১ মণ হাইব্রিড হলুদ সরিষায় সর্বচ্চো ১৫ থেকে ১৬ কেজি তেল হয় আর লালচে দেশি সরিষার ১ মণে ১৩ থেকে ১৪ কেজি তেল হয় । সেই হিসেবে আট কেজি সরিষায় ৪ কেজি তেল হওয়া অসম্ভব।
জ্বী ভাইয়া আসসালামু আলাইকুম ভাইয়া আমি দেখেছি সেই হিসেবে বলেছি ৮ কেজি সরিষা আমি মেপে ভেঙে যতটুকু তেল হয়েছে আমি আমার বোতলে ঢেলে দেখিয়েছি এখন কত কেজি হবে এটা আমি শিওর বলি নাই তবে আমার পাঁচ লিটার বোতলে প্রায় ৪ লিটার তেল হয়েছে
ঠিক আছে ভাইয়া আমি বুঝতে পারতেছি না আমি ৮ কেজি সরিষা ভেঙেছিলাম সেখান থেকে যা তেল পেয়েছি তাই বলেছি আমি নেক্সট একটি ভিডিও করব ১০ কেজি সরিষা থেকে কতগুলো তেল বের হয় প্লিজ ভাইয়া