ে অসাধারণ। সেই সাথে মুখ্য ক্যারেক্টার অভিনয় গুলো একদম নিখুঁত ছিল।
কতবার নিলয় ভাইয়ের কাছে এরকম অভিনয় ওনাটক চেয়েছি অনেকর কাছে কত বিদ্রুপ সহ্য করতে হয়ছে ,যতই ভিউ কম হোক সবার মাঝে এভাবেই অভিনয়ের মাধ্যমে বেচে থাক । পরান পাখির পর আবার নিলয়ের একটা কাহিনি সমৃদ্ধ সুস্থ ধীর অভিনয় দেখলাম ।
সাফার অভিনয় যা দেখছি সত্যিই অনেক ভালো লাগছে। পুকুর পাড়ে দেখা করতে এসে হাটার এবং কথা বলার ধরন, কোন ন্যাকামি নেই। আজ মনে হয় প্রথম সাফার অভিনয় দেখে মুগ্ধ হলাম।
অসাধারণ একটা নাটক দেখলাম ❤❤ নাটক টা দেখতে দেখতে কখন যে অজান্তেই চোখে জল চলে আসলো সাফা আপুর অসাধারণ অভিনয় ❤❤ ঈদের আগে এতো সুন্দর একটা নাটক উপহার দেওয়ার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইলো সাফা আপু কে ❤️🥰 মনটা ভরে গেল এতো সুন্দর একটা নাটক দেখে পরবর্তী কাজ গুলোর জন্য অনেক অনেক শুভকামনা রইলো এই রকম আরো সুন্দর সুন্দর নাটকের অপেক্ষায় থাকলাম
নাটক টার অভিনয় যেমন হইচে তেমন ব্যাকগ্রাউন্ড মিউজিক অসাধারণ নীলয়,, ভাইয়ার নাটক সব সময় ভালো লাগে আর সাফা আপুর সঙ্গে আরো নাটক দেখতে চায় কারন হিমি আপুর সঙ্গে অনেক হয়চে আর ভালো লাগেনা 🇧🇩🇧🇩🇧🇩❤️❤️❤️
সত্যিই অনেক দিন পরে একটা নাটক দেখলাম হৃদয় টা স্পর্শ করে গেলো। ধন্যবাদ নিলয় এবং সাফা কবীর আপু কে অনেক বেশি ভালো হয়েছে আপনাদের অভিনয়। সেই সাথে পরিচালক কেও অসংখ্য ধন্যবাদ এতো ভালো একটা নাটক উপহার দেবার জন্য।সবার জন্য শুভকামনা রইল।💐💐💐
অসাধারণ মন ছুঁয়ে যাওয়ার মতো একটি নাটক উপভোগ করলাম। যেখানে রোমান্টিকতা, কষ্ট আর রিভেঞ্জ অসাধারণ ভাবে তুলে ধরা হয়েছে। নিলয় আর সাফা খুবই ভালো অভিনয় করেছেন। নিলয় ভাইয়ের উচিত কমেডি ধাচের নাটক থেকে বেরিয়ে এসে এরকম ভিন্ন ভিন্ন রকম নাটকে অভিনয় করা। সাফা আপুর সাথে আরো নাটক চাই।
অনেক সুন্দর গল্প টা শেষ অনেক কস্ট লাগলো, গান টা কলিজা ছুয়ে গেলো, নিলয় ভাই , সাফা কবির অভিনয় অসম্ভব সুন্দর হইছে, নিলয় ভাই সাথে মেহজাবিন সাথে নাটক দেখতে চাই
আমি কি কমেন্ট করবো ভাষা খুজে পাচ্ছিনা এই নাটকটা আমার কাছে যে এত ভালো লাগলো আমি বলে শেষ করতে পারছিনা অসংখ্য ধন্যবাদ নিলয় ভাইয়াকে ও পরিচালকদের সবাইকে এত সুন্দর নাটক দেওয়ার জন্য ধন্যবাদ মাহিয়া তানিয়া তানিয়া আপু ওদের সে চেয়ে এই নায়িকা টাকে ভালোই দেখা যায় নিলয় ভাইয়ের সাথে খুব সুন্দর মানিয়েছে নিলয় ভাইয়ের সাথে এই নায়িকার আরো নাটক চাই ভাইয়া অবশ্যই নায়িকা টাকে আমার খুব পছন্দ হয়েছে নিলয় ভাইয়ার সাথে খুব সুন্দর মানিয়েছে
"এই মনের আবদারে দাও যদি তুমি কান, বুঝবে তোমার প্রতি কি যে আমার টান।"💔🥀🌹 - খুবই সুন্দর মন ছু্ঁয়ে যাওয়ার মতো একটি নাটক।নিলয় এবং সাফা কবির দুজনেই খুব ভালো লাগে।ধন্যবাদ আরেকটি মনকাড়া নাটক উপহার দেয়ার জন্য। 💙❤️💙❤️💙❤️💙❤️💙❤️💙❤️💙❤️💙❤️💙❤️💙❤️💙❤️
নিলয় ভাইয়ের এভাবেই সব নাটক রোমান্টিক চাই। আর সব গুলা নাটক রোমান্টিক হয় । কিছু নাটক করেন রোমান্টিক হয় না তখন খুব খারাপ লাগে। এইভাবে সবগুলো নাটক রোমান্টিক চাই।
The dramas of Niloy Alamgir and Safa Kabir are very few but the dramas are amazing ❤❤❤ I enjoyed watching the drama Wada too ❤❤❤ I hope to see more dramas of this pair
নাটকটা দেখার জন্য অনেক অপেক্ষায় ছিলাম এখন সে অপেক্ষা শেষ হল ..রওনক ভাই ..নিলয় ভাই ..সাফা আপু একসাথে নাটকটা খুবই অসাধারণ এ জুটির একসাথে আর ও অনেক নাটক দেখতে চাই।
নিলয় ভাইয়ের নাটকে ইমরানের গান শুনে আমি অনেক মুগ্ধতা ❤, সেই 2014 সালে একটা গান ছিলো পরশী আপু ও নিলয় ভাই, গানের কন্ঠ ছিলো ইমরান ভাইয়ের ❤❤❤ খুব ভালো লাগলো নাটকটি
নিলয় ভাইয়ার নাটক বলে কথা না দেখে থাকা যায় নাটক জগতের শ্রেষ্ঠ অভিনেতা নিলয় আলমগীর ভাইয়া নিলয় ভাইয়ের এমন কোনো নাটক নাই যে আমি দেখি নাই প্রতিটা নাটকে দেখেছি নিলয় ভাইয়ার ❤ দেশের শ্রেষ্ঠ নাটক পুতিটা নাটকে নাম্বার ওয়ান সবার চেয়ে সেরা নিলয় ভাইয়া আছে বলে নাটক দেখতাছি জতোদিন নিলয় ভাইয়া আছে ততোদিন নাটক দেখতেই থাকবো শুধু নিলয় ভাইয়ের নাটক ছাড়া অন্য কারো নাটক দেখি না ❤ লাভ ইউ নিলয় ভাই এই নায়িকা টা কে
সালাউদ্দিন লাভলু স্যারের নাটকে সুন্দর অভিনয় করার পরে অনেক নাটক করেছেন তারমধ্যে এই নাটকটা অসম্ভব সুন্দর হয়েছে অভিনয় অনেকদিন পর নিলয় আলমগীর এর সুন্দর একটা নাটক দেখলাম। থ্যাংক ইউ পুরো টিমকে।
এই নাটকটি দেখে বুকের ভেতরে,, এমন এক অনুভূতি হচ্ছে যা কোখোনোই প্রকাশ করা যাবে না,,,,,, ভালো লাগা,,,, কষ্ট,,, সবই আছে এই নাটকটির ভেতরে,,,মন ছুয়ে গেলো,,লিখে কখোনোই লিখে কিছু প্রকাশ করা যায় না,, তাই বেশি কিছু লিখতে পারলাম না,, মনের ভেতরের অনুভূতি গুলো বলতে পারলাম না,,শুধু একটাই কথা বলবো,,মন ছুয়ে যাওয়ার মতো একটা নাটক,,আর এই নাটকের গানটি আমি প্রতিদিন কয়েকবার করে শুনি,,, গানটি অসম্ভব সুন্দর,,,, ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤