নাহিদ , আসিফ , সারজিস, হাসনাত, উমামাদের বক্তব্য যত শুনছি তত চমৎকৃত হচ্ছি। এত নির্ভুল, স্পষ্ট এবং স্বচ্ছ বক্তব্য আগে কোনদিনই আমরা কারো মুখে শুনি নাই। Really proud of you all very much.
আসসালামালাইকুম ভাই আপনাদের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। এই অনুদান গুলা দেওয়ার সময় আপনারা লাইভ ফর সম্প্রচার করবেন। জাতি দেখবে আপনাদের আগামী পথ চলার সহজ হবে
খুভ অসাধারণ কাজ যেমন বৌ আর মা বাবার সাথে একটা দুরত্ব তৈরী আছে এখন এটা সমাধান করে তাদের সাথে আলাফ করে টাকা গুলি দিলে দুই ফ্যমেলিই উপক্রিত হবে কেই সন্তান হারা কেউ স্বামী হারা 😢
আমাদের সমন্বয়ক ভাইয়েরা যে কত রকম প্ল্যান করে রেখেছেন সেগুলো মানুষ আছতে ধীরে ইনশাল্লাহ বুঝতে পারবে সকলে ধৈর্য ধরুন ইনশাল্লাহ বাংলাদেশ সঠিক পথেই এগোচ্ছে অস্থির হবেন না কেউ
সাজিদ ভাই যেই শহীদ ভাইয়ের স্ত্রী সন্তান আছে কিন্তু শহীদ ভাইয়ের বাবা-মার সাথে কোন যোগাযোগ নাই ওই ভাইয়ের সন্তানদেরকে টাকার মালিক করুন আর সন্তানরা যার দায়িত্বে থাকবে সে এই টাকার লাভের অংশ পাবে কিন্তু টাকার মালিক সন্তানরা হবে। আর সন্তান যদি সাবালক হয়ে যায় সেই সন্তান টাকা উত্তোলনও করতে পারবে যদি একাধিক সন্তান থাকে একাধিক সন্তান সমান ভাগে টাকার মালিক। আর সন্তানরা যদি সাবালক হয়ে যায় তো টাকা উত্তোলনও করতে পারবে সন্তান ব্যতীত টাকা কেউ উঠাতে পারবে না।
দয়া করে সততার সাথে কাজ করুন বাংলাদেশের মানুষ আপনাকে বিশ্বাস করে অনেক বড় দায়িত্ব দেওয়া হয়েছে। এমন কিছু করবেন না যেন কেউ আঙ্গুল তুলে কথা বোলতে ভালো কিছু করুন। বিশ্বাস নষ্ট করবেন না।
এখানে কোটার কি দেখলেন শহিদদের পাশে আহতদর পাশে দারানো রাষ্ট্রের দায়িত্ব। আগে যে কোটার বিরুদ্ধে সেটা তো মুক্তিযোদ্ধার নাতি পতি চাতিদের বিরুদ্ধে ছিল যা বেশিরভাগ ছিলো ভুয়া কোন শহীদ্দের বিরুদ্ধে ছিলোনা।
শহীদ পরিবার দেরকে সহায়তা এবং আহত যোদ্ধাদের সহায়তার ক্ষেত্রে একটি বিষয়ে বিবেচনায় আনার জন্য অনুরোধ করবো যে তাদেরকে যদি কোন ব্যবসা বা গাড়ি কিনে দেয়া যায় জাত দিয়ে তারা সারা জীবন চলতে পারবে যেমন মহেন্দ্র গাড়ি অটো অথবা কোন দোকান করে দেয়া যেতে পারে যার মাধ্যমে তারা সারা জীবনটা চলতে পারবে যারা চাকরি করার উপযুক্ত আছে তাদেরকে চাকরি দিতে পারলে ভালো হবে।
এরকমটা হলে আলহামদুলিল্লাহ ভালো তবে যাদের অর্থ সম্পদ রয়েছে এবং চলতে পারে তাদেরকে দেওয়াটা আমার মতে ঠিক হবে না এর কারণ হচ্ছে অনেক সক্ষম মানুষও রয়েছেন যারা খুবই দরিদ্র
বাংলাদেশের সার্বিক উন্নয়নের জন্য আমি ট্যাক্স দেই। আমি চাইনা এই সমন্বয়কেরা আমার টাকার কোন অংশ তাদের ইচ্ছে মতো কাউকে বিতরণ করুক। কারণ এসব বাটপারি কাজে আমি আমার টাকার দাবি ছাড়বো না।
একদিন হাসপাতালের বেডে কাতরান। অনুভব করুন কেমন লাগে। শুধু বলছেন চিকিৎসা করবেন।সাহায্য করবেন।কত মাস আরও কাটাবেন একই কথা বলে? মাসিক PROGRESS জনতাকে জানাবেন কি?