এই রেসিপিটা আপনি যখন পোস্ট করেছিলেন, তারপর দিনই রান্না করেছিলাম। বাসার সবাই তো পছন্দ করেছেই, আমার ১৭ মাস বয়সী মেয়েও একদম চেটেপুটে খেয়েছে এই মাছের ডিমের বিরান- তাও একবার না, যে যখনই খেয়েছে ওকে ভাগ দিতেই হয়েছে। আলহামদুলিল্লাহ। দেখে আমার চোখ জুড়িয়ে গেছে, মনে হয়েছে আমার রান্না করা সার্থক হয়েছে। আপনাকে অনেক অনেক অনেক দোয়া আর ভালোবাসা।
Ma'sha'allah Tabarak Allah ki darun yummy recipe insha'Allah try korbo Ranna korte apnar ai o shdharon Recipe ta Oneeeek oneeeek dhonnobad Rumana Api 🤗🌹🥘🍚🍲
Assalamualaykum dear apu. I am writing this from Dallas Texas American. I am your fan. Your cooking channel is my one of the favorites. Your specialty then others is to giving very details and at the end always mentioning the idea how the item will go testy with what. Alhamdulillah. I pray may Allah swt bless you with halal rizk and put lots of baraka in it, Ameen Ya Rabbul Al Amin. JazakumAllahukhairan ❤
বোন, বিনীতভাবে অনুরোধ করব মিউজিক যুক্ত না করার জন্য। তাহলে আমাদের জন্য দেখতে সুবিধা হয়। মিউজিকে কী ফায়দা হয়! সবাই রেসিপি দেখার জন্য আসে এবং আপনার কথা শুনবে। কেউ তো আর মিউজিক শুনতে আসে না! তাছাড়া এই মিউজিক দেওয়ার জন্য যতগুলো মানুষ এই মিউজিক শুনবে সব গোনাহ আপনার হবে।
দুঃখিত আপু, তোমার অনুরোধ রাখতে পারলাম না। আমার সঙ্গীত অনেক ভালো লাগে তাই আমি ব্যবহার করি। আরবরা আমাদের অঞ্চলে আসার আগে গান বাজনা ছিলো আমাদের অহংকার। আমি আমার অহংকার নিয়েই থাকতে চাই, আরবদের মিথ্যা কথা শুনতে চাই না। তুমিও মিথ্যা কথা না শুনে নিজে লেখা পড়া করবে। আর সময় পেলে আমাকে জানাবে যে কোন আয়াতে বলা হয়েছে যে, "যতগুলো মানুষ এই মিউজিক শুনবে সব গোনাহ আপনার হবে।" শেষে একটাই কথা বলছি, তোমার ভালো না লাগলে আমার পেজে আর আসবে না। 🙏