"তুমি ছাড়া কেহ সাথী নাই আর সমুখে আনন্ত জীবন বিস্তার, কাল পারাবার করিতেছ পার কেহ নাই জানে কেমনে রয়েছ নয়নে নয়নে।" 🙏🏻🤍🙏🏻 পূজা আর প্রেমের এই অপূর্ব সুরঝঙ্কার রবীন্দ্রনাথের লেখনী আর জয়তীর কন্ঠ ছাড়া কী সম্ভব? ❤❤❤
ভাবুন খালি একবার, রবি ঠাকুরও একজন মানুষ। কিন্তু মন কত উচ্চ পর্যায়ে গেলে এ গান কলম থেকে বেরোয়, সবের মধ্যে একের সুর ও আধারকে তুলে ধরার কান্ডারী সত্যি রবি ঠাকুর, গান এক্ষেত্রে তার অস্ত্র। প্রণাম। মানুষ ভাবুক, তার গানের কথা গুলো , কি নির্দেশ করে, কি বোঝাতে চায়। নচেৎ dustbin হয়ে যাবে গান গুলো। সবই মানুষের জন্য ও হতে আয়োজন। ❤
রবীন্দ্রনাথের পূজা পর্যায়ের সমস্ত গান ভাব প্রধান। মরমী শিল্পী জয়তী দরদী কণ্ঠে গেয়েছেন, যা অন্তরের গভীরে গোপনে নাড়া দিয়ে গেল। পূর্বে অশোকতরু ও মোহন সিং এর কণ্ঠেও এই গানটি ভালো লেগেছিল।
আমি বিগত তিন মাস ধরে প্রতি রাতে আপনার এই একটা গান শুনে ঘুমাই, আপনি এই গান এইরকমভাবে না গাইলে আমার হয়তো ঘুমই হতো না। এইজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার কখনো কোনো স্টেজ পারফর্ম করলে জানাবেন দয়া করে, আমি ঢাকাতেই থাকি। ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤