আমি নিজেও ৭ কলেজের ছাত্র।কিন্তু এখন এরকম আন্দোলন করাটা খুবই অযৌক্তিক।বর্তমানে কোনো সংসদ নেই।সংসদ না থাকলে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা সম্ভব না।ঢাবি যে আমাদের সাথে বৈষম্য করে সেই বৈষম্যের বিরুদ্ধে কথা বলা উচিত।
জনদুর্ভোগ সৃষ্টি করে মানুষের অভিশাপ নিবেন না। আমরাও চাই আপনাদের দাবি আদায় হোক। জনস্বার্থে আপনাদের দাবি আদায় করতে আপনারা সরোয়ারদি উদ্যানে সমাবেশ ও আন্দোলন কর্মসূচি পরিচালনা করতে পারেন এর ফলে আপনাদের দাবিও আদায় হবে এবং জনদুর্ভোগ ও সৃষ্টি হবে না।
এরা কি ছাত্র না অন্য কেউ, আজকে রাস্তায় দাঁড়িয়ে বলতেছে আগামীকালকে স্বরাষ্ট্র উপদেষ্টার গাড়ি ব্যাক করানো হয়েছে, যে ছাত্র গতকালকে বলে আগামীকাল সে ছাত্র হয় কি করে