মাসুদ কামাল টাকার কাছে বিক্রি হয়েছেন তা তার কথায় বুঝা যায়। গত কয়েক সপ্তাহে উনি প্রায় ৫০ টির ও বেশী নতুন জামা কিনেছেন যেটা গত ১৫ বছরে ও কেনেনি। হঠাত এত টাকা পেল কোথায়? সাথে বক্তব্য পালাচ্ছে ৩৬০ ডিগ্রি তে
পশ্চিমা দেশ গুলোতে কোনো দলকে নিষিদ্ধ করার রেকর্ড নাই, ঐসব দেশে লীগ মার্কা রাজনৈতিক দল নাই বলেই নিষিদ্ধ হচ্ছে না, তবে অতিতে ছিল। আ. লীগ নিষিদ্ধ হলে বাংলাদেশেও পশ্চিমাদের মত পরিচ্ছন্ন রাজনেতিক দল দেখা যাবে। আ. লীগকে নিষিদ্ধ করার একক সিদ্ধান্ত ড. ইউনুস নিতে চায়নি উনি রাজনৈতিক দলের উপরে ছেড়ে দিয়েছেন, জনাব মাসুদ কামাল বিষয়টি ড. উইনুসের উপর চাপিয়ে দিচ্ছেন কেন! ইদানিং আপনাকে অন্যরকম মনে হচ্ছে কিছুটা গোলাম মাউলা রনির মত।
আমার নাম উৎপল চন্দ্র দে আমি নেত্রকোনা আটপাড়া থেকে বলছি আজকের টপসোর্স সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আদাব সালাম জানাই আমার প্রশ্ন 5 ই আগস্ট এ পিসি সরকার শেখ হাসিনা দেশ ছেড়ে চলে গিয়েছেন তার ধূসর রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমেদ চক্ষু তাকে পেশির সরকারের সহযোগী বলা হচ্ছে আকাশের সরকারের সহযোগীর কাছ থেকে শপথ গ্রহণ করেছেন মৌসুমী বিরোধী নেতারা আমি মনে করি তারাও তো বৈধ আসছে আগামী জাতীয় সংসদ নির্বাচন যদি হয় এই বৈষম্য বিরোধী নেতৃত্বে তাহলে তো সেই নির্বাচন দাও অবৈধ হিসেবে মনে করি এই বিষয়ে আপনাদের কি মতামত বিষয়টি জানানোর জন্য আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করছি
সে র এর এজেন্ট সে লীগকে বাঁচানোর জন্ঢ় কাজ করিতেছে লীগের বিরোদ্ধে যা বলে তা লোক দেখানো এভাবে না বলিলে পাবলিক ধরে ফেলবে তাইলোক দেখানো লীগের বিরোদ্ধীতা করে বাস্তবে দেখবেন সে লীগের কাউকে বিচার বা লীগ নিষিদ্ধের কথা উঠলেই এসবের কঠোর বিরোধিতা করে লীগকে বাঁচাতে চেষ্টা করে এখন বিএনপির গুণগান এই জন্য গাচ্ছে কারন বিএনপি লীগ নিষিদ্ধ রাষ্ট্রপতি সরানোর বিরোধিতা করিতেছে আর সে গো এটাই চাচ্ছে।
I think. Does are fight for against of the corruption specifically we need them in Bangladesh rolling system. Because of financial development keeping is netter.
Hasnat sharjet jomat ak hoye akon tara say je kon vabeBNP ke domon kora jay kena. Tara ken akon nerbason dete say na. Adesher jongon muslim kento amra muslim ra rajaker hote say na.ata amar desh amra 71 desh saden korese.5 August gon andolon hoyese .saden ke kore hoy.5 august ke kore Tara saden bole.
I think. Does are fight for against of the corruption specifically we need them in Bangladesh rolling system. Because of financial development keeping is netter.