Тёмный

Practically Scooter Maintenance (S1E5) || ইঞ্জেক্টর ও স্পার্ক প্লাগ কিভাবে চেক করবো? 

Engr. Sofiqul Islam
Подписаться 2,6 тыс.
Просмотров 235
50% 1

"হাতে কলমে স্কুটার মেইনটেন্যান্স" নামের এই নতুন সিরিজে আমরা জানবো একটি স্কুটারের বেসিক মেইনটেন্যান্স সম্পর্কে যা আমাদের শখের প্রিয় স্কুটারটিকে ভালো রাখতে এবং জরুরি প্রয়োজনে টুলবক্সে থাকা যন্ত্রগুলো দিয়েই কিভাবে প্রাথমিক সার্ভিস করা যায় তা জানতে সহায়ক হবে।
সীজন-১ এ আমরা বেছে নিয়েছি বাংলাদেশের একটি বহুল জনপ্রিয় মডেল "সুজুকি একসেস ১২৫ এফআই" স্কুটারটি। ভিডিওর দৈর্ঘ্য এবং দর্শকের আগ্রহের বিষয়টি মাথায় রেখে আমরা এই সীজনটি কয়েকটি এপিসোড বা পর্বে ভাগ করেছি।
প্লে-লিস্ট থেকে সবগুলো পর্ব দেখে নেয়ার আমন্ত্রন রইলো...

Авто/Мото

Опубликовано:

 

13 сен 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 6   
@delowarrony7908
@delowarrony7908 10 месяцев назад
ধন্যবাদ, ভাইয়া। আপনার ভিডিও গুলো দেখে অনেক উপকৃত হচ্ছি। আমি নিজেও সুজিকি এক্সেস ইউজার। নিয়মিতি এই ধরনের মেনটেনেন্স রিলেটেড ভিডিও দেওয়ার অনুরোধ রইল। ❤❤❤
@engr.sofiqulislam
@engr.sofiqulislam 10 месяцев назад
শুকরিয়া। ইনশাআল্লাহ, চেষ্টা করবো।
@nowshadhasanraju1179
@nowshadhasanraju1179 10 месяцев назад
আসসালামু আলাইকুম ভাইয়া, ধন্যবাদ আপনার গুরুত্বপূর্ণ টিপসগুলির জন্য। আমার স্কুটারে একটা সমস্যা ফেস করছি। আশা করি আপনি আমাকে তথ্য দিয়ে সহযোগিতা করবেন। আমি Aprilia SR125 ইউজার। গত ৩/৪ মাস যাবৎ আমার স্কুটার বিশেষ করে সকালে স্টার্ট নিতে চায়না। ৮/১০ বার কিক দিতে হয় আর যদি সেলফ দিয়ে স্টার্ট দেই তাহলে কমপক্ষে ১০/১২ সেকেন্ড ধরে রাখার পর স্টার্ট নেয়। কিন্তু অফ করার কিছুক্ষন পরে স্টার্ট দিলে আবার সাথে সাথে স্টার্ট হয়। একটা মজার ব্যাপার হলো, আমার স্কুটার যদি ২/৪ দিন বন্ধ থাকে তখন আবার এক কিকেই স্টার্ট হয়। অথবা সেলফ দেয়ার সাথে সাথে স্টার্ট হয়। এর কারন কি?
@engr.sofiqulislam
@engr.sofiqulislam 10 месяцев назад
শুধু এটুকু শুনেই এক লাইনে "কারণ কী" বলে দেয়া সম্ভব না। তবে একটা হাইপোথিসিস দিতে পারি যা প্রায় ৮০% ক্ষেত্রে ঘটে থাকে তা হলো- ভালভের সীল লীক করেছে। যেকারণে হেডের অয়েল সারারাতে একটু একটু করে চুইয়ে এসে প্লাগের মাথায় জমা হয় তাই সকালে ৮/১০ কিক/সেল্ফ না দিলে স্টার্ট নেয় না কিন্তু পরে আবার এক চান্সেই স্টার্ট নেয়। আবার কয়েকদিন রেখে দিলেও ঐ অয়েল প্লাগের মাথা থেকে ঝড়ে পড়ে যায় বলে স্টার্ট এ সমস্যা হয় না! এই "হাইপোথিসিস" সত্য কিনা প্রমাণ পাবো কিভাবে? ভিডিওতে দেখিয়েছি প্লাগ কিভাবে খুলতে হয়... কোন একদিন সকাল বেলা সবার আগে প্লাগটা খুলে দেখুন প্লাগের মাথায় অয়েল জমে বা ভিজে আছে কিনা? যদি থাকে তাহলে হাইপোথিসিস সত্য! সেক্ষেত্রে ভালবের সীল চেঞ্জ করুন। আর যদি প্লাগের মাথা একদম ক্লীন এবং বাদামী রঙের হয়ে থাকে তাহলে অন্য কোন ইস্যু যেটা বাকি ২০% এর ক্ষেত্রে হয় এবং চাক্ষুষ না দেখে বা আরও কিছু টেস্ট না করে বলা সম্ভব না।
@shahidul3626
@shahidul3626 10 месяцев назад
ভাই, আপনার আজকের মূল্যবান এপিসোড এর জন্য অসংখ্য ধন্যবাদ। ভাই আমি হিরো হোন্ডা pleasure চালাই। কিন্তু সমস্যা হচ্চে ০ হতে ৩০ কিলো পর্যন্ত পিকআপ নেয়া পর্যন্ত স্ক্যুটি খুব বেশি vibebretion করে, কিন্ত ৩০ এর পর হতে smoothly রান করে। এর সমাধান কি? জানালে খুব খুশি হবো। হিরোর উত্তরার সার্ভিস সেন্টার থেকে কোনো সমাধান দিতে পারে নাই। কোথায় গেলে এর সমাধান পাবো। আমি আপনার একজন নিয়মিত সাবস্ক্রাইবার, আমার বিশ্বাস আপনার কাছে থেকে এর সঠিক সমাধান পাবো।
@engr.sofiqulislam
@engr.sofiqulislam 10 месяцев назад
এটা সাধারণত ড্রাইভ বেল্টের জন্য হয়। ক্লাচেও সমস্যা থাকতে পারে। আপনার স্কুটার কত কিলোমিটার রানিং এবং কবে থেকে এই সমস্যা হচ্ছে বলেননি। যাইহোক আপনি কষ্ট করে তেজগাঁও ওয়ার্কশপে চলে গেলে সমাধান হয়ে যাবে আশা করি।
Далее
БМВ i4
0:29
Просмотров 1,2 млн
Комфорт в Нива 2131  #offroad
0:18
Просмотров 1,6 млн