Тёмный

কই কমলা-কমলালেবু দিয়ে মাছের কালিয়া | Bong Eats Bangla 

Bong Eats Bangla
Подписаться 198 тыс.
Просмотров 37 тыс.
50% 1

‘কই কমলা’ নামটা শুনে প্রথমে মনে হতেই পারে যে এ বুঝি কোন হাল ফ্যাসনের রান্না। তা কিন্তু নয়। একশো বছর আগে লেখা বাংলা রান্নার বইতেও এর উল্লেখ পাই। আর থাকবে নাই-ই বা কেন? এই যে ধরো কমলা, বাতাবি, কাগজি, গন্ধরাজ, সাতকরা, আরো কতরকম লেবু-গবেষকরা এখন বলছেন যে পৃথিবীর প্রায় সমস্ত ধরণের লেবুর উৎস পূর্ব ভারত ও উত্তর বাংলাদেশের হিমালয়ের পাদদেশের পাহাড়ি অঞ্চলগুলি। পৃথিবীর অনেক ভাষায় কমলার নাম সংস্কৃত ভাষার “নারাঙ্গ” (nāraṅga) থেকে এসেছে। নারাঙ্গ (nāraṅga) থেকে ফার্সি নারাঙ্গ (nārang), তার থেকে আরবি নারঞ্জ (nāranj), তার থেকে ফরাসি হয়ে ইংরেজি “অরেঞ্জ” (orange)।
“রান্নাঘরে কে?”-র পৃথাদির পর্বে নিরামিষ ফুলকপির কমলা কালিয়া রান্না করে দেখিয়েছিলেন পৃথাদি। কইয়ের কমলা কালিয়ার রেসিপি পরীক্ষা করার সময় আমরা পেঁয়াজ ছাড়া-পেঁয়াজ দিয়ে দু’ভাবেই রান্না করে দেখেছি। পেঁয়াজ ছাড়া রেসিপিটা “রান্নাঘরে কে?”-তেই পেয়ে যাবে। পেঁয়াজ দিয়ে করলে কাঁচা পেঁয়াজ বাটার বদলে আমরা পেঁয়াজ সেদ্ধ করে ব্যবহার করি। তাতে কমলালেবুর মিষ্টি গন্ধটা ঢাকা পরে না।
এই কই কমলার স্বাদ অভিনব, কিন্তু সত্যি বলতে কি, এর চেয়ে কই মাছের ফুলকপি দিয়ে যে রেসিপিটা আমরা আগে দিয়েছিলাম, অথবা এমনি তেল কইও আমরা বেশি পছন্দ করি। তবে আমরা যারা নিয়মিত বাড়িতে রান্না করি, রোজ এক ভাবে রান্না করতে কারোর ভালো লাগে না-অন্তত আমাদের তো লাগেই না। তাই মাঝে মধ্যে ভিন্ন স্বাদের রান্না করলে একঘেয়েমি কাটে, সবার মুখ বদলও হয়। শীতে তো অবশ্যই করো, তবে যেহেতু হালকা রান্না, যা গরম পড়েছে মনে হয় নববর্ষের দিনও করলে খেতে আরাম লাগবে।
নতুন বছর শুভ হোক।
🌾 পরিবেশন করেছি আমার খামারের রানিয়াকন্দ চালের ভাত দিয়ে। যারা দুধেরসর চালের ভাত পছন্দ করো স্বাদ বদলের জন্যে এই রানিয়াকন্দ চাল খেয়ে দেখতে পারো। রোজকার খাবার চাল হিসবে উপযুক্ত। কেনার লিংক: www.amar-khamar.com/products/...
✍🏾 Written recipe: www.bongeats.com/recipe/koi-komola
📌 Watch this video in English: • Koi Komola-Bengali fis...
___________
🌶️ গরম মসলা, ভাজা মসলা সহ বং ইটস-এর বেশ কিছু মসলা এখন "আমার খামার"-এ পাওয়া যাচ্ছে।
🛒 অনলাইন কিনতে হলে: www.amar-khamar.com/collectio...
🛺 কলকাতায় দোকানে এসে কেনা যাবে গড়িয়াহাটের "অন্নজ" থেকে। ঠিকানা: maps.app.goo.gl/8D97U18mM31jW...

Опубликовано:

 

11 апр 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 64   
@BongEatsBangla
🌾 পরিবেশন করেছি আমার খামারের রানিয়াকন্দ চালের ভাত দিয়ে। যারা দুধেরসর চালের ভাত পছন্দ করো স্বাদ বদলের জন্যে এই রানিয়াকন্দ চাল খেয়ে দেখতে পারো। রোজকার খাবার চাল হিসবে উপযুক্ত। কেনার লিংক:
@aninditabhattacharyya1899
তোমাদের কাছে কত কিছু শিখছি। খালি মনে হয় যদি তোমাদের কাছে সংসারের অন্য কাজ গুলি ও এত টেকনিক্যালি এত সায়েন্টিফিক ভাবে শিখতাম তাহলে ঐ কাজ গুলো ও আনন্দ ভাবে করতাম history teacher হিসাবে তোমাদের ইনফরমেশন গুলো খুব ভালো লাগে।
@AyanGaanwala
আপনাদের চ্যানেলে "রান্নাঘরে কে" তে রথীন গাঙ্গুলি কে আনুন না। খুব বড় মাপের youtuber নন ঠিক ই। তবে ওনার রান্নাগুলো কিন্তু নেহাত ফ্যালনা না ।
@SushmitaDhar-vf7wz
মা ওইদিন কমলার খোসা দিয়ে কৈ মাছ রান্না করলেন🤤 তবে কোয়া বা কমলার রস দেন নি শুধু খোসা দিয়ে রান্না করেছেন, এতেই দুর্দান্ত হয়েছিলো
@loveyourlife_official
একদম ঠিক বলেছ... স্প্যানিশ ভাষায় কমলা কে বলে naranja উচ্চারণ হবে naranha ...
@DEVJITBIZLi
বাংলার পিঠে পুলি গুলো রান্না করুন, যেমন সরুৎচাউলী পিঠে
@ijayashree
কই মাছ ছাড়া অন্য কোনো মাছ দিয়ে করা যাবে কি?
@VishalSingh-mj7tp
Sorry, erokom kono din khaba khai ni, shey jonno kono reaction dichi na🙏
@lunadas2322
রুই কমলা রান্না করেছি। এটা করা হয় নি। তবে এটা অন্য রকম ভাবে করা বেশ ভালো
@RiniChatterjee-zp2pn
Sundar ekta ranna shikhlam
@nitughoshdas7709
তোমরা য়াখনি পোলাও টা শিখিও প্লীজ 🙏🙏
@nurjahansadia6077
অবশ্যই অতি অবশ্যই এটা ভীষণ পুরোনো রেসিপি।আমার মা করেন।
@nehanaskar316
কৈ মাছ আমার খুব প্রিয় একটি মাছ। এই রেসিপি টা প্রথমবার দেখলাম। খুব ভালো লাগলো। অবশ্যই ট্রাই করবো। 😊👍🏻
@mridulaghanty8089
Ato satisfying video tomader ranna dekhe❤
@reyapaul1329
Ami koi mach khaina ..kintu tomader video puro dekhlam 🥹 English tao , bangla tao ❤️❤️
@aniszaman5523
একদম লাস্ট টেকনিকটা ছিল এক কথায় অনবদ্য। সত্যি কথা বলতে তোমাদের এই চ্যানেলের এই ছোট্ট ছোট্ট টেকনিক গুলো আমার অসাধারণ লাগে।
@secretrecipecorner
Looking too tempting😋😋 just loved your content... Keep sharing 👍🏻
@abhipshaduttasrot
Tomader video gulo eto lobhoniyo ❤
@BS-xv8lh
Hi pls do make a guide regarding traditional style of the art of pickling of Bengal , especially aamer tel ,mishti aam aachar it would very helpful and wonderful in this season
@debikamitra7839
Dekhe e mukhe jol chole elo….❤
Далее