মানুষের ইচ্ছে শক্তির কত জোর সেটা বাংলাদেশ মেয়ে ফুটবলাদের কাছ থেকে শিখা উচিৎ। প্রতিটি মেয়ে শত প্রতিকূলতার মুখোমুখি হয়ে আজ এরা দেশের সম্মান বয়ে এনেছে । সেলুট বোনেরা।
Congratulations Rupna chakma 😊😊😊 i am from nepal🥰🥰🥰 our nepalese team has not lost, beacause you, get a new home is a big win for the nepalese team.. 🥰🥰🥰🥰 we love you and we suport you godbless you ,🥰🥰🥰🥰🥰🥰🥰
উন্নয়নের নামে যেন পাকা রাস্তা না করা হয়। কেননা সেটা পাহাড়ি ঐ পথে টেকসই হবে না। মেরামত ও রক্ষণাবেক্ষণ তো হবেই না। তবে সাঁকোর পরিবর্তে মানানসই সেতু করে দেয়া ভালো হবে।
প্রত্যেককে যার যার জেলায় একটা করে ফ্ল্যাট দেওয়া হউক!!যাতে করে মা-বাবা নিয়ে স্বল্প খরচে নিজের ঘরে থাকতে পারে!আর মাসিক বেতনের ব্যবস্থা করা প্রয়োজন,এরা আমাদের দেশের জন্য সম্মান বয়ে এনেছে!।💕💜🇧🇩👍
রুপনা চাকমার মেডেল বলে দেয়, মেয়েটার প্রতিভার ধারাবাহিকতা ছিলো। একদিনেই ধুম করে নাম করে নাই। এত দিন বিভিন্ন প্রশাসকরা কই ছিলো?,,স্থানীয় মেম্বার থেকে শুরু করে সরকারি কেউ কেন কোন উদ্যোগ নেয় নাই?প্রতিটি বিষয়ে প্রধান মন্ত্রী পর্যন্ত কেন অপেক্ষা করতে হয় বুঝি না।
হবে না?আমাসের সব মনোযোগ তো ক্রিকেটে দিয়ে রাখছি। তাতে কি হছছে?খ্যাতি পেয়ে কেউ কেউ এতই দাম্ভিক যে নূন্যতম শিষ্টাচার টুকু বজায় রাখছে না। এমন কি বাপের নাম পাল্টাতে ও অসুবিধা নাই। এখন সময় এসেছে ফুটবলকে এগিয়ে নেয়ার।
Well done to our Bengal tigresses they have showed Bangladesh sports industry how to be professional, humble, mentally strong, no childish NAAGIN DANCE nonsense.. they just purely focused on their jobs unlike our male cricketing and football team who are a joke. If only the Bangladesh male cricketing and football team were as mature, professional, humble, mentally strong as our girls then I can guarantee that Bangladesh sports teams would have been a lot more successful, the male cricket and football can learn a lot from our Bengal tigresses. Please government of BD reward our girls with brand new houses in a nice location and provide their communities with exceptional educational and sports facilities and believe me you won’t regret it. Joy Bangla!! Much love from Sylhet 🇧🇩
পাহাড়িদের প্রতি দিন অনেক বার করে পাহাড় উঠতে হয় নামতে হয়,, তাই তাদের দম অনেক বেশি,, তাই আমি মনে করি পাহাড়িদের থেকে পুরুষ ফুটবলার খুজে আনতে পারলেও অনেক ভালো হবে,, কারণ ফুটবল হচ্ছে দমের খেলা৷
যাই হোক ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রীকে, সরকারের দেওয়া যে ঘর ,এই কাজও যেন কোন দুর্নীতি না হয় দেখা যায় কিছুদিন পরে পিলার ভেঙে পড়েছে প্লাস্টার খসে পড়েছে এখানেও বহু দুর্নীতি, কারণ সরকারি দেওয়া যত ঘর পেয়েছে সাধারণ মানুষ প্রত্যেকটা মানুষেরই কষ্টের শেষ নেই
আসলো তারপর বড় ধরনের উপহার পাওয়ার অধিকার রয়েছে কারণ এরকম জীর্ণশীর্ণ একটি ফ্যামিলিতে থেকেও সে তার খেলাটিকে ধরে রেখেছে অন্যদিকে ভেঙে পড়েনি হয় তো বা অন্য কোন ছেলে হলে ভাবতো এই খেলা দিয়ে কিছু হচ্ছে না যাই কাজ করে ফ্যামিলি টা কে চালাই (কিন্তু সে তা করেনি)
প্রত্যেক ফুটবলের কে একটা করে সুন্দর বাড়ি উপহার দেওয়া হোক আর দশ লক্ষ করে টাকা দেওয়া হোক অবশ্য তারা যে অর্জন বয়ে নিয়ে আসছে এসব কিছু তাদের সামনে নগণ্য ।
জাতীয় দলের ক্রিকেটারদের মোটা টাকা দিয়ে পুষচ্ছে,যারা আজ অবদি শুন্য ছাড়া কিছুই দিতে পারি নি। আর যারা সব থেকে দেশের বড় সাফল্য নিয়ে আসলো তাদের বাড়ির হাল কি?
সাংবাদিক আপু সে কি আপনার খালাতো বোন লাগে নাকি তার জন্য এত দরদ আপনার তাকে বাড়ি করে দিতে হবে সে কি একেবারে বিশ্বকাপ জিতে গেছে নাকি তার জন্য বাড়ী করে দিতে হবে শুধু কেন এই রকম খবর বলছেন দেখবেন বাংলাদেশের ক্রিকেটারদের মত বাড়ী গাড়ী সব কিছু করে দিলে আর খেলায় মনযোগী হবে না 😄😄😄✌️