ছোটবেলায় গ্রামের বাড়িতেই রেডিওতে প্রণম্য শিল্পীর গান শুনতাম। রবীন্দ্র সঙ্গীত ও কীর্তন আমদের বাড়িতে চর্চা হত। সেই কারণে গায়ক রাধাপদ ঘোষের মত শিল্পীর যাতয়াত ছিল,, সেইসঙ্গে রবীন্দ্র সঙ্গীতের অনামি শিল্পীরাও মাঝে মধ্যে যেতেন,, বিশেষ করে দোলের সময়, আর ঐ সময় সুচিত্রা মিত্রের ও অন্যান্য প্রথিতযশা শিল্পীর গান চমৎকার ভাবে গাইতেন। আর গ্রামের পরিবেশ হয়ে উঠত রবীন্দ্রময়। প্রণাম জানাই শিল্পীকে। ধন্যবাদ আপনাকে ।
আমার সেই স্কুল জীবন থেকে অর্থাৎ ছোট বেলা থেকেই সুচিত্রাদির গান আমারভীষণ ভাল লাগে।ব্যক্তিগত ভাবে দিদির সঙ্গে আমার চিঠির মাধ্যমে যোগাযোগ ছিল।দিদির চিঠি লেখার ধরণ এত সুন্দর যা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়।
“LUCK” is a Decisive Factor to be “Star” - My Mother was a rare musical talent but her promising future sacrificed at the altar of an unsupportive marital life - the saga of several women till date! ‼️Women’s Day 2022 ‼️
উস্তাদ বড়ে গোলাম সাহাব যার গান মুগ্ধ হয়ে ছিলেন এবং উস্তাদ স্বয়ং ভোরে রেওয়াজের সময় তাকে ভৈরবী শুনবার সুযোগ দিয়েছিলেন । সেই সুচিত্রা মিত্র কে মন্তব্য করা !!!!