Ami kokhono shobji dea mug dal khai ni,, masha-Allah onk sundor hoyeche ranna ta,,,kmn acho তোমরা sobai,,,,onk onk doa roilo,,,kub taratari 1 million hok sei doa kori....Dana
সাধারণ ডাল রান্না যে কতটা অসাধারণ হতে পারে, তা তোমার রান্নার এই পদ্ধতি দেখে আমি বুঝতে পারলাম! 😍🍲 তুমি সত্যিই দারুণ একজন রাঁধুনি। যখন তুমি ডালকে বিশেষ উপাদানের সাথে মিশিয়ে রান্না করেছ, তখন এর স্বাদ ও গন্ধে একটা নতুন মাত্রা যুক্ত হয়েছে। এটা শুধু মুখরোচক নয়, বরং পুষ্টির দিক থেকেও সমৃদ্ধ। 🍽✨ সত্যিই, তোমার হাতের ম্যাজিক সবার মনে দাগ কাটবে!
কেমন আছেন ভাইয়া, অনেক দিন পর দিলেন রান্না,.খুবই সুন্দর, আপনার রান্না সব সময়ই মজাদার আর সহজ,ভাল থাকেন ভাইয়া, দোয়া রইল জি আমি , আমার পরিবার সকলেই ভাল,.দোয়া করবেন ভাইয়া
খুবই মজাদার দেখেই মনে হচ্ছে, ভাইয়া এরকম mix frozen vegetables বাজার থেকে কিনে দিলে ভাল হবে কি, ৪,৫ রকম থাকে mix vegetables frozen এরকম কাটা ছোট ছোট করে আর ধনিয়া পাতা শেষে দিলে কি ভাল হবে, নাকি জাস্ট আপনার মত যদি করি ধনিয়া পাতা ছাড়া কারন আমি পছন্দ করি অনেক, তারপরও জিগাসা করলাম কি ভাবে বেশি ভাল হবে